রাজ্যের বিদ্যুৎ দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৪১ হাজার টাকা | WBPDCL Recruitment 2023

WBPDCL Recruitment 2023 – ফের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBPDCL) -এ বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সম্পূর্ন চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন জানাতে হবে সম্পূর্ন অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নীচে বিস্তারিতভাবে দেওয়া হলো।

তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক এখানে আবেদন করার প্রক্রিয়া, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন সহ নিয়োগের বিস্তারিত তথ্য। পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে। প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

Advertisement No.WBPDCL/Recruitment/2023/08
নিয়োগকারী সংস্থা/ বোর্ডWest Bengal Power Development Corporation Limited (WBPDCL)
পদের নামVarious
মোট শূন্যপদ৭৬ টি
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ২৫ ডিসেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.wbpdcl.co.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

WBPDCL Recruitment 2023 Notification

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

WBPDCL এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এখানে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হলো –

পদের নামমোট শূন্যপদ
Assistant Mines Manager৪৬ টি
Welfare Officer১ টি
Surveyor৭ টি
Overman১৮ টি
Junior Engineer (Mechanical)২ টি
Junior Engineer (Electrical)২ টি

শিক্ষাগত যোগ্যতা

পদের নামশিক্ষাগত যোগ্যতা
Assistant Mines ManagerDiploma/ Degree in Mining Engineering
Welfare OfficerGraduation, Post Graduation Degree/ Diploma in Management, MBA, MSW
SurveyorDiploma in Survey Engineering
OvermanDiploma in Mining Engineering
Junior Engineer (Mechanical)Diploma in Mechanical Engineer
Junior Engineer (Electrical)Diploma in Electrical Engineer

বয়স সীমা

০১-১১-২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। নিজের বয়স হিসাব করতে নিচের বোতামে ক্লিক করুন 👇

বেতন

❖  Related Articles

কি ভাবে আবেদন করবেন?

WBPDCL Recruitment 2023 ইচ্ছুক প্রার্থীদের এখানে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে।

১) প্রথমে www.wbpdcl.co.in অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) তারপর Career অপশনে ক্লিক করে APPLY ONLINE লিংকে ক্লিক করতে হবে।
৩) তারপর Registration করে আবেদন ফর্ম নির্ভুলভাবে পূরণ করতে হবে।

৪) সাম্প্রতিক তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৫) সবশেষে সাবমিট করতে হবে।
৬) সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখুন, ইন্টারভিউয়ে ডাকা হলে এটি সঙ্গে করে নিয়ে যেতে হবে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ০৪-১২-২০২৩ তারিখ থেকে। চলবে আগামী ২৫-১২-২০২৩ তারিখ পর্যন্ত।

প্রয়োজনীয় ডকুমেন্টস 

নিচের সমস্ত ডকুমেন্টের অরিজিনাল সহ Self Attested জেরক্স কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন।

  • আধার কার্ড
  • বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট/ মাধ্যমিক পাশ সার্টিফিকেট/ মার্কশিট/ অ্যাডমিট কার্ড)
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • জাভিজ্ঞতা সার্টিফিকেট (যদি প্রযোজ্য হবে)
  • ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি

নির্বাচন প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের বাছাই করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট পদে নিযুক্ত করা হবে।

আবেদন ফি

এখানে আবেদন করার জন্য কোনো আবেদন ফি লাগবে না।

আরও পড়ুন » বাড়িতে বসে কাজের সুযোগ দিচ্ছে Jio, শূন্যপদ ১০ হাজারেরও বেশি, সম্পূর্ন বিনামূল্যে অনলাইনে আবেদন করুন

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত৩০-১১-২০২৩
আবেদন শুরু০৪-১২-২০২৩
আবেদন শেষ২৫-১২-২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্ক (০৪-১২-২০২৩ থেকে শুরু হবে)Apply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.wbpdcl.co.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

আরও পড়ুন »

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin