Voter Card Photo Change – ভোটার কার্ডে নিজের ছবি নিজেই চিনতে পারছেন না? বদলে নিন অনলাইনে

Voter Card Photo Change : আধার কার্ডের পাশাপাশি দেশে ভোটার কার্ডও (Voter Card) একটি গুরুত্বপূর্ণ নথি। এই কার্ডের মাধ্যমে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এর পাশাপাশি পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হয় এই ভোটার কার্ড।

আপনার যদি ভোটার আইডি কার্ডে ছবি পছন্দ না হয়, আপনার পছন্দের ছবি দিতে চান। তাহলে Voter Card Photo Change করার জন্য আপনাকে একটি আবেদন করতে হবে। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, বাড়িতে বসে কম্পিউটার বা মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের ছবি পরিবর্তনের পাশাপাশি অন্য কোনো তথ্য সংশোধন বা আপডেট একই সঙ্গে করতে পারবেন। জেনে নিন কিভাবে আবেদন করবেন।

Voter Card Photo Change করবেন কিভাবে?

আপনাকে আবারও একবার বলে রাখি, ভোটার কার্ডের ছবি পরিবর্তনের (Voter Card Photo Change) পাশাপাশি অন্য কোনো তথ্য সংশোধন বা আপডেট একই সঙ্গে করতে পারবেন।

১) প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://voters.eci.gov.in/ -এ ভিজিট করুন।
২) এরপর Login অপশনে ক্লিক করে পোর্টালে লগইন করুন (যদি নতুন হয়ে থাকেন তাহলে Sign Up এ ক্লিক করে মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিষ্টার করুন)।
৩) এরপর Fill Form 8 বোতামে ক্লিক করুন।

Voter Card Photo Change
Voter Card Photo Change

৪) এরপর Self বা Other elector বেছে নিয়ে ভোটার কার্ড নম্বর (Epic Number) লিখে Submit করে ok করুন।
৫) এরপর Correction of Entries in Existing Electoral Roll সিলেক্ট করে ok তে ক্লিক করুন।
৬) এরপর আপনার আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেইল আইডি লিখে Next করুন।
৭) এরপর কোন তথ্যটি সংশোধন করতে চান সেটি সিলেক্ট করুন (Photo সিলেক্ট করুন এবং অন্য কোনো তথ্য আপডেট করতে চাইলে সেটিও সিলেক্ট করুন)।
৮) এরপর Upload Photo তে ক্লিক করে নতুন ছবি আপলোড করুন এবং অন্যান্য তথ্য পূরণ করুন।
৯) সবশেষে Submit বোতামে ক্লিক করুন।
১০) সাবমিট করার পর আপনি রেফারেন্স নম্বর পাবেন এটি কোথাও লিখে রাখুন, ভবিষ্যতে আপডেট স্ট্যাটাস চেক করতে এটির দরকার হবে। চেক করার জন্য Track Application Status অপশনে যেতে হবে।

❖  Related Articles

ছবি আপডেট করার জন্য প্রয়োজনীয় নথি

  • আধার কার্ড
  • মোবাইল নম্বর
  • ইমেইল আইডি (না থাকলেও হবে)
  • ভোটার আইডি কার্ড
  • পাসপোর্ট সাইজের নতুন ছবি

আরও পড়ুন » বাড়িতে বসেই পাবেন PVC আধার কার্ড, খরচ হবে মাত্র ৫০ টাকা

আবেদনের সময় যে বিষয়গুলি মাথায় রাখবেন

  • ছবির আকার হতে হবে ৩.৫ সেমি × ৪.৫ সেমি।
  • ছবির রেজোলিউশন ৩০০ ডিপিআই -এর বেশি হতে হবে।
  • ছবিতে আপনার মুখ পরিষ্কার দেখা যেতে হবে।
  • ভোটার কার্ডের ছবি পরিবর্তনের পাশাপাশি অন্য কোনো তথ্য আপডেট করতে পারবেন। এর জন্য আলাদা আলাদা আবেদন করার প্রয়োজন নেই।
  • ছবি আপডেট করার জন্য ১৫ থেকে ৩০ দিন সময় লাগবে।

আরও পড়ুন » Gas Aadhaar Link Check – গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা চেক করুন এইভাবে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin