Punjab National Bank Aadhaar Card Link Online: যদি আপনিও Punjab National Bank এর অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন, তবে আপনাকে PNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। তাই আমরা আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করেছি যে Punjab National Bank Aadhaar Card Link Online কিভাবে করবেন। তাই আপনাকে নীচের স্টেপগুলো ফলো করতে হবে।
আপনাকে বলে রাখি যে, Punjab National Bank Aadhaar Card Link Online করার জন্য আপনার আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, তবেই আপনি PNB ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন।
যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকে, তবে আধার লিঙ্কড মোবাইল নম্বর এবং PNB পাশবুক সঙ্গে রাখুন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময় প্রয়োজন হবে।
আরও পড়ুন – প্রত্যেক মোবাইল রিচার্জে ক্যাশব্যাক গ্যারেন্টি পাবেন, এই অ্যাপ থেকে করুন রিচার্জ।
কিভাবে পাঞ্জাব নেশানাল ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক করবেন?
Punjab National Bank Aadhaar Card Link Online করার জন্য আপনাকে নিচের এই স্টেপগুলো ফলো করতে হবে –
- সবার প্রথমে আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে,
- আসার পর আপনাকে এখানে CLICK HERE FOR OTP BASED AADHAAR SEEDING অপশনে ক্লিক করতে হবে,
- এরপর আপনার Bank Account Number লিখে Continue অপশনে ক্লিক করতে হবে,
- এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে,
- সেই OTP এবং ক্যাপচা কোড লিখে Validate অপশনে ক্লিক করতে হবে,
- এরপর নতুন একটি পেজ খুলে আসবে,
- এখানে আপনার আধার কার্ডের নম্বর লিখে Continue অপশনে ক্লিক করতে হবে,
- এরপর আধার লিঙ্কড মোবাইল নম্বরে OTP আসবে, সেই OTP লিখে Validate অপশনে ক্লিক করতে হবে,
- ক্লিক করার পর আপনার PNB ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।
উপরের সমস্ত স্টেপস ফলো করে আপনি আপনার পাঞ্জাব নেশানাল ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন।
Official Website | Click Here |
Join WhatsApp Group | Join Now |
Join Telegram Channel | Join Now |
এই নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন, সঙ্গে থাকুন এই ধরনের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন, SBI জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট 2023
PNB mPassbook App: আর ব্যাঙ্কে যেতে হবে না, এখন নিজেই পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের পাশবুক অনলাইনেই চেক করতে পারবেন