মুর্শিদাবাদ জেলার রূপশ্রী প্রকল্পের আওতায় কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অ্যাকাউন্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। অফলাইন আবেদন প্রক্রিয়া চলবে ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Advertisement No. | — |
নিয়োগকারী সংস্থা | The District Magistrate & Collector Rupashree Section |
পদের নাম | Accountant & Data Entry Operator |
মোট শূন্যপদ | ৫ টি। |
বেতন (₹) | ১১,০০০ – ১৫,০০০/- |
আবেদন মাধ্যম | অফলাইন |
নিয়োগ স্থান | মুর্শিদাবাদ |
আবেদনের শেষ তারিখ | ২০.০৪.২০২৩ |
অফিসিয়াল সাইট | murshidabad.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Murshidabad Rupashree Prakalpa DEO Recruitment 2023
পদের নাম–
- Accountant
- Data Entry Operator
মোট শূন্যপদ– মোট ৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারী প্রার্থীদের গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা– উক্ত দুটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। শুধুমাত্র অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদনের জন্য রিটায়ার্ড কর্মচারীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।
বেতন– Accountant পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১৫,০০০/- টাকা এবং Data Entry Operator পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১১,০০০/- বেতন দেওয়া হবে।
রাজ্যে মিড-ডে-মিল প্রোগ্রামের আওতায় ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে এর অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে। এরপর একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আপনাদের সুবিধার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নীচে প্রদান করেছি।
আবেদন জমা দেওয়ার ঠিকানা– Rupashree DPMU Office (Room No -2, Kanyashree & Rupashree Cell Of Murshidabad Collectorate, New Building at Berhampore, Barrack Square, Murshidabad, Pin -742101)
প্রয়োজনীয় ডকুমেন্টস –
- বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট
- বসবাসের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
- স্ব-সাক্ষরিত পাসপোর্ট সাইজের রঙিন ছবি
নিয়োগ প্রক্রিয়া
- লিখিত পরীক্ষা
- কম্পিউটার টেস্ট
- ইন্টারভিউ
আবেদনের শেষ তারিখ
অফলাইন আবেদন করার শেষ তারিখ হল ২০ এপ্রিল, ২০২৩ ।
আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি + আবেদনপত্র:- Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:- Visit Now
MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 IIT Kharagpur-এ চাকরির সুযোগ, আবেদন প্রক্রিয়া জানতে ক্লিক করুন
👉 ITI পাশে কয়েকশো শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন পদ্ধতি দেখুন
👉 BSF Recruitment 2023: মাধ্যমিক পাশে ভারতীয় সেনা নিয়োগ, বিস্তারিত জেনে ঝটপট করুন আবেদন
👉 রাজ্যের বেকার যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন, এখনই আবেদন করুন