DA Hike New Update: বেতন এবং ডিএ বৃদ্ধি পেতে চলেছে, ক্লিক করে জেনে নিন বিশদে

Published on:
DA Hike New Update

DA Hike New Update: অবশেষে বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ (DA)। অপেক্ষার পালা শেষ হতে চলেছে। সূত্রের খবর, 4% DA বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় মন্ত্রী সভার বৈঠক। এই মন্ত্রী সবার বৈঠকে DA বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা করা হবে। আসলে ডিএ বৃদ্ধির একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেটা গত কয়েক বছরের রেকর্ড দেখে বোঝা গিয়েছে।

- Advertisement -

ভারতীয় ডাক বিভাগে প্রচুর গ্রুপ-ডি পদে নিয়োগ, যোগ্যতা- মাধ্যমিক পাশ

DA বৃদ্ধির নির্দিষ্ট পদ্ধতি

  • কেন্দ্রীয় সরকার সাধারণত DA বৃদ্ধি সংক্রান্ত যাবতীয় ঘোষণা মার্চ মাসেই করে থাকেন।
  • কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি প্রতি বছরে 2 বার করা হয়। একবার হয় জানুয়ারি মাসে এবং অপরটি হয় জুলাই মাসে।
  • সেক্ষেত্রে জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসের টাকাও দেওয়া হয় মার্চ মাসে। 
  • তবে চলতি বছরে জল্পনা ছড়ালেও সরকার এখনও পর্যন্ত ডিএ সংক্রান্ত কোনো ঘোষণা করেনি।

কতটা বাড়তে চলেছে DA?

  • চলতি বছরে প্রায় 4% ডিএ বাড়তে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিরা বর্তমানে 38% ডিএ পান। 4% ডিএ বৃদ্ধি পেলে এই DA পরিমাণ বেড়ে 42% হবে।

প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

- Advertisement -

DA Hike New Update অনুযায়ী কর্মচারীদের বেতন কতটা বাড়বে?

  • বেসিক স্যালারির পরিমাণের ভিত্তিতে ডিএ – টাকার পরিমাণ হয়। ডিএ বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাতে পাওয়া বেতনের পরিমাণও বৃদ্ধি পাবে।
  • ধরা যাক, কোনো ব্যাক্তির বেতন যদি 25,500 টাকা হয় তাহলে 38% DA অনুযায়ী 9,690 টাকা হয়। 4% ডিএ বৃদ্ধি পেয়ে 42% হলে তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 10,710 টাকা ডিএ পাবেন।

এর আগে শেষ DA বৃদ্ধি পেয়েছিল সেপ্টেম্বর মাসের 28 তারিখে। DA বৃদ্ধির গণনা করা হয়েছিল 2022 সালের 1 জুলাই থেকে।

- Advertisement -

📌 বাংলা সহায়তা কেন্দ্রে ২৯২২ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

📌 বন্ধন ব্যাঙ্কে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

📌 Amul Franchise নিয়ে প্রতি মাসে আয় করুন লাখ লাখ টাকা।

📌 কিভাবে মোবাইল দিয়ে অনলাইনে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush