WBCS 2023 Form Fill Up করার সম্পূর্ন পদ্ধতি দেখুন

WBCS 2023 Form Fill Up করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। WBCS 2023 -এ আবেদনের যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শুরু এবং শেষ তারিখ, প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদন ফি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি সম্পূর্ন পড়ুন।

যোগ্যতা

WBCS 2023 Exam -এর জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে বাংলা পড়তে, লিখতে এবং কথা বলা জানতে হবে।

বয়সসীমা

প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৩৬ বছরের মধ্যে। বয়সের হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতনক্রম

Group A৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০
Group B৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০
Group C৩৫,৮০০ থেকে ৯২,১০০
Group D৩২,১০০ থেকে ৮২,৯০০

IOCL Recruitment 2023 – হলদিয়াতে ইন্ডিয়ান ওয়েল কোম্পানীতে প্রচুর কর্মী নিয়োগ

WBCS Exam 2023 Form Fill Up Online

১) WBCS 2023 Form Fill Up করার জন্য প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in -এর হোম পেজে যেতে হবে।
২) এরপর হোম পেজে Candidate’s Corner সেকশনের মধ্যে থাকা ONE TIME REGISTRATION অপশনে ক্লিক করতে হবে।
৩) ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে।
৪) এরপর আবেদনকারীর Mobile Number, Password লিখে সেই পাসওয়ার্ড Confirm করুন এবং Email আইডি লিখুন।

৫) এরপর প্রার্থীর মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটে যে Name আছে সেটি লিখুন, Date of Birth, Gender, Father Name, Mother Name সঠিকভাবে লিখে Register অপশনে ক্লিক করতে হবে।
৬) এরপর আপনার মোবাইল নম্বরে Enrollment ID এবং একটি OTP আসবে, OTP লিখে Validate অপশনে ক্লিক করতে হবে।
৭) এরপর Ok তে ক্লিক করতে হবে।
৮) ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন।

৯) এরপর Candidate’s Corner সেকশনের মধ্যে থাকা LOGIN IF ALREADY REGISTERED অপশনে ক্লিক করতে হবে।
১০) আপনার Enrollment Number এবং আবেদন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি লিখে Login করতে হবে।
১১) এরপর PLEASE COMPLETE YOUR PROFILE অপশনে ক্লিক করতে হবে।
১২) এরপর আপনার কাস্ট, জন্ম স্থান, মাতৃ ভাষা, পার্মানেন্ট অ্যাড্রেস সহ সমস্ত তথ্য সঠিকভাবে লিখে Save and Continue অপশনে ক্লিক করতে হবে।

১৩) এরপর ফটো এবং সিগনেচার স্ক্যান কপি আপলোড করতে হবে।
১৪) এরপর নতুন একটি পেজ খুলে আসবে।
১৫) আপনাকে Advertisement সিলেক্ট করতে হবে (ADVT. NO. 01/2023) WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC. EXAMINATION, 2023 প্রথমের অপশনটি এবং এরপর Post সিলেক্ট করতে হবে WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC. অপশন সিলেক্ট করে Proceed অপশনে ক্লিক করতে হবে।

১৬) এরপর প্রার্থীর যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার সমস্ত তথ্য পূরণ করে Proceed অপশনে ক্লিক করতে হবে।
১৭) ক্লিক করার পর নতুন একটি পেজ খুলে আসবে।
১৮) এরপর আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চান সেটি সিলেক্ট করে সমস্ত তথ্য পূরণ করতে পারে।
১৯) এরপর ফটো আইডি প্রুফ সিলেক্ট করে ফটো আইডি প্রুফের নম্বর লিখতে হবে।
২০) এরপর ভাষা সিলেক্ট করতে হবে।
২১) এরপর পরীক্ষার সেন্টার সিলেক্ট করতে হবে যেখানে আপনি পরীক্ষা দিতে চান এবং Save and Continue অপশনে ক্লিক করতে হবে।

২১) এরপর আবেদনপত্রের প্রিভিউ দেখতে পাবেন। যদি কোনো তথ্য প্রদানে ভুল হয়ে থাকে তাহলে Back my application করে ঠিক করে নিতে পারেন। Submit the Application অপশনে ক্লিক করতে হবে।
২২) এরপর পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে SC/ST/PWD প্রার্থীদের আবেদন ফি লাগবে না তাই এই পেমেন্ট পেজটি আসবে না।
২৩) সবশেষে সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন সম্পূর্ন হয়ে যাবে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট আপডেট, টাকা পেতে অবিলম্বে করুন এই কাজ

আবেদন ফি

  • GEN/OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২১০/- টাকা
  • SC/ST/PWD প্রার্থীদের আবেদন ফি লাগবে না।
  • পেমেন্ট করতে হবে অনলাইন বা অফলাইন মাধ্যমে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

১) ফটো আইডি প্রুফ
২) পাসপোর্ট সাইজের ফটো (100kb)৩) সিগনেচার (10kb – 20kb)
৩) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশ নম্বর
৪) মোবাইল নম্বর, ইমেইল আইডি

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হয়েছে ২৮.০২.২০২৩ তারিখ থেকে। আবেদন করা যাবে ২১.০৩.২০২৩ (৩:০০) পর্যন্ত।

আরো বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন।

Important Links

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Official NotificationDownload PDF
Apply OnlineVisit Now
Official WebsiteVisit Now

FAQs

When can I apply for WBCS 2023?

You can apply online from 28 February 2023.
After this, March 21, 2023 is proposed as the last date for submission of application fee through online mode.

Who conducts WBCS Recruitment Exam?

The WBCS 2023 exam is conducted by WBPCS.

How can I apply for WBCS 2023 Exam?

Step by step procedure to apply online for WBCS 2023 exam is given in this article.

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin