ফিনো পেমেন্ট ব্যাঙ্ক CSP কিভাবে নেবেন? | Fino Payment Bank CSP Apply in Bengali 2023

Fino Payment Bank | Fino Merchant Login | Fino Bank Merchant | Fino Bank | Fino Payment Bank Login | ফিনো পেমেন্টস ব্যাংক | Fino Bank Login | Fino Payments Bank | Partner Fino

Fino Payment Bank CSP Apply: এটি একটি ব্যাঙ্কিং পরিষেবা সংস্থা যা সারা ভারতে তার পরিষেবা প্রদান করছে। এই ব্যাংকটি অল্প পরিমাণের গ্রাহকদের খুব ভাল পরিষেবা প্রদান করে। এটি এমন এক ধরনের ব্যাংক যাক কৃষক এবং দরিদ্র লোকেদের ঋণ প্রদান করে এবং এই ব্যাংক থেকে সল্প পরিমাণে লোন নেওয়া যায় খুব সহজে। এটি একটি ফিনটেক কোম্পানি যা বিভিন্ন ধরনের আর্থিক পণ্য এবং পরিষেবা সরবরাহ করে। কোম্পানি বেশিরভাগই পেমেন্ট এবং ডিজিটালের দিকে এগোচ্ছে। কোম্পানি এই প্ল্যাটফর্মের মাধ্যমে মার্চ 2021 পর্যন্ত 43 কোটির বেশি ট্রানজেকশন করেছে।

আপনি যদি জানতে চান যে, Fino Payment Bank কি?, Fino Payment Bank CSP কিভাবে খুলবেন? এবং ফিনো পেমেন্ট ব্যাঙ্ক CSP খুলে কত টাকা আয় করতে পারবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি, তাই আপনাকে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে।

প্রত্যেক মোবাইল রিচার্জে ক্যাশব্যাক গ্যারেন্টি পাবেন, এই অ্যাপ থেকে করুন রিচার্জ।

বিষয় সূচী ~

Fino Payment Bank CSP Apply – Overview

Service NameFino Payment Bank CSP Apply
Bank NameFino Payment Bank
Article CategoryBanking
Launch Date4th April 2017
Bank Branches410
Total Banking Points25,000+
CSP Full FormCustomer Service Point (CSP)
Apply ModeOnline
Official Websitefinobank.com

আরও পড়ুন – SBI Home Loan: আপনার স্বপ্নের বাড়ি কিনতে চান? SBI দিচ্ছে কম সুদের হারে হোম লোন।

Fino Payment Bank কি ?

এটি হলো এক প্রকারের পেমেন্ট ব্যাঙ্ক যা এটি ব্যাঙ্কিং সম্পর্কিত সকল সুবিধা প্রদান করে, Fino Payment Bank CSP -এর অধীনে আপনি Digital Payment লেন দেন করতে পারেন, অ্যাকাউন্টে টাকা জমা, অ্যাকাউন্ট থেকে টাকা তোলা, ব্যালেন্স চেক, ইন্সুরেন্সের কাজ ইত্যাদি আরও অনেক কিছু কাজ করে আপনি মাসে অনেক টাকা আয় করতে পারেন।

Fino Payment Banks CSP কি ?

ফিনো পেমেন্ট ব্যাঙ্ক পার্টনার/মার্চেন্ট হয়ে আপনি আপনার গ্রামীণ বা শহর এলাকায় FINO PAYMENT BANK CSP এর সুবিধা প্রদান করতে পারেন।

Fino Payment Bank CSP Commission

Fino Payments Bank CSP নিজের গ্রাহকের জন্য সময়ে সময়ে কমিশনের পরিবর্তন নিয়ে আসে, কিন্তু বর্তমানে এর কমিশন চার্ট আমরা এখানে নীচে উপলব্ধ করেছি, এখান থেকে আপনি জানতে পারবেন যে কোন কোন সেবাতে ফিনো পেমেন্ট ব্যাঙ্ক সিএসপি কত কমিশন প্রদন করে। এছাড়া নতুন তথ্যের জন্য আপনাকে Fino Payment Bank CSP এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন স্টেট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট 2023

Fino Payment Bank CSP Commission Chart

Fino Payment Bank CSP এর কমিশন কি তা জানার জন্য এখানে ক্লিক করে PDF ফাইল ডাউনলোড করুন ➡️ এখানে ক্লিক করুন

Fino Payment Bank CSP এর লাভ

আপনি Fino Payment Bank CSP খুলে আপনার আশেপাশের ফিনো পেমেন্ট ব্যাঙ্কের সমস্ত সেবার সুবিধা প্রদান করতে পারেন। FINO PAYMENT BANK CSP আপনাকে একজন BC Agent হবার সুযোগ প্রদান করে যার সাথে যুক্ত হয়ে আপনি ভালো রকমের টাকা আয় করতে পারেন। আপনি আপনার গ্রামে ফিনো ব্যাঙ্কের মিনি শাখা খুলতে পারেন এবং মাসে 10 থেকে 15000 টাকারও বেশি আয় করতে পারেন। এর ফলে আপনার গ্রামের লোকেদের টাকা তোলা ও টাকা জমা করার জন্য আর অন্য কোথাও যেতে হবে না, ফলে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সুবিধাও পেয়ে যাবেন।

এতে আপনি প্রতিটা লেন-দেনে (Transactions) কমিশন পাবেন, যা দিয়ে আপনি সহজেই 10 থেকে 15000 টাকা আয় করতে পারেন। এছাড়া আপনি যেকোনো ব্যাঙ্কের লেন দেন করতে পারেন। এতে আপনি Banking ছাড়া আপনি আরো অনেক সুবিধা পাবেন, এর সঙ্গে টিকিট বুকিং, বিল পেমেন্ট করতে পারেন।

SBI CSP খুলে মাসে 10-20 হাজার টাকার বেশি আয় করুন, জেনে নিন কিভাবে?

Fino Payments Bank CSP/Merchant এর পরিষেবাগুলি

যদি আপনি Fino Payment Bank CSP নেন তাহলে নিম্নলিখিত পরিষেবাগুলি পাবেন –

➡️ Account Opening
➡️ Cash Withdrawal
➡️ Cash Deposit
➡️ Mini Statement
➡️ Balance Enquiry
➡️ Money Transfer
➡️ International Money Transfer
➡️ Account Open: Savings এবং Current Account
➡️ Aadhaar Enabled Payment System (AePS)
➡️ Bill Payment
➡️ Point of Sale (POA)
➡️ Mobile, DTH Recharge
➡️ Train Ticket, Flight Ticket, Hotel Booking

Fino Payment Bank Merchant আবেদনের জন্য যোগ্যতা

➡️ Fino Payment Bank Merchant Agent হবার জন্য আপনার বয়স 18 বছর অথবা তার বেশি হওয়া উচিৎ।
➡️ Fino Payment Bank Merchant Agent হবার জন্য আপনার দোকান থাকতে হবে।
➡️ আপনার কাছে কম্পিউটার বা মোবাইল থাকতে হবে।
➡️ আপনার কাছে একটি Fingerprint Device থাকতে হবে।

Fino Payment Bank Merchant Agent হবার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

Fino Payment Bank CSP খোলার জন্য আপনাকে নিম্নলিখিত তথ্য ও ডকুমেন্ট জমা করতে হবে –

➡️ আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড (এর মধ্যে আপনার কাছে দুটো ডকুমেন্ট থাকতে হবে)
➡️ প্যান কার্ড
➡️ লাইভ ফটো (মোবাইল দ্বারা তোলা সাম্প্রতিক সেলফি ছবি)
➡️ ইমেইল আইডি
➡️ বাবার নাম ও মায়ের নাম
➡️ মোবাইল নাম্বার
➡️ Finger Print Machine (Morpho অথবা Mantra)

Fino Payment Bank Marchant Online Apply By Distributer

Fino Bank Merchant Id Apply: যদি আপনি ফিনো পেমেন্ট ব্যাঙ্ক মার্চেন্ট হতে চান তাহলে ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আপনি ফিনো পেমেন্ট ব্যাঙ্ক মার্চেন্ট বানাতে পারেন। এর জন্য আপনাকে নিকটবর্তী ফিনো ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করতে হবে।

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক সি.এস.পি খুলুন এবং আয় করুন মাসে 25,000 টাকা

How to Apply for Fino Payment Bank CSP in Bengali

যদি আপনি ফিনো পেমেন্ট ব্যাঙ্কের বিসি এজেন্ট হতে চান তাহলে এর প্রক্রিয়া আমরা আপনাকে বলতে যাচ্ছি, এর জন্য আপনাকে নিম্নলিখিত স্টেপগুলো ফলো করতে হবে। তার আগে একটা কথা বলছি যে Fino Payment Bank CSP এর জন্য আবেদন করার দুটি পদ্ধতি রয়েছে⤵️

(ক) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন
(খ) অফিসিয়াল Fino Mitra অ্যাপের মাধ্যমে আবেদন

(ক) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন

  1. ➡️ প্রথমে আপনাকে ফিনো ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. ➡️ এরপর Merchant এ ক্লিক করে Merchant Registration অপশনে ক্লিক করতে হবে।
  3. ➡️ এরপরে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে।
  4. ➡️ এই ফর্মটিতে আপনার সঠিক তথ্য দিয়ে পুরন করতে হবে।
  5. ➡️ এরপর Submit এ ক্লিক করতে হবে।

♦️ ফর্মটিতে আপনার First Name, Last Name, Email id, Mobile Number, Shop Name, Shop Address, City, Pin Code লিখে সাবমিট করতে হবে।
♦️ এরপর ফিনো ব্যাঙ্ক এর তরফ থেকে আপনাকে খুব শীঘ্রই কল করা হবে। তারপর তারা আপনাকে ডকুমেন্ট পাঠাতে বলবে, এরপরে আপনি ফিনো ব্যাংকের বিসি এজেন্ট হতে পারবেন। এর প্রক্রিয়া খুব সহজ আপনি চাইলে কাস্টমার কেয়ারেও যোগাযোগ করতে পারেন।

(খ) অফিসিয়াল Fino Mitra অ্যাপের CSP/Merchant মাধ্যমে আবেদন

Step-1 :

➡️ সবার প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে Fino Mitra
➡️ এরপর Fino Mitra অ্যাপটি Install করে নিতে হবে।
➡️ Install করার পর অ্যাপটি Open করতে হবে।
➡️ Open করার পর আপনাকে Become Fino Merchant অপশনে ক্লিক করতে হবে।


Note: আপনার কাছে আধার কার্ড ও প্যান কার্ড থাকতে হবে এবং আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।


➡️ এরপর উপরের ডান দিকের কোণে থাকা Cross ❌ চিহ্নে ক্লিক করতে হবে।
➡️ এরপর মোবাইল নাম্বার দিয়ে Next করতে হবে।
➡️ আপনার মোবাইল নাম্বারে একটি OTP পাঠানো হবে ওই OTP দিয়ে Next করতে হবে।
➡️ এরপর আপনার সামনে একটি নতুন পেজ আসবে এখানে আপনাকে Holding Type: Individual করতে হবে।
➡️ এরপর Merchant এবং Distributor অপশন আসবে আপনাকে Merchant অপশনে ক্লিক করতে হবে।
➡️ এরপর FATCA Declaration টিক করে I Accept এ ক্লিক করতে হবে।
➡️ নীচে আপনাকে Non BPCL নির্বাচন করতে হবে।
➡️ Fino Bank Merchant হবার জন্য আপনাকে 2000 টাকা Fund Add করতে হবে।

Step-2 :

➡️ এরপর আপনাকে PAN Card Number লিখতে হবে। প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না তা নির্বাচন করুন।
➡️ এরপর আপনার আধার নাম্বার দিয়ে, Terms Accept করে Next করতে হবে।

Step-3 :

➡️ আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নম্বরে একটি OTP পাঠানো হয়েছে OTP লিখে Next করতে হবে।

Step-4 :

➡️ এরপর আপনাকে ইমেইল আইডি, বাবার নাম, মায়ের নাম এবং Occupation দিতে হবে।
➡️ এরপর আপনাকে Mailing Address দিতে হবে, যদি আপনার Mailing Address আধারের অ্যাড্রেস একই হয় তাহলে Address Same as AADHAR Address সিলেক্ট করতে হবে, নাহলে অ্যাড্রেস different as AADHAR Address সিলেক্ট করে নীচে Mailing Address লিখতে হবে।
➡️ Working Address লিখে নীচে টিক চিহ্ন দিয়ে Next করতে হবে।

Step-5 :

➡️ এরপর Monthly Income Slabs, Annual Turnover, Nature of Business সিলেক্ট করতে হবে, আপনি যদি Insurence Agent হন তাহলে Yes করুন নতুবা No করুন।
➡️ এরপর Shop/Establishment এ আপনার দোকান আপনার নিজের না ভাড়ার (Rent) তা সিলেক্ট করুন।
➡️ আর বাদ বাকি তথ্য সঠিকভাবে দিয়ে নীচে টিক চিহ্ন দিয়ে Next করুন।

Step-6 :

➡️ এরপর Nominee Details ও General Details দিয়ে Next করুন।

Step-7 :

➡️ আপনার সামনে একটি Preview আসবে এবং নীচে Terms Accept করে Next করুন।
➡️ এরপর আপনাকে Video KYC করতে হবে এরজন্য আপনাকে START অপশনে ক্লিক করতে হবে আর যদি আপনি পারে KYC করতে চান তাহলে Schedule Later এ ক্লিক করে KYC করার Date ও Time দিতে হবে।
➡️ Video KYC করার পর আপনি ID ও Password পেয়ে যাবেন, যা দিয়ে আপনি Fino Mitra অ্যাপে Login করতে পারেন।

Birth Certificate Online Apply 2023: জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন কিভাবে? জেনে নিন সম্পূর্ন পদ্ধতি

Fino Bank Merchant/CSP Login প্রক্রিয়া

Fino Payment Bank এ কাজ করার জন্য আপনাকে প্রথমে Fino Bank Merchant Login করতে হবে, এই Login প্রক্রিয়া দুটি পদ্ধতিতে করা সম্ভাব্য যেমন (ক) ওয়েবসাইটের মাধ্যমে এবং (খ) মোবাইল অ্যাপের মাধ্যমে, Fino Bank Merchant Login প্রক্রিয়া জানার জন্য নিম্নলিখিত স্টেপগুলো পড়ুন –

(ক) ওয়েবসাইটের মাধ্যমে Fino Bank Merchant Login

➡️ Fino Bank Merchant Login করার জন্য সবার প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
➡️ এরপর আপনাকে আপনার User ID বা Merchant ID লিখে Continue বোতামে ক্লিক করতে হবে।
➡️ এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে ওই OTP লিখে Submit করতে হবে।
➡️ এরপর আপনাকে Login Password লিখে Submit করতে হবে।
➡️ এরপর Fino Bank Merchant Login হয়ে Dashboard খুলে যাবে যেখানে Fino Bank এর সমস্ত পরিষেবা দেখতে পাবেন।

(খ) মোবাইল অ্যাপের মাধ্যমে Fino Bank Merchant Login

➡️ প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে Fino Mitra App ইনস্টল করে নিতে হবে।
➡️ Fino Mitra অ্যাপটি Open করতে হবে।
➡️ এরপর আপনাকে আপনার User ID বা Merchant ID লিখে Continue বোতামে ক্লিক করতে হবে।
➡️ এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে ওই OTP লিখে Submit করতে হবে।
➡️ এরপর আপনাকে Login Password লিখে Submit করতে হবে।
➡️ এরপর আপনাকে Terms and Conditions accept করে Next করতে হবে।
➡️ এরপর আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে সেগুলো পূরণ করতে হবে।
➡️ এরপর আপনাকে Password Change করার অপশন পাবেন আপনাকে Password Change করতে হবে।
➡️ Password Change হবার পর Fino Mitra অ্যাপটি Login হয়ে যাবে।

Fino Payment Bank CSP খুলে আপনি খুব সহজে মাসে 10 থেকে 15000 আয় করতে পারেন।

Fino Payment Bank Customer Care Number

Bank NameFino Payment Bank
Consumer Helpline Number022 6868 1414
Marchant Helpdesk Number022 6868 1234
To open a bank account or to avail other servicesSMS ‘FPB’ to 7022075566
or give a miss call to 7877788977
For general queriescustomercare@finobank.com
Report Fraudreportfraud@finobank.com
For Marchantcare@finobank.com
For More Contact InformationsClick Here

ভিডিওর মাধ্যমে দেখতে পারেন Fino Payment Bank CSP Apply

ভিডিওর মাধ্যমে দেখতে পারেন কিভাবে Fino Payment Bank CSP বা Merchant এর জন্য আবেদন করা হয়, নিচের ভিডিওটি দেখে খুব সহজে আবেদন করতে পারবেন ⤵️

আমরা আশা করছি যে, আপনি আমাদের এই আর্টিক্যালটি খুব পছন্দ করেছেন। ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি Google News -এ ফলো করুন এবং আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Important Links

Official WebsiteClick Here
Join Our Telegam ChannelJoin Now
Fino Payment Bank CSP RegistrationClick Here

FAQ’s of Fino Payment Bank CSP in Bengali

Fino Payment Bank CSP কি?

এটি হলো Fino Payment Bank এর একটি ছোট অংশ, আপনি Fino Bank এর Merchant হয়ে Fino Payment Bank এর সমস্ত পরিষেবা প্রদান করেন পারেন।

Fino Payment Bank Merchant ID কারা নিতে পারবেন?

যদি আপনার দোকান থাকে এবং আপনার দোকানে কম বেশি গ্রাহক আসে তাহলে আপনি Fino Payment Bank Merchant ID নিতে পারবেন।

Fino Payment Bank এর Merchant কোন কোন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন?

ফিনো পেমেন্ট ব্যাঙ্কের মার্চেন্ট Savings এবং Current Account খুলতে পারেন।

Fino Payment Bank কি সুরক্ষিত?

হ্যাঁ, ফিনো পেমেন্ট ব্যাঙ্কের সমস্ত পরিষেবা প্রদান করার জন্য রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে লাইসেন্স প্রাপ্ত আছে।

আরও পড়ুন:

Paytm BC Agent আবার রেজিস্ট্রেশন শুরু, কিভাবে পাবেন দেখুন

Fi Bank Account Opening – Free Visa Debit Card | How to Open Fi Bank Account

SBI Zero Balance Account Open Instantly : অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন স্টেট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট

NiyoX জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিভাবে খুলে? | NiyoX Bank Savings Account Opening Process in Bengali

SBI Mudra Loan Online Apply 2023 : SBI 5 মিনিটের মধ্যে 50,000 টাকা লোন দিচ্ছে, এইভাবে অবিলম্বে আবেদন করুন

আপনার কি খুব জরুরী টাকা পয়সার দরকার? চিন্তা কোনো কারণ নেই Navi থেকে লোনের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন

কিভাবে Meesho অ্যাপ থেকে টাকা আয় করবেন ?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin