GRSE Ltd Recruitment 2023 – কলকাতায় জাহাজ নির্মাণ কারখানায় শিক্ষানবিশ নিয়োগ

চাকরিপ্রার্থীদের জন্য ফের এক নতুন নিয়োগের সুখবর। GARDEN REACH SHIPBUILDERS & ENGINEERS LTD (GRSE Ltd) তে শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ২৪৬ টি শূন্যপদ রয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নীচে বিস্তারিতভাবে দেওয়া হলো।

Advertisement No.APP:01/23
নিয়োগকারী সংস্থা/ বোর্ডGarden Reach Shipbuilders & Engineers Ltd (GRSE Ltd)
মোট শূন্যপদ২৪৬ টি
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ২৯.১০.২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.grse.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

বিষয় সূচী ~

GRSE Ltd Recruitment 2023

পদের নাম

  • Trade Apprentice (Fresher)

কোন ট্রেডে প্রার্থীদের নেওয়া হবে?

প্রার্থীদের যেসমস্ত ট্রেডে ট্রেনিং দেওয়া হবে, সেগুলি হলো – Fitter, Welder (Gas & Electric), Electrician, Pipe Fitter, Machinist

মোট শূন্যপদের সংখ্যা

মোট ৪০ টি জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে আবেদনকারী প্রার্থীদের।

বয়স সীমা

আবেদনকারী প্রার্থীর বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন

এই বিভাগের অন্তর্গত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে বৃত্তি (Stipend) দেওয়া হবে প্রথম ৬,০০০/- টাকা এবং দ্বিতীয় বছর ৬,৬০০/- টাকা।

ট্রেনিং-এর স্থান

এই বিভাগের অন্তর্গত প্রার্থীদের কলকাতাতে ট্রেনিং দেওয়া হবে।

❖  Related Articles

২) পদের নাম

  • Trade Apprentice (Ex-ITI)

কোন ট্রেডে প্রার্থীদের নেওয়া হবে?

প্রার্থীদের মোট ১৬ টি ট্রেডে ট্রেনিং দেওয়া হবে। ট্রেডগুলির নাম জানতে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।

মোট শূন্যপদের সংখ্যা

মোট ১৩৪ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Craftsman Training Scheme এ All India Trade Test (AITT) পাশ হতে হবে এবং NCVT দ্বারা স্বীকৃত National Trade Certificate (NTC) থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের।

বয়স সীমা

আবেদনকারী প্রার্থীর বয়স ১৪ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন

এই বিভাগের অন্তর্গত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে বৃত্তি (Stipend) দেওয়া হবে ৭,০০০/- টাকা অথবা ৭,৭০০/- টাকা।

ট্রেনিং পিরিয়ড

১২ মাস

নতুন চাকরির খবরঃ WBPSC এর মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন

৩) পদের নাম

  • Graduate Apprentice

কোন ট্রেডে প্রার্থীদের নেওয়া হবে?

প্রার্থীদের যেসমস্ত ট্রেডে ট্রেনিং দেওয়া হবে, সেগুলি হলো – Mechanical, Electrical, Computer Science & Information Technology, Civil

মোট শূন্যপদের সংখ্যা

মোট ২৫ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Engineering / Technology তে ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা

আবেদনকারী প্রার্থীর বয়স ১৪ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন

এই বিভাগের অন্তর্গত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে বৃত্তি (Stipend) দেওয়া হবে ১৫,০০০/- টাকা।

ট্রেনিং-এর স্থান

এই বিভাগের অন্তর্গত প্রার্থীদের কলকাতাতে ট্রেনিং দেওয়া হবে।

ট্রেনিং পিরিয়ড

১২ মাস

নতুন চাকরির খবরঃ অক্টোবর মাসে কি কি চাকরির আবেদন চলছে এক নজরে দেখে নিন।

৪) পদের নাম

  • Technician Apprentice

কোন ট্রেডে প্রার্থীদের নেওয়া হবে?

প্রার্থীদের যেসমস্ত ট্রেডে ট্রেনিং দেওয়া হবে, সেগুলি হলো – Engineering, Mechanical, Electrical, Electronics & Telecommunication, Civil

মোট শূন্যপদের সংখ্যা

মোট ৪৭ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Engineering এ Diploma করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা

আবেদনকারী প্রার্থীর বয়স ১৪ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন

এই বিভাগের অন্তর্গত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে বৃত্তি (Stipend) দেওয়া হবে ১৫,০০০/- টাকা।

ট্রেনিং-এর স্থান

এই বিভাগের অন্তর্গত প্রার্থীদের কলকাতা বা রাঁচিতে ট্রেনিং দেওয়া হবে।

ট্রেনিং পিরিয়ড

১২ মাস

নতুন চাকরির খবরঃ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে মিলবে চাকরি

কি ভাবে আবেদন করবেন?

  • ইচ্ছুক প্রার্থীর সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
  • আবেদন করার জন্য নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে আবেদন সাবমিট করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

একাডেমিক মার্কস এর ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে যোগ্য প্রার্থীদের ট্রেনিং এর জন্য বাছাই করে নেওয়া হবে।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু৩০.০৯.২০২৩
আবেদন শেষ২৯.১০.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.grse.in
🔥 হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Now
🔔 More Jobs UpdateRead More

আরও পড়ুন »

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin