CoinDCX App থেকে টাকা কিভাবে আয় করবেন এবং কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, তা জানতে পড়ুন

Earn Money Online from CoinDCX App in Bengali 2022: বন্ধুরা, আজ আমি এই পোস্টে CoinDCX App কি? তা জানবো। আশাকরি আপনি এই পোস্ট পড়ার পর সবকিছু জেনে যাবেন।
যেমন বড়-বড় লোক এবং বড়-বড় কোম্পানি Bitcoin এর মত Cryptocurrency তে ইনভেস্টমেন্ট করে। এ থেকে বোঝা যায় যে Cryptocurrency হলো ফিউচার কারেন্সি, এবং ফিউচারে Cryptocurrency এ ব্যাপকভাবে Use হতে চলেছে। গত বছরে Bitcoin এর ডিমান্ড ব্যাপকভাবে বেড়েছে। যেখানে এর Price 7 লক্ষ টাকার কাছাকাছি ছিলো, তা এখন 50 লক্ষ টাকা করে এসেছে। যারা Bitcoin এ ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য এই সময়টি একটি Great Opportunity হতে পারে। কারণ আগের তুলনায় এখন সস্তায় পাওয়া যাচ্ছে। Cryptocurrency কে কেন ও বিচার জন্য একটি প্ল্যাটফর্মের প্রয়োজন। বাজারে অনেক অ্যাপ আছে, যেখানে Cryptocurrency কে Buy ও Sell করতে পারবেন। কিন্তু আজকের সময়ে ভালো অ্যাপ হল CoinDCX । এটা এমনিই ভালো তা না এর প্রচুর কারণ আছে।

Play Store এ অন্যান্য Cryptocurrency অ্যাপের তুলনায় CoinDCX অ্যাপের রেটিং ভালো আছে।
CoinDCX অ্যাপ একটি Simple অ্যাপ। এতে আপনি কমপক্ষে 100 টাকা Deposit করতে পারেন এবং কমপক্ষে 10 থেকে ইনভেস্টমেন্ট করতে পারেন।
এই অ্যাপে আপনি Cryptocurrency Buy ও sell করলে কোনো Transaction Charges নেই।
আর এটা ভারতে লিগ্যাল।
এটা সম্পূর্ন নিরাপদ।
এতে, মেকার চার্জ= 0.10% ও টেকার চার্জ= 0.10%

Paytm BC Agent রেজিস্ট্রেশন শুরু, কিভাবে পাবেন দেখুন

CoinDCX App কি (2022)?

CoinDCX হলো Beginners দের জন্য সবচেয়ে ভালো Bitcoin Cryptocurrency । যেটার মাধ্যমে আপনি Crypto ইনভেস্টমেন্ট করা শিখতে পারেন। CoinDCX বাজারে 2018 সালে এসেছিল। এবং আজ এটা বাজারে ভালই জনপ্রিয় হয়েছে। এখানে আপনি Bitcoin সহ আরো 50 টির বেশি Cryptocurrency তে ইনভেস্টমেন্ট করতে পারবেন। যদি আপনি এখানে Buy ও Sell করেন তাহলে কোনো চার্জ নেওয়া হয় না। এটা একদম ফ্রী। যদি আপনি এখানে 10 হাজার টাকার বেশি ইনভেস্ট করেন , তাহলে কোনো KYC করার দরকার নেই। যদি 10 হাজার টাকার বেশি ইনভেস্ট করেন তাহলে KYC করা জরুরি। আপনি এখানে কমপক্ষে 100 টাকার Deposit করতে পারবেন। এবং 10 টাকা থেকে investment করতে পারবেন।

CoinDCX এবং CoinDCX Go এর মধ্যে পার্থক্য কী?

আপনার তথ্যের জন্য আমি আপনাকে বলি CoinDCX এবং CoinDCX Go একটাই কোম্পানি। আসল বিষয়টি হল CoinDCX একটি ওয়েবসাইট এবং CoinDCX Go এরই Lite Version যা Application এর মাধ্যমে Play Store ও App Store এ উপলব্ধ রয়েছে।
কিন্তু বর্তমান সময়ে Play Store এ এই অ্যাপের নাম বদলে শুধু CoinDCX নাম দেওয়া হয়েছে এবং এখন এর সম্পূর্ন নাম CoinDCX: Bitcoin & Crypto Investment App ।

CoinDCX App কিভাবে Download করে?

➡️ সবার প্রথমে আপনাকে Play store অথবা App Store এ দিয়ে CoinDCX লিখে Search করতে হবে।

➡️ Search করার পর CoinDCX App দেখতে পাবেন।

➡️ এরপর আপনাকে Install এ ক্লিক করতে হবে।

➡️ Install এ ক্লিক করার পর আপনার মোবাইলে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে।

CoinDCX এ Account কিভাবে খুলবেন? (How to Open CoinDCX Account in Bengali 2022)

CoinDCX এ Account খোলার জন্য আপনাকে নিম্নলিখিত কিছু স্টেপ ফলো করতে হবে –

➡️ সবার প্রথমে আপনাকে CoinDCX App ওপেন করে নিতে হবে।


➡️ এরপর আপনাকে Sign-up এ ক্লিক করে Mobile Number, Email, Password দিয়ে Sign-up এ ক্লিক করতে হবে।

➡️ এরপর Mobile Number ও Email এ OTP আসবে, দুই জায়গায় OTP দিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ন করে নিতে হবে।

➡️ এরপর আপনার বেসিক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করবেন?

CoinDCX এ Bank Account Number কিভাবে যোগ করবেন?

CoinDCX এ Bank Account Number যোগ করার জন্য বেশি কিছু করতে লাগবে না। আপনি কিছু স্টেপ ফলো করে Account Number যোগ করতে পারেন –

➡️ সবার প্রথমে আপনাকে CoinDCX App ওপেন করে নিতে হবে।


➡️ এরপর Account Settings এ ক্লিক করে Account Details এ ক্লিক করতে হবে।

➡️ এখানে আপনার Name, Bank Account Number, IFSC Code সঠিকভাবে লিখে Proceed এ ক্লিক করতে হবে।

➡️ এরপর আপনার মোবাইলে OTP আসবে, OTP দিয়ে Verify তে ক্লিক করতে।

➡️ এই প্রসেস করার পর আপনার Bank Account যোগ হয়ে যাবে। এবং ভেরিফিকেশনের জন্য আপনার অ্যাকাউন্টে 1 টাকা আসবে।

যদি আপনি এতে 10 হাজারের কম টাকার ইনভেস্ট করেন, তাহলে KYC করার প্রয়োজন নেই। আপনি বিনা KYC তে ইনভেস্ট করতে পারবেন। যদি আপনি 10 হাজারের বেশি টাকার ইনভেস্ট করতে চান তাহলে KYC করতে হবে, তবেই ইনভেস্টমেন্ট করতে পারবেন। CoinDCX KYC করতে হলে আপনার আধার কার্ড এর প্রয়োজন।

CoinDCX অ্যাপ এ KYC এর জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন?

নিম্নলিখিত স্টেপগুলো ফলো করে CoinDCX App KYC করুন –

➡️ সবার প্রথমে আপনাকে Account Settings এ গিয়ে Complete Your KYC তে ক্লিক করতে হবে।
এরপর Take a Selfie তে ক্লিক করে Selfie আপলোড করতে হবে।

➡️ আবার আপনাকে আধার কার্ডের Front ও Back সাইড ফটো আপলোড করতে হবে।

➡️ শেষে আপনাকে PAN কার্ডের Front ও Back সাইড ফটো আপলোড করতে হবে।

➡️ এই সব স্টেপ ফলো করার পর আপনার KYC প্রক্রিয়া সম্পূর্ন হবে।

CoinDCX অ্যাপ এ টাকা Add অথবা Deposit কিভাবে করে?

CoinDCX এ টাকা Add/Deposit করার জন্য Mobikwik এর প্রয়োজন পড়বে। এটা এক ধরনের Wallet। এর দ্বারা আপনি খুব সহজে Fund Add করতে পারবেন। Fund Add করার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে –

➡️ সবার আগে আপনাকে Account Settings এ যেতে হবে।
➡️ এরপর আপনাকে Add Funds এ ক্লিক করতে হবে।
➡️ এরপর আপনি Amount Fill করে নিচে Continue এ ক্লিক করুন।
➡️ এরপর আপনাকে Wallet এ ক্লিক করে Make Payment এ ক্লিক করতে হবে।
➡️ এখন আপনাকে Mobikwik এ Mobile Number লিখতে হবে। Send OTP তে ক্লিক করতে হবে, আপনার মোবাইলে OTP এলে ওই OTP দিয়ে Submit এ ক্লিক করতে হবে।
➡️ এরপর আপনাকে Debit Card, Credit Card ও Net banking এর দ্বারা CoinDCX এ Funds Add করতে পারেন।
➡️ এইভাবে CoinDCX এ টাকা add করতে পারবেন।

Navi Personal Loan 2022 – আপনার কি খুব জরুরী টাকা পয়সার দরকার? চিন্তা কোনো কারণ নেই Navi থেকে লোনের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন

CoinDCX App এ Cryptocurrency কিভাবে Buy করে? (How to Invest in CoinDCX App in Bengali)

CoinDCX App e Cryptocurrency buy kare kivabe: যদি আপনি Cryptocurrency Buy করতে চান তাহলে CoinDCX app ওপেন করে Prices বোতামে ক্লিক করতে হবে এবং ক্লিক করতেই আপনি অনেক Cryptocurrency (Bitcoin, Bitcoin Cash, Ethereum, Binance Coin, Yearn.finance, Kusama, Compound and More Cryptocurrencies) দেখতে পাবেন।

এখন আপনি যে Cryptocurrency কিনতে চান সেটিতে ক্লিক করুন, যেমনই যদি Bitcoin কিনতে চান তাহলে সেটিতে ক্লিক করতে হবে। এরপর নিচে Buy বোতাম দেখতে পাবেন, আপনাকে সেটিতে ক্লিক করতে হবে। এর আগে আপনি সবার উপরে Bitcoin এর Current Price দেখতে পাবেন। এখন এর নিচে দুটি অপশন আসবে Buy ও ইন Rupees এবং ডানদিকে In BTC অপশন পাবেন। এখন যত টাকার Bitcoin Buy করতে চান ঠিক তত টাকা Amount In Rupees এর জায়গায় লিখুন। Amount লেখার পর আপনার টাকা অনুযায়ী ডানদিকে Bitcoin লিখে আসবে। এর মানে আপনি এত টাকায় এত Bitcoin পাবেন।

এরপর নিচে Buy Now অপশনে ক্লিক করে Bitcoin Buy করে নিতে হবে এবং আপনার Bitcoin সফলভাবে Buy হয়ে যাবে।

এরপর আপনি যে Cryptocurrency Buy করেছেন ওটা দেখার জন্য নিচে থাকা My Investment অপশনে ক্লিক করে দেখতে পারেন। আর একজন থেকে দেখতে পাবেন আপনার কেনা Bitcoin এর দাম বেড়েছে কি কমেছে।

CoinDCX App এ Cryptocurrency কিভাবে Sell করে? (How to Sell Cryptocurrency in CoinDCX App in Bengali)

CoinDCX App e Cryptocurrency Sell kare kivabe: যদি আপনি Cryptocurrency Buy করেছেন এবং আপনি Sell করতে চান, তাহলে নিচে My Investment অপশনে ক্লিক করতে হবে। ওখানে Cryptocurrency Buy হয়ে আছে সেটির উপরে ক্লিক করতে হবে এবং ক্লিক করলেই নিচে Buy ও Sell অপশন আসবে, Sell অপশনে করতেই এক ক্লিকে Sell হয়ে যাবে।

Sell করতেই আপনার সব টাকা আপনার CoinDCX Wallet এ চলে আসবে, আপনি চাইলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবিলম্বে তুলতে পারবেন। (আপনার Wallet এ 500 অথবা 500 টাকার বেশি থাকলে তুলতে পারবেন)।

SBI Mudra Loan Online Apply 2022 : SBI 5 মিনিটের মধ্যে 50,000 টাকা লোন দিচ্ছে, এইভাবে আবেদন করুন

CoinDCX Refer and Earn থেকে কিভাবে অতিরিক্ত টাকা আয় করতে পারেন?

সবচেয়ে ভালো বিষয় হলো CoinDCX অ্যাপে Refer and Earn প্রোগ্রাম রয়েছে, যদি আপনি আপনার লিঙ্ক দিয়ে কোনো ব্যক্তিকে ডাউনলোড করান তাহলে কিছু টাকা অবিলম্বে পাবেন।

আর সবচেয়ে ভালো বিষয় হলো আপনার রেফার থেকে কমানো টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে Withdraw করতে পারেন।

বন্ধুরা, যদি আপনি এখনো পর্যন্ত CoinDCX App Download করে না থাকেন, তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করুন এবং সকল যাবতীয় তথ্য পূরণ করে SignUp প্রক্রিয়া সম্পন্ন করুন।

 

CoinDCX App থেকে টাকা Withdraw কিভাবে করে?

CoinDCX App এর Account ওপেন করতে হবে।
Available To Invest এ ক্লিক করতে হবে।
Withdraw এর জন্য আপনার CoinDCX Account এ কমপক্ষে 500 টাকা থাকা দরকার। নাহলে টাকা Withdraw করতে পারবেন না।

CoinDCX কোন দেশের কোম্পানি?

আপনি হয়তো ভাবছেন CoinDCX কোন দেশের কোম্পানি এবং এই অ্যাপে invest করা ঠিক হবে কি না, আমি আপনাকে বলি CoinDCX ভারতের কোম্পানি এবং invest করা Safe ও Secure হবে।

CoinDCX Customer Care Number

Contact Support: [email protected]


Team: [email protected]

FAQ of CoinDCX App

CoinDCX App কি?

CoinDCX হলো Cryptocurrency তে Investment করার একটি জনপ্রিয় প্লাটফর্ম।

CoinDCX App থেকে Minimum কত টাকা Withdraw করতে পারব?

CoinDCX app এ আপনি কমপক্ষে 100 টাকা Deposit করে কোনো Cryptocurrency কিনতে পারেন, কমপক্ষে 10 টাকার Cryptocurrency Buy করে আপনার ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন।

India তে কি Cryptocurrency Legal?

হ্যাঁ, india তে Cryptocurrency legal । কারণ ইন্ডিয়াতে এখন পর্যন্ত কোনো Law নেই। India তে জিনিস কেনাবেচাতে Cryptocurrency Accept করা হয় না। আপনি Buy, Sell ও হোল্ড করতে পারেন, Investment Purpose এর জন্য।

CoinDCX App এ Minimum কত টাকার শেয়ার কেনা যায়?

CoinDCX app theke taka kivabe ay kara jay: CoinDCX app এ আপনি কমপক্ষে 100 টাকা Deposit করে কোনো Cryptocurrency কিনতে পারেন, কমপক্ষে 10 টাকার Cryptocurrency Buy করে আপনার ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন।

Conclusion

বন্ধুরা, আমি এই পোস্টের মাধ্যমে CoinDCX App এর সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি, আশাকরি আপনারা সম্পূর্ন তথ্য পেয়েছেন।

যদি আপনার এই আর্টিকেলটি ভালো লাগে এবং তথ্যপূর্ণ মনে হয় তাহলে Like এবং আপনার বন্ধুদের Share করুন। ধন্যবাদ🙏

🔥 Join Our WhatsApp Group : Click Here

🔥 Join Our Telegram Channel : Click Here

🔥 Facebook Page : Click Here

🔥 Instagram : Click Here

🔥 Twitter : Click Here

🔥 Website : Click Here

আরও পড়ুন :-

Aadhar Card Update : ঘরে বসে নাম, জন্ম তারিখ, ঠিকানা সংশোধন করুন 2022

Fino Payment Bank CSP Apply in Bengali 2022 | Fino Bank Merchant Id Apply

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin