পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগের (WB Health Recruitment 2023) বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ আরও বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনে।
WB Health Recruitment 2023
নিয়োগকারী সংস্থা | District Health & Family Welfare Samiti (South 24 Parganas) |
Advertisement No. | CNOH(SPG)/DH&FWS/2238 |
পদের নাম | টেকনিশিয়ান, স্টাফ নার্স এবং বিভিন্ন পদ |
মোট শূন্যপদ | ৮৩ টি |
বেতন | মাসিক ১৩,০০০/- থেকে ৬০,০০০/- টাকা |
নিয়োগ স্থান | দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শুরু তারিখ | ১৫.০৩.২০২৩ |
আবেদনের শেষ তারিখ | ২৪.০৩.২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbhealth.gov.in |
রাজ্যে মাধ্যমিক পাশে 71 টি পদে আশা কর্মী নিয়োগ, এইভাবে আবেদন করুন
পদের নাম এবং শূন্য পদের বিবরণ
পদের নাম | শূন্য পদ |
Block Epidemiologist | ৪ |
Block Public Health Manager | ৪ |
Laboratory Technician | ৮ |
Block Data Manager | ৪ |
Medical Officer (Urban) | ১৭ |
Staff Nurse (Urban) | ১৭ |
Community Health Assistant (Urban) | ১৭ |
Staff Nurse (Polyclinic) | ৬ |
Counsellor (Polyclinic) | ৬ |
মোট শূন্যপদ | ৮৩ টি |
শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
Block Epidemiologist | M.Sc in Life Science/Epidemiology or BHMS/BAMS/BUMS with MPHProficiency in advance MS Office.Ph.D / M.PhilExperience in Public Health |
Block Public Health Manager | B.Sc in Life Science with Post Graduate Degree/Diploma in ManagementProficiency in advance MS Office.M.Sc in Life ScienceExperience in Public Health |
Laboratory Technician | Passed Class 12 th with Physics, Chemistry and Mathematics/Biology ScienceDiploma in Medical Laboratory Technology |
Block Data Manager | Graduate from any recognizedWorking experience of computer |
Medical Officer (Urban) | MBBS |
Staff Nurse (Urban) | GNM/B.Sc in Nursing |
Community Health Assistant (Urban) | ANM/GNM |
Staff Nurse (Polyclinic) | GNM/B.Sc in nursing |
Counsellor (Polyclinic) | Graduation |
বেতন
পদের নাম | মাসিক বেতন |
Block Epidemiologist | ৩৫,০০০/- |
Block Public Health Manager | ৩৫,০০০/- |
Laboratory Technician | ২২,০০০/- |
Block Data Manager | ২২,০০০/- |
Medical Officer (Urban) | ৬০,০০০/- |
Staff Nurse (Urban) | ২৫,০০০/- |
Community Health Assistant (Urban) | ১৩,০০০/- |
Staff Nurse (Polyclinic) | ২৫,০০০/- |
Counsellor (Polyclinic) | ২০,০০০/- |
বয়সসীমা
পদের নাম | বয়সসীমা(০১.০১.২০২২ তারিখ অনুযায়ী) |
Block Epidemiologist | ২১ – ৪০ |
Block Public Health Manager | ২১ – ৪০ |
Laboratory Technician | ১৯ – ৪০ |
Block Data Manager | ২১ – ৪০ |
Medical Officer (Urban) | সর্বোচ্চ ৬২ বছর |
Staff Nurse (Urban) | সর্বোচ্চ ৬২ বছর |
Community Health Assistant (Urban) | ২১ – ৪০ |
Staff Nurse (Polyclinic) | সর্বোচ্চ ৬২ বছর |
Counsellor (Polyclinic) | ২১ – ৪০ |
আবেদন ফি
- সাধারন শ্রেণীর প্রার্থীদের ১০০ টাকা
- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০ টাকা
- আবেদন ফি জমা করতে হবে ডেমান্ড ড্রাফটের মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নামে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারে। রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নম্বর, ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।
আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন অথবা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন।
আবেদনের শেষ তারিখ
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে ২৪.০৩.২০২৩ তারিখের মধ্যে।
Important Links
অফিসিয়াল নোটিফিকেশন: Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট + আবেদন করুন: Visit Now
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
📌 রাজ্যে Webel -এ 583 টি শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন
📌 India Post GDS Result 2023 Out, PDF Link, Download
📌 ১২০ টি শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন | GAIL Recruitment 2023
📌 31 মার্চের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করলে, এই 20 টি জরুরি কাজ করতে পারবেন না