West Bengal School Guidelines: আর ফাঁকিবাজি নয়, নতুন বছরের শুরুতে কড়া নিয়ম চালু হচ্ছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে

West Bengal School Guidelines: 2 বছরের মহামারী ভুলে, অবশেষে জানুয়ারি থেকে নতুন School Guidelines প্রকাশ করে একটি নতুন ছন্দে রাজ্যের শিক্ষাকে গতিশীল করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল শিক্ষা বিভাগ। এই দুই বছরে শিক্ষার অবস্থার অবনতি হয়েছে, তাই বছরের শুরুতে কড়াকড়ি School Guidelines এনে আগের মতোই ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতে চাইছে রাজ্য সরকার।

ক্লাসের সম্পূর্ণ রেকর্ড রাখতে হবে। নতুন বছরে শিক্ষক বোর্ডের নতুন নির্দেশনা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নতুন School Guidelines জারি করেছে। এই নির্দেশিকাগুলি রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশে আনা হয়েছে। 

নতুন নির্দেশিকা অনুযায়ী আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ 2 জানুয়ারি থেকে প্রত্যেক শিক্ষককে ডায়েরি রাখতে হবে বাধ্যতামূলকভাবে। কেমন হবে এই ডায়েরির ফর্ম্যাট, তাও প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, টাইমটেবিল অনুযায়ী সব শিক্ষককে তাদের সবকটি ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের পড়াতে হবে। প্রতিদিনের ক্লাসের সব খুঁটিনাটি যাবতীয় তথ্য ডায়েরিতে লিখতে হবে।

বিনামূল্যে আরও ১ বছর রেশন পাবেন ৮০ কোটিরও বেশি মানুষ, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

West Bengal School Guidelines

নির্দেশনায় সর্বোচ্চ পর্যায়ে শিক্ষার্থীদের স্বার্থ রাখার কথা বলেছে বোর্ড। শিক্ষককে প্রতিদিনের ক্লাসের রেকর্ড, কোন শিক্ষার্থী কোথায় পিছিয়ে আছে বা তারা কীভাবে উন্নতি করছে, পাঠদান পদ্ধতি, পাঠদানের পরিকল্পনা, কতটি অধ্যায়ের কতটুকু পড়ানো হয়েছে  তা সমস্তই লিখে রাখতে হবে  ডায়েরিতে।

তারপর এই ডায়েরিতে স্কুলের প্রধান শিক্ষকের স্বাক্ষর করতে হবে। পরে প্রধান শিক্ষককে এই ডায়েরি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট বোর্ডকে পাঠাতে হবে। এছাড়াও শিক্ষকদের সকাল 10:30 টার মধ্যে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে, 11:05 টার পরে প্রবেশ করলে অনুপস্থিত বলে বিবেচিত হবে। পালনীয় দিনগুলিতে শিক্ষকদের বাধ্যতামূলকভাবে আসতে হবে। স্কুলে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। এছাড়া প্রতি মাসে বিদ্যালয় পরিদর্শক ও মিড-ডে মিল বিভাগ কর্তৃক নিয়মিত বিদ্যালয় পরিদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নির্দেশিকা সম্পর্কে বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, “শিক্ষার প্রসার ও ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে এই ডায়েরিটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে প্রমাণিত হতে চলেছে।” তিনি মনে করেন, এই পদ্ধতিতে শিক্ষকরা দুর্বল শিক্ষার্থীদের দিকে বেশি নজর দিতে পারবেন। এখন দেখতে হবে বোর্ডের এই নির্দেশ কতটা কার্যকর হয়।

Medhashree Prakalpa: রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণা। প্রত্যেক ছাত্র-ছাত্রীরা পাবে ৮০০ টাকা

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin