PVC Aadhaar Card – বাড়িতে বসেই পাবেন PVC আধার কার্ড, খরচ হবে মাত্র ৫০ টাকা, অনলাইনে আবেদন করুন

আজকের দিনে অনেক কাজই আধার কার্ড ছাড়া করা অসম্ভব হয়ে পড়ে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি নানা প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য, স্কুল কলেজে ভর্তি, কোনো চাকরির জন্য আবেদন সহ আরো অনেক দরকারি কাজে প্রয়োজন হয় আধার কার্ডের। এখন আপনার রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য নথির সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এর মানে হল আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে কোনো কাজ করতে পারবেন না। কিন্তু যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। চিন্তা করার কোনো কারণ নেই।

অবশ্যই পড়ুন » SIM Card – ইচ্ছে মতো সিম কার্ড কেনার দিন শেষ! এই নতুন নিয়ম না মানলে ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে

আপনি বাড়ি বসে খুব সহজেই আপনার আধার কার্ড পেয়ে যাবেন। UIDAI অনলাইনের মাধ্যমে পিভিসি আধার কার্ড অর্ডার (PVC Aadhaar Card Order) করার সুবিধা দিয়েছে। পিভিসি আধার কার্ড অর্ডার করার জন্য আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি নম্বর মনে থাকতে হবে, যদি না থাকে তাহলে এই আর্টিকেলের নিমাংশে আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি নম্বর বের করার পদ্ধতি দেওয়া হয়েছে।

কি এই পিভিসি আধার কার্ড? (PVC Aadhaar Card)

পলিভিনাইল ক্লোরাইড (PVC) কার্ড এটি এক ধরনের প্লাস্টিকের কার্ড, যার উপরে আধার কার্ডের তথ্য ছাপা হয়। সাধারণ আধার কার্ডের তুলনায় এই কার্ডটি এটিএম এবং ক্রেডিট কার্ডের মতো অনেক বেশি টেকসই এবং সহজে নষ্ট হয় না। আপনি সহজেই এটি আপনার ওয়ালেটে রাখতে পারেন। আপনি বাড়িতে বসে খুব সহজেই নিজের মোবাইল ফোন দিয়ে এই PVC Aadhaar Card অর্ডার করতে পারেন। এর জন্য আপনাকে বেশি টাকা খরচ করতে হবে না। মাত্র ৫০ টাকা খরচ করে এই PVC Aadhaar Card পেয়ে যাবেন স্পীড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে। কিভাবে অর্ডার করবেন দেখে নিন নিচের পদ্ধতি –

❖  Related Articles

কিভাবে PVC Aadhaar Card অর্ডার করবেন?

যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকে, তাহলে এই পদ্ধতিতে অর্ডার করুন

১) প্রথমে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in এ যেতে হবে।
২) তারপর Order Aadhaar PVC Card এ ক্লিক করতে হবে।
৩) আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি নম্বর লিখে ক্যাপচা কোড পূরণ করতে হবে।
৪) তারপর My mobile number is not registered এ ক্লিক করে দিতে হবে (যদি আপনার আধার সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে)।
৫) তারপর আপনার মোবাইল নম্বর লিখে Send OTP বোতামে ক্লিক করে OTP বসিয়ে Submit বোতামে ক্লিক করতে হবে।

৬) তারপর ৫০ টাকা ফি পেমেন্ট করতে হবে।
৭) সবশেষে Submit বোতামে ক্লিক করতে হবে।
৮) এরপরে আপনার PVC আধার কার্ড স্পীড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে।

যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকে, তাহলে এই পদ্ধতিতে অর্ডার করুন

১) প্রথমে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in এ যেতে হবে।
২) তারপর Login এ ক্লিক করে আপনার আধার নম্বর লিখে ক্যাপচা কোড পূরণ করে Send OTP বোতামে ক্লিক করতে হবে।
৩) আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি OTP যাবে সেটি লিখে Submit করতে হবে।
৪) তারপর Order Aadhaar PVC Card এ ক্লিক করতে হবে।

৫) ৫০ টাকা ফি পেমেন্ট করতে হবে।
৬) সবশেষে Submit বোতামে ক্লিক করতে হবে।
৭) এরপরে আপনার PVC আধার কার্ড স্পীড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে।

আরও পড়ুন » Gas Aadhaar Link Check – গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা চেক করুন এইভাবে

কিভাবে আধার কার্ড নম্বর বের করবেন?

যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে এবং আধার কার্ডের নাম্বার জানেন না তাহলে আপনাকে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে।

১) প্রথমে মাই আধার-এর অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in এ যেতে হবে।
২) তারপর Retrieve EID / Aadhaar number এ ক্লিক করতে হবে।
৩) তারপর আপনার পুরো নাম এবং আধার লিংকড মোবাইল নম্বর লিখতে হবে।
৪) তারপর ক্যাপচা কোড লিখে Send OTP বোতামে ক্লিক করতে হবে।
৫) আপনার আধার লিংকড মোবাইল নম্বরে একটি OTP কোড যাবে, সেটি লিখে Submit করতে হবে।
৬) সবশেষে, Submit বোতামে ক্লিক করলে আপনার আধার লিংকড মোবাইল নম্বরে আপনার ১২ সংখ্যার আধার নম্বর মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন।

আরও পড়ুন » বাড়িতে বসে পুরোনো ভোটার কার্ডকে মোবাইলের মাধ্যমে PVC Voter Card এ কনভার্ট করুন, মাত্র ২ মিনিটে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin