National Institute of Technology (NIT) দুর্গাপুরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। আবেদন চলবে ২০ মার্চ ২০২৩ পর্যন্ত। এখানে আবেদনের জন্য দরকারি আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে।
NIT Durgapur Recruitment 2023 Research Associates II
Advertisement No.
NITD/SRCC/AKC/PHY/2021/30/Recr/02
পদের নাম (Post Name)
পদের নাম হলো- Research Associates II
শূন্য পদের সংখ্যা (Number of Vacancy)
মোট শূন্য পদ হলো – ১ টি
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Electrochemistry/Chemistry/Chemical Engg./Energy Science & Engg./Physics/Materials Science -এ PhD করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে পারে।
বেতন (Salary)
নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে ৪৯,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Application Process)
এখানে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীকে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট সহ প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে একটি PDF ফাইল তৈরি করে ইমেইল করতে হবে। ইমেইল করার সময় সাবজেক্টের ঘরে “Application for Research Associate II” উল্লেখ করতে হবে।
ইমেইল- amit.chakraborty@phy.nitdgp.ac.in
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | 15.03.2023 |
আবেদন শেষ তারিখ | 08.04.2023 |
ইন্টারভিউ তারিখ (সম্ভাব্য) | 19.04.2023 |
আরো বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
Official Notification | Download PDF |
Official Website | Visit Now |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
📌 ১২০ টি শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন | GAIL Recruitment 2023
📌 রাজ্যে Webel -এ 583 টি শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন
📌 রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ