রাজ্যে AIIMS কল্যাণীতে কর্মখালি, প্রতিমাসে বেতন ২৬ হাজার টাকা

রাজ্যের AIIMS কল্যাণীতে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরাই পদগুলিতে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিচে বিস্তারিত দেওয়া করা হলো। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি এই প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

Advertisement No.1129/E-12028/2/23- (NON-FAC.CON)
নিয়োগকারী সংস্থাAll India Institute of Medical Sciences (AIIMS) Kalyani
আবেদন মাধ্যমঅনলাইন ও অফলাইন
আবেদনের শেষ তারিখ২৭ জুলাই, ২০২৩
কাজের স্থানকল্যাণী
অফিসিয়াল সাইটwww.aiimskalyani.edu.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

AIIMS Kalyani Blood Centre Technician Recruitment 2023

পদের নাম (Post Name)

AIIMS Kalyani এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Blood Centre Technician পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ২ টি শূন্যপদ রয়েছে। (UR – ২ টি)।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে Diploma in Medical Laboratory Technology/ Transfusion Medicine/ Blood Bank Technology বিষয়ে ডিগ্রি করে থাকতে হবে। এছাড়া আরো অন্যান্য যোগ্যতায় আবেদন করতে পারবেন, জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৬,১০০/- টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলেছে দেখুন

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্রহী প্রার্থীদের অনলাইন ও অফলাইন এই দুই পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অনলাইন গুগল ফর্ম পূরণ করতে হবে। এরপর অফিসিয়াল বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর পুরন করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে মুখ বন্ধ খামে ভরে দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় স্পীড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। তবে আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়বেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

The Administrative Officer,
Recruitment Cell, All India Institute of Medical Sciences, Kalyani
NH-34 Connector, Basantapur, Saguna
Nadia, West Bengal - 741245

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • পরিচয়পত্র,
  • বয়সের প্রমাণপত্র,
  • শিক্ষাগত যোগ্যতার নথি,
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ইত্যাদি।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

OMR/ Written Test/ Computer Based Test (CBT) এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন ফি (Application fee)

General/ OBC/ EWS প্রার্থীদের ৫০০/- টাকা এবং SC/ ST প্রার্থীদের ২৫০/- টাকা আবেদন ফি দিতে হবে। OPH প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না। আবেদন ফি জমা করতে হবে দপ্তরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১২.০৭.২০২৩
আবেদন শুরু১২.০৭.২০২৩
আবেদন শেষ২৭.০৭.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
✅ আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.aiimskalyani.edu.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 MORE JOBS UPDATECLICK HERE

🔥 মাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ, ৪৫৮ টি শূন্যপদ রয়েছে

🔥 রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ৫৬,১০০ টাকা

🔥 মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে Group-D পদে প্রচুর কর্মী নিয়োগ

🔥 রাজ্যের IIT খড়গপুরে ১৫৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin