IBPS এর মাধ্যমে দেশের বিখ্যাত 11 টি ব্যাঙ্কে 710 টি পদে কর্মী নিয়োগ, শীঘ্রই আবেদন করুন | IBPS SO Recruitment 2022

IBPS SO Recruitment 2022: আপনি কি দীর্ঘদিন ধরে ভালো কোনো একটি চাকরির খোঁজে রয়েছেন? তবে আপনার জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। দেশের বিখ্যাত 11 টি ব্যাঙ্কে 710 টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনি দেশ তথা রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে এই নিয়োগের জন্য অনায়াসে আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন পদে কর্মী নেওয়া হচ্ছে। তবে আর দেরি না করে জেনে নেওয়া যাক নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।

নিয়োগকারী সংস্থা ও ব্যাঙ্কের নাম

IBPS এর মধ্য দিয়ে দেশের বিখ্যাত ব্যাঙ্কে কর্মী নিয়োগ সম্পন্ন হচ্ছে। এর মধ্যে যেসব ব্যাঙ্কগুলিতে কর্মী নেওয়া হচ্ছে সেগুলি হলো –

  • Bank of India
  • Bank of Baroda
  • Bank of Maharashtra
  • Canara Bank
  • Central Bank of India
  • Indian Bank
  • Indian Overseas Bank
  • Punjab National Bank
  • Punjab & Sind Bank
  • UCO Bank
  • Union Bank of India

Important Dates

EventDates
Online Registration Start Date1st November 2022
Online Registration Last Date21st November 2022

মাধ্যমিক পাশে HHW পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এক্ষুনি আবেদন করুন – WB Job Requirement 2022

পদের নাম এবং শূন্যপদের বিবরণ

Name of PostVacancies
I.T Officer44
Agricultural Field Officer (AFO)516
Rajbhasha Adhikari25
Law Officer10
HR / Personal Officer15
Marketing Officer100
Total710

শিক্ষাগত যোগ্যতা

Name of the PostEducational Qualification
I.T OfficerA. 4-year Engineering/ Technology Degree in Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation.
OR
B. Post Graduate Degree in Electronics/ Electronics & Tele Communication/ Electronics & Communication/ Electronics & Instrumentation/ Computer Science/ Information Technology/ Computer Applications.
OR
C. Graduate having passed DOEACC ‘B’ level
Agricultural Field Officer4-year Degree (graduation) in Agriculture/ Horticulture/ Animal Husbandry/ Veterinary Science/ Dairy Science/ Fishery Science/ Pisciculture/ Agri. Marketing & Cooperation/ Co-operation & Banking/ Agro-Forestry/ Forestry/ Agricultural Biotechnology/ Food Science/ Agriculture Business Management/ Food Technology/ Dairy Technology/ Agricultural Engineering/ Sericulture
Rajbhasha AdhikariA. Post Graduate Degree in Hindi with English as a subject at the degree (graduation) level.
OR
B. Postgraduate degree in Sanskrit with English and Hindi as subjects at the degree (graduation) level.
Law OfficerA Bachelor Degree in Law (LLB) and enrolled as an advocate with Bar Council
HR / Personal OfficerGraduate and Two Years Full-time Post Graduate degree or Two Years Full-time Post Graduate diploma in Personnel Management/ Industrial Relations/ HR / HRD/ Social Work / Labour Law.
Marketing OfficerGraduate and Two Years Full-time MMS (Marketing)/ Two Years Full-time MBA (Marketing)/ Two Years Full-time PGDBA / PGDBM/ PGPM/ PGDM with specialization in Marketing

উচ্চমাধ্যমিক পাশে জেলায় জেলায় বন্ধন ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ, বেতন 20,700 টাকা | Bandhan Bank Recruitment 2022

প্রার্থীর বয়সসীমা

আবেদনের ক্ষেত্রে প্রার্থীর নূন্যতম বয়স 20 বছর এবং সর্বোচ্চ বয়স 30 বছর হতে হবে।

IBPS SO Recruitment 2022 – আবেদন পদ্ধতি

  1. এই নিয়োগে অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনাকে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে,
  2. এখানে আপনাকে যাবতীয় তথ্য পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন করে নিন,
  3. রেজিস্ট্রেশন করার পর ID ও Password পাবেন,
  4. এরপর, IBPS এর ওয়েবসাইট গিয়ে ID ও Password দিয়ে লগইন করুন,
  5. এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, কাস্ট স্ট্যাটাস, ঠিকানা ইত্যাদি আরো যাবতীয় তথ্য লিখুন,
  6. প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করুন,
  7. সবার শেষে, আবেদন ফি জমা করে সাবমিট বোতামে ক্লিক করুন এবং আবেদনের কাগজ প্রিন্ট করে সঙ্গে রাখুন।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড
  3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
  4. পাসপোর্ট সাইজের রঙিন ফটো
  5. একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি
  6. কোনো কর্ম দক্ষতার সার্টিফিকেট (যদি থাকে)
  7. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

কর্মী নিয়োগ প্রক্রিয়া

  • Preliminary
  • Main
  • Examination

আবেদনের জন্য ফি

CategoryApplication Fees
SC/ST/PWBD CandidatesRs. 175/- (inclusive of GST)
OthersRs. 850/- (inclusive of GST)

Important Links

OFFICIAL WEBSITECLICK HERE
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD PDF
APPLY ONLINECLICK HERE
MORE JOB NEWS AND
MORE UPDATES
CLICK HERE
JOIN TELEGRAM CHANNELJOIN NOW

আরও পড়ুন:

রাজ্যে DM অফিসে গ্রুপ-সি অ্যাকাউন্ট্যান্ট কর্মী নিয়োগ | WB Group C Recruitment 2022

আবেদন করলেই পাবেন 40 হাজার টাকার স্কলারশিপ, আর দেরি না করে এক্ষুনি আবেদন করুন – New Scholarship 2022

How To Download Original Marksheet: যেকোনো বোর্ড ও যেকোনো কক্ষের মার্কশিট ডাউনলোড করুন মিনিটের মধ্যে

Aadhar Card History Check: অন্য কেউ আপনার আধার কার্ড ব্যবহার করছে না তো, এক্ষুনি চেক করুন

PF Withdrawal Process 2022 – অনলাইনে পিএফের টাকা কিভাবে তুলবেন, জানুন সহজ উপায়

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin