দেশের ১ কোটি পরিবারকে বড় উপহার মোদীর, নতুন প্রকল্প ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’-র ঘোষণা | Pradhan Mantri Suryodaya Yojana

কোটি কোটি দেশবাসীর অপেক্ষার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত চলতি বছরের ২২শে জানুয়ারি সোমবার অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধন অনুষ্ঠানকে গিয়ে দেশবাসীর উত্তেজনা ছিল তুঙ্গে। এইদিন প্রধানমন্ত্রী রামলালাকে নিয়ে গর্ভগৃহে প্রবেশ করেন। গোটা দেশ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছিল। অযোধ্যা হয়ে উঠেছে মানুষের মিলনস্থল। দেশবাসীর নয়া গন্তব্য হয়ে উঠেছে এই অযোধ্যা। এই মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে দেশবাসীর বহু বছরের স্বপ্ন পূরণ হল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

অযোধ্যা থেকে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন করে দিল্লি ফিরেই দেশবাসীকে সুসংবাদ শোনালেন প্রধানমন্ত্রী। কেন্দ্র সরকার এবার চালু করতে চলেছে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা‘ (Pradhan Mantri Suryodaya Yojana)। দেশের ১ কোটি বাড়ির ছাদে সোলার বসানোর লক্ষ্য নিয়ে এই প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। তিনি দেশের ১ কোটি বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। দেশের প্রত্যেকটি পরিবারের বিদ্যুতের অভাব পূরণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন বড় ঘোষণা। এর সুবিধা পাবে দেশের দরিদ্র, মধ্যবিত্ত মানুষ। এতে মাসিক বিদ্যুত বিল কম হওয়ায় দরিদ্র ও মধ্যবিত্তরা হবেন লাভবান। 

❖  Related Articles

প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে একটি টুইটও করেছেন। তিনি টুইটে লিখেছেন, ‘পৃথিবীর সমস্ত ভক্তরা সর্বদা সূর্যবংশী ভগবান শ্রী রামের আলো থেকে শক্তি পান। অযোধ্যার শুভ অনুষ্ঠান উপলক্ষে আমার সংকল্প আরো দৃঢ় হল। দেশের নাগরিকদের বাড়ির ছাদে নিজস্ব সোলার রুফ টপ (Solar Roof Top) সিস্টেম থাকা উচিত। অযোধ্যা থেকে ফেরার পর, আমি প্রথম সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের সরকার প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা (Pradhan Mantri Suryodaya Yojana) শুরু করবে। যার আওতায় ১ কোটি বাড়িতে ছাদে সোলার বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর ফলে মধ্যবিত্ত ও দরিদ্রদের বিদ্যুতের খরচ কম হওয়ার পাশাপাশি  ভারত বিদ্যুৎ ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠবে।’

আরও পড়ুন » কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প ‘লাখপতি দিদি যোজনা’, দেশের সকল মহিলারা পাবেন এই সুবিধা

রাম মন্দিরের উদ্বোধনে অযোধ্যায় হাজির ছিলেন দেশের তাবড় শিল্পপতি সহ অভিনেতা অভিনেত্রী, ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। এমনকি গোটা পরিবার সহ হাজির ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ছিলেন অনিল আম্বানিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাম লালার মূর্তিকে নতুন যুগের আগমনের প্রতীক হিসাবে অভিহিত করেছেন এবং আগামী ১ হাজার বছরের একটি মহান ও ঐশ্বরিক ভারতের ভিত্তি তৈরি করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরো জানান, রাম মন্দির একটি সমৃদ্ধ ও উন্নত ভারতের উত্থানের সাক্ষী হবে।

আরও পড়ুন » আধার কার্ড থাকলেই বেকার ছেলে মেয়ে সবাই পাবে লাখ লাখ টাকা, মোদী সরকারের এই প্রকল্পের সম্পর্কে জানেন?

এই নয়া প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি, তবে সোলার প্যানেল ব্যবহারের ফলে নিঃসন্দেহে বাড়িতে বিদ্যুতের খরচ অনেকাংশে কমবে। আবার এটাও সত্যি যে, সোলার প্যানেল ইনস্টল করা মোটেই সহজ নয়। এর জন্য যথেষ্ট অর্থেরও প্রয়োজন। তাই এই নিয়ে অনেকের মনে কৌতূহল দেখা দিয়েছে। এখন সকলে এই নয়া প্রকল্পের বিস্তারিত ঘোষণার অপেক্ষায় দিন গুনছে। এটুকু বলা যায় যায়, কেন্দ্র সরকারের এই নয়া প্রকল্পটি (Pradhan Mantri Suryodaya Yojana) চালু হলে এই প্রকল্পের হাত ধরে দেশের একটা বড় অংশের মানুষের মাসিক বিদ্যুৎ খরচ অনেকটাই কমবে। এর পাশাপাশি তাপবিদ্যুতের ব্যবহারও কমবে।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin