পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খুশির খবর। অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর তরফে মিসলেনিয়াস ২০২৩ এর বিজ্ঞপ্তি। এখানে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নীচে বিস্তারিতভাবে দেওয়া হলো।
Advertisement No. | 11/2023 |
নিয়োগকারী সংস্থা/ বোর্ড | Public Service Commission, West Bengal |
পরীক্ষার নাম | Miscellaneous Services Recruitment Examination, 2023 |
পদের নাম | বিভিন্ন পদ |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ২ নভেম্বর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | wbpsc.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
WBPSC Miscellaneous Recruitment 2023:
পদের নাম
Miscellaneous সার্ভিসে নিয়োগ করা হবে। এর মধ্যে নিম্নলিখিত পোষ্টগুলি অন্তর্ভুক্ত রয়েছে –
- Assistant Child Development Project Officer
- Disaster Management Officer/Block Disaster Management Officer
- Block Youth Officer/Municipal Youth Officer/Borough Youth Officer
- Block Welfare Officer/Welfare Officer
- Inspector, Backward Classes Welfare
- Assistant Agricultural Marketing Officer (Administrative)
- Assistant Programme Officer
- Controller of Correctional Services
- Inspector of Agricultural Income Tax
- Consumer Welfare Officer
- Savings Development Officer
- Posts in West Bengal Subordinate Labour Service
- Auditor of Co-operative Societies
- Assistant Auditor, Board of Revenue
- Extension Officer, Mass Education Extension
- Lady Extension Officer, Mass Education Extension
- Assistant Controller of Correctional Services
- Investigating Inspector
- Revenue Inspector
- অন্যান্য বিভিন্ন শূন্যপদ, যা পরবর্তীতে জানানো হতে পারে।
এর মধ্যে গণশক্তি অধিদপ্তরের মহিলা সম্প্রসারণ কর্মকর্তা পদে শুধুমাত্র শুধুমাত্র মহিলারা আবেদন যোগ্য।
মোট শূন্যপদের সংখ্যা
শূন্যপদের সংখ্যা পরে জানানো হবে WBPSC এর তরফে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে। এছাড়াও বাংলা পড়তে, লিখতে ও বলতে সক্ষম হতে হবে আবেদনকারী প্রার্থীদের।
বয়স সীমা
০১.০১.২০২৩ তারিখ হিসাবে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। বয়স হিসাব করতে নিচের বোতামে ক্লিক করুন 👇
বেতন
উপরের পোস্ট নম্বর ১ থেকে ১১ -এর জন্য পে লেভেল – ১০ অনুযায়ী ৩২,১০০/- থেকে ৮২,৯০০/- টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। বাকি পোস্ট নম্বর ১২ থেকে ১৯ এর জন্য পে লেভেল ৯ অনুযায়ী প্রতি মাসে ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন? (Apply Process)
- সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের।
- আবেদন করার জন্য wbpsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- তারপর অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- তারপর আবেদন ফি জমা করতে হবে (অফলাইনের মাধ্যমেও আবেদন ফি জমা করতে পারেন)
- সবশেষে, ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।
বিঃদ্রঃ – ফাইনাল সাবমিট করার আগে সমস্ত তথ্য সঠিক পূরণ করা হয়েছে কিনা যাচাই করে নেবেন। কারণ সাবমিট করার পর আবেদন ফর্ম এডিট করার কোনো সুযোগ পাবেন না।
নির্বাচন প্রক্রিয়া
এখানে তিন ধাপের পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
- প্রিলিমিনারি পরীক্ষা (অবজেক্টিভ টাইপ)
- ফাইনাল পরীক্ষা (লিখিত)
- পার্সোনালিটি টেস্ট
আবেদন ফি
এখানে শুধুমাত্র General, OBC, EWS প্রার্থীদের জন্য ১৬০ টাকা আবেদন ফি জমা করতে হবে এবং SC, ST, PwBD প্রার্থীদের কোনো আবেদন ফি জমা করতে হবে না।
আবেদন ফি অনলাইন ও অফলাইনের মাধ্যমে জমা করা যাবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৩.১০.২০২৩ |
আবেদন শুরু | ০৫.১০.২০২৩ |
আবেদন শেষ | ০২.১১.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📝 আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | wbpsc.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ চ্যানেল | Follow Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
আরও পড়ুন »