সুখবর! অবশেষে ক্লার্কশিপ নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ, যোগ্যতা – মাধ্যমিক পাশ | WBPSC Clerkship Recruitment 2023

WBPSC Clerkship Recruitment 2023 – পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক বিশেষ নিয়োগের সুখবর। রাজ্যের যে সকল চাকরিপ্রার্থীরা ক্লার্কশিপ নিয়োগের পূর্ণাঙ্গ অফিসিয়াল বিজ্ঞপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সুখবর। অবশেষে আজ অর্থাৎ ৪ ডিসেম্বর ২০২৩ এ WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লার্কশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, সিলেবাস সহ বিস্তারিত জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন। তাই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ করা হচ্ছে চাকরিপ্রার্থীদের।

পরীক্ষার নামWBPSC Clerkship Examination 2023
Advertisement No.13/2023
নিয়োগকারী সংস্থা/ বোর্ডPublic Service Commission, West Bengal
পদের নামক্লার্কশিপ
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ২৯ ডিসেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwbpsc.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

WBPSC Clerkship Recruitment 2023

পদের নাম

  • ক্লার্কশিপ (WBPSC Clerkship)

মোট শূন্যপদের সংখ্যা

WBPSC এর পূর্নাঙ্গ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে গতবারে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা ৬০০০ জানানো হয়েছিল। বর্তমান পূর্নাঙ্গ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরবর্তীতে WBPSC অফিসিয়াল ওয়েবসাইটে তা জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

বয়স সীমা

০১-০১-২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। অর্থাৎ (প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ০২-০১-১৯৮৩ এবং ০১-০১-২০০৫ এর মধ্যে)। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। নিজের বয়স হিসাব করতে নিচের বোতামে ক্লিক করুন 👇

বেতন

এই পদে নিযুক্ত প্রার্থীদের লেভেল ৬ অনুযায়ী প্রতিমাসে ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকার মধ্যে বেতন দেওয়া হবে।

❖  Related Articles

কি ভাবে আবেদন করবেন?

এখানে আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে।

১) এর জন্য WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।২) তারপর APPLY ONLINE লিংকে ক্লিক করতে হবে।৩) তারপর নতুন একটি পেজ খুলে আসবে, সেখানে Advt. No. 13/2023 এর অধীনে থাকা Apply Now লিংকে ক্লিক করে Registration করতে হবে।

৪) তারপর লগইন করে অনলাইন আবেদন ফর্ম নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।৫) সবশেষে, আবেদন ফি জমা দিয়ে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে। অথবা আপনি নীচে দেওয়া আবেদন করার সরাসরি লিংকে ক্লিক করে আবেদন করতে পারেন।

আবেদন প্রক্রিয়া শুরু ০৮-১২-২০২৩ তারিখ থেকে। চলবে ২৯-১২-২০২৩ তারিখ পর্যন্ত।

নির্বাচন প্রক্রিয়া

এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

WBPSC Clerkship Recruitment 2023 – Exam Centres & Syllabus

WBPSC Clerkship Recruitment 2023
WBPSC Clerkship Recruitment 2023 – Exam Centres

মিস করবেন না » নতুন প্রকল্পের ঘোষণা মোদী সরকারের, প্রতিবছর পাবেন ৫ লক্ষ টাকার সুবিধা

WBPSC Clerkship Recruitment 2023
WBPSC Clerkship Recruitment 2023 – Syllabus

আবেদন ফি

SC/ ST/ PwBD ক্যাটাগরি ব্যতীত সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের আবেদন ফি বাবদ ১১০/- টাকা জমা করতে হবে। আবেদন ফি জমা করা যাবে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৪-১২-২০২৩
আবেদন শুরু০৮-১২-২০২৩
আবেদন শেষ২৯-১২-২০২৩

আরও পড়ুন » রাজ্যের বিদ্যুৎ দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৪১ হাজার টাকা

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwbpsc.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

আরও পড়ুন »

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin