পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার মিড-ডে-মিল প্রকল্পের অধীনে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে রাজ্যের যেকোনো প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সফল এবং যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে । এবার আসুন জেনে নেওয়া যাক শূন্যপদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য।
Advertisement No. | — |
নিয়োগকারী সংস্থা | Office of Sub Divisional Officer, Bongaon, North 24 Parganas |
পদের নাম | Assistant Accountant, Sub-Divisional Level Nodal Staff |
মোট শূন্যপদ | ৩ টি |
বেতন (₹) | ১০,০০০/- থেকে ১১,০০০/- |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৬ এপ্রিল, ২০২৩ |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
North 24 Parganas Mid Day Meal Accountant Recruitment 2023
পদের নাম–
- Assistant Accountant
- Sub-Divisional Level Nodal Staff
মোট শূন্যপদ– মোট শূন্যপদ ৩ টি।
- Assistant Accountant – ২ টি
- Sub-Divisional Level Nodal Staff – ১ টি
শিক্ষাগত যোগ্যতা– উপরোক্ত যেকোনো পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে সরকারি প্রতিষ্ঠানে অন্তত ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা– আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ২০.০৪.২০২৩ তারিখ অনুযায়ী।
মাসিক বেতন–
- Assistant Accountant : ১১,০০০/- টাকা
- Sub-Divisional Level Nodal Staff : ১০,০০০/- টাকা
বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, এক নজরে দেখে নিন (April)
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের এখানে আলাদা করে আবেদন করতে হবে না। প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তির মধ্যে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি উপযুক্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস ও পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান
Sub Divisional Office, Bongaon, North 24 Parganas
ইন্টারভিউ তারিখ ও সময়
ইন্টারভিউ নেওয়া হবে ২৬ এপ্রিল ২০২৩, সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
- MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 ইন্টারভিউয়ে বাজিমাত করলেই রাজ্য কৃষি দপ্তরে মিলবে চাকরি! উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন যোগ্য
👉 ITI পাশে কয়েকশো শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন পদ্ধতি দেখুন
👉 বিদ্যুৎ দপ্তরে উচ্চমাধ্যমিক পাশে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার
👉 মাত্র ৩৭৬ টাকা বিনিয়োগ করে প্রত্যেক মাসে মিলবে ১০,০০০ টাকা, শীঘ্রই আবেদন করুন