রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশন, সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, পদের নাম, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Advertisement No. | — |
নিয়োগকারী সংস্থা | RAJA RAMMOHUN ROY LIBRARY FOUNDATION |
পদের নাম | Multi Tasking Staff (MTS) |
মোট শূন্যপদ | ১ টি। |
বেতন (₹) | ১৮,০০০/- থেকে ৫৬,৯০০/- |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩ জুন, ২০২৩ |
অফিসিয়াল সাইট | www.rrrlf.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
MTS Recruitment for Raja Rammohun Roy Library Foundation
পদের নাম– Multi Tasking Staff
মোট শূন্যপদ– ১ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক / সমতুল্য পরীক্ষায় অথবা ITI পাশ করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা– প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC জাতিভুক্ত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন– পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা পর্যন্ত।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীরা এই আবেদন করার জন্য সম্পূর্ন অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপর আবেদনপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টস পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা –
The Director General
Raja Rammohun Roy Library Foundation
Block-DD-34, Sector-I, Salt Lake City
Kolkata 700 064
নিয়োগ প্রক্রিয়া
- Computer Based Test (CBT)
- Skill Test
- Document Verification
আবেদনের শেষ তারিখ
আবেদন প্রক্রিয়া চলবে ৩ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত।
আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:- Visit Now
- MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে চাকরির সুযোগ, আবেদন শেষ তারিখ ৬ জুন
👉 কেন্দ্রীয় কয়লা খনি দপ্তরে ৬০৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন