GK : ভারতের কোন রাজ্যে ‘কলসপত্রী উদ্ভিদের বন’ দেখা যায়? এমনই গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্নের উত্তর দেখে নিন।

General Knowledge Quiz: আমরা জানি যেকোনো ধরনের চাকরির পরীক্ষা তা সরকারি হোক বা বেসরকারি জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন প্রায়শই এসে থাকে। তাই চাকরির পরীক্ষার আগে নিজেকে সবসময় সেইভাবেই তৈরি করা উচিৎ। আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তেমনই কয়েকটি প্রশ্ন ও উত্তর। যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল।

১) প্রশ্নঃ পিতল কোন দুটি উপাদানের উপাদানের মিশ্রণে তৈরি?
ক. অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ
খ. তামা, দস্তা
গ. তামা, টিন
ঘ. দস্তা, ম্যাঙ্গানিজ

উত্তরঃ তামা, দস্তা

২) প্রশ্নঃ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ব্রাসেলস
খ. হেগ
গ. জেনেভা
ঘ. ওসলো

উত্তরঃ জেনেভা

৩) প্রশ্নঃ তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী কাকে বলা হয়?
ক. চেন্নাই
খ. মাদুরাই
গ. মুসৌরি
ঘ. আলীগড়

উত্তরঃ মাদুরাই

৪) প্রশ্নঃ বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা কে?
ক. অরবিন্দ ঘোষ
খ. আনন্দমোহন বসু
গ. সূর্য সেন
ঘ. হেমচন্দ্র ঘোষ

উত্তরঃ হেমচন্দ্র ঘোষ

৫) প্রশ্নঃ হনুমান সিং কোন খেলার সঙ্গে যুক্ত?
ক. হকি
খ. বাস্কেটবল
গ. দাবা
ঘ. টেবিল টেনিস

উত্তরঃ বাস্কেটবল

৬) প্রশ্নঃ ভারতে ‘জাতীয় হ্যান্ডলুম দিবস’ পালিত হয় কবে?
ক. ২০ জুলাই
খ. ৭ আগস্ট
গ. ১১ সেপ্টেম্বর
ঘ. ১২ নভেম্বর

উত্তরঃ ৭ আগস্ট

৭) প্রশ্নঃ ‘দামকা’ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
ক. মনিপুর
খ. পশ্চিমবঙ্গ
গ. মিজোরাম
ঘ. কেরালা

উত্তরঃ মিজোরাম

৮) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে জলদাপাড়া অভয়ারণ্য আছে?
ক. ওড়িশা
খ. পশ্চিমবঙ্গ
গ. মিজোরাম
ঘ. অসম

উত্তরঃ পশ্চিমবঙ্গ

৯) প্রশ্নঃ এই মুহূর্তে পৃথিবীর শক্তির বড় উৎস কোনটি?
ক. কয়লা
খ. প্রাকৃতিক গ্যাস
গ. তেল
ঘ. জলশক্তি

উত্তরঃ তেল

১০) প্রশ্নঃ শরীরের সবচেয়ে ছোট হাড়ের নাম কি?
ক. ফিমার
খ. স্টেপিস
গ. হিউমেরাস
ঘ. উপরের কোনোটাই নয়

উত্তরঃ স্টেপিস

১১) প্রশ্নঃ লেবুতে কি অ্যাসিড থাকে?
ক. ফর্মিক অ্যাসিড
খ. ম্যালিক অ্যাসিড
গ. সাইট্রিক অ্যাসিড
ঘ. ল্যাকটিক অ্যাসিড

উত্তরঃ সাইট্রিক অ্যাসিড

১২) প্রশ্নঃ ভারতে সর্বপ্রথম স্বর্ন মুদ্রা কোন শাসকরা চালু করেন?
ক. মৌর্য
খ. গুপ্ত
গ. পাল
ঘ. কুষাণ

উত্তরঃ কুষাণ

১৩) প্রশ্নঃ মানুষের বিজ্ঞানসম্মত নাম কি?
ক. বস ইন্ডিকা
খ. হোমো সেপিয়েন্স
গ. অপিক ইন্ডিয়া
ঘ. বুবেলাস বুবেলিস

উত্তরঃ হোমো সেপিয়েন্স

১৪) প্রশ্নঃ ‘Land of white Orchid’ কাকে বলা হয়
ক. মনিপুর
খ. জম্মু ও কাশ্মীর
গ. মেঘালয়
ঘ. কর্শিয়াং

উত্তরঃ কর্শিয়াং

১৫) প্রশ্নঃ কলসপত্রী উদ্ভিদের বন কোন রাজ্যে দেখা যায়?
ক. ত্রিপুরা
খ. মেঘালয়
গ. অসম
ঘ. মনিপুর

উত্তরঃ মেঘালয়

Leave a Comment

JoinJoin