PM Kusum Yojana 2024 – মোদী সরকারের এই স্কিমটি কি জানেন? কৃষকদের জন্য দুর্দান্ত স্কিম, অনেকেই জানেন না

PM Kusum Yojana 2024: দেশজুড়ে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র এবং রাজ্য, উভয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার জন্য নির্দিষ্টভাবে প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবং প্রধানমন্ত্রী কিষাণ কুসুম প্রকল্পের মত আরো বেশ কিছু প্রকল্প রয়েছে। এতদিনে PM Kisan Samman Nidhi যোজনার মাধ্যমে কৃষকরা কি সুবিধা পান, সেটা অন্তত সকলেরই জানা হয়ে গিয়েছে। বছরে ৩ টি কিস্তিতে ২০০০ হাজার টাকা করে মোট ৬০০০ টাকা আর্থিক সহযোগিতা করা হয়ে থাকে কেন্দ্রীয় সরকারের তরফে। কিন্তু PM Kusum Yojana মাধ্যমে কৃষকেরা কিভাবে উপকৃত হতে পারেন, এখানে সেই বিষয়েই বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হবে।

PM Kusum Yojana কি?

প্রথমেই জেনে নেওয়া যাক, PM Kusum Yojana কি? পিএম কুসুম যোজনার মূল লক্ষ্য হলো, দেশজুড়ে কৃষকদের চাষের কাজের জন্য সোলার পাম্প বসানোর ক্ষেত্রে সরকারের তরফে নির্দিষ্ট পরিমাণ ভর্তুকি দেওয়া হয়। বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারও এই ভর্তুকি দিয়ে থাকে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফেও পিএম কুসুম যোজনায় Solar Pump বসিয়ে সেচ ব্যবস্থা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ভর্তুকি দেওয়া হয়। খুব সহজে সোলার পাম্প বসিয়ে কৃষকেরা অনুর্বর জমিতেও চাষ করে ফসল উৎপাদন করতে পারবেন।

❖  Related Articles

Solar Pump বসানোর জন্য কত পরিমান জমির দরকার?

সোলার পাম্পের মাধ্যমে বছরে প্রায় ১৫ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা যায়। ফলে একটি সোলার প্ল্যান্ট বসানোর জন্য কৃষকের ৪ থেকে ৫ একর জমির প্রয়োজন রয়েছে। উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে কৃষকেরা ভালো উপার্জন করতে পারবেন।

সরকার এই প্রকল্পে কত ভর্তুকি দেয়? (PM Kusum Yojana Subsidy)

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকার ভিন্ন পরিমাণ ভর্তুকি দিয়ে থাকে। কেন্দ্রীয় সরকার কৃষকদের ৪৫% পর্যন্ত ভর্তুকি দেয়। তাছাড়া অন্যান্য রাজ্য সরকার এতে আলাদা ভর্তুকিও দেয়।

PM Kusum Yojana 2024
PM Kusum Yojana 2024

পিএম কুসুম যোজনার সুবিধা কারা পাবেন? (Beneficiary of PM Kusum Yojana)

  • প্রথমেই আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • নিজের জমির অনুপাতে ২ মেগাওয়াট ক্ষমতার জন্য আবেদন করতে পারবেন।
  • এই যোজনায় আবেদনকারীরা ০.৫ Megawatt থেকে ২ Megawatt ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্রের জন্য আবেদন করতে পারবেন।
  • এই প্রকল্পে নিজের বিনিয়োগের জন্য টাকা দেওয়ার প্রয়োজন নেই।
  • প্রতি মেগাওয়াটের হিসাবে আনুমানিক ২ হেক্টর জমির প্রয়োজন।
  • কোনো কৃষক এই সোলার প্ল্যান্টের প্রকল্পটির জন্য আবেদন করলে তার প্রতি মেগাওয়াট 1 কোটি টাকার নেট মূল্য হতে হবে।

পিএম কুসুম যোজনার সুবিধাগুলো কি কি? (PM Kusum Scheme Benefits)

  • খুবই কম দামের মধ্যে সোলার পাম্প দেওয়া হচ্ছে।
  • এই যোজনায় প্রথমে ডিজেল  চালিত ১৭.৫ লক্ষ সোলার পাম্প সৌরশক্তিতে চালানো হবে। এর ফলে ডিজেল খরচ কমে যাবে।
  • এই প্রকল্পে অতিরিক্ত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
  • সোলার পাম্প বসানোর জন্য কৃষকেরা কেন্দ্রীয় সরকারের কাছে ৬০% টাকা পাবেন। ব্যাংক ৩০ শতাংশ লোন দেবে এবং কৃষককে নিজে ১০ শতাংশ টাকা জমা দিতে হবে।
  • যে সমস্ত রাজ্যে খরা হতে দেখা যায় বা বিদ্যুতের বিভিন্ন সমস্যা আছে, এই কুসুম যোজনায় সেই সমস্ত এলাকার কৃষকেরা উপকৃত হবেন।
  • ২৪ ঘন্টাই সোলার প্যানেলে বিদ্যুৎ থাকবে। আর এখান থেকে অতিরিক্ত মেগাওয়াট বিদ্যুৎ সরকারি বা বেসরকারি বিভাগের কৃষকেরা বিক্রি করে প্রতি মাসে অন্ততপক্ষে ৬০০০ টাকা করে উপার্জন করতে পারবেন।
  • অনুর্বর জমিতে সোলার প্যানেল বসানো হবে, যাতে সেই অনুর্বর জমি থেকে উপার্জন করা সম্ভব হয়।

আরও পড়ুন » PM Kisan Yojana – ভোটের আগেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে, আপনি কি পাবেন? একবার চেক করে নিন

কুসুম যোজনায় কিভাবে আবেদন করবেন? (PM Kusum Yojana Apply Process)

১) প্রথমেই পিএম কুসুম স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে।
২) এরপর Online Registration অপশনে ক্লিক করতে হবে।
৩) নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আধার নম্বর সহ সমস্ত তথ্য দিতে হবে।
৪) তথ্য পূরণ করার পর Submit বাটনে ক্লিক করতে হবে।
৫) রেজিস্ট্রেশন হয়ে গেলে সোলার পাম্পের জন্য ১০% মূল্য কৃষককে জমা দিতে বলা হবে।
৬) এরপরেই নির্দিষ্ট জমিতে সোলার পাম্প বসানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

কি কি ডকুমেন্টস লাগবে? (Required Documents for Apply)

  • কৃষকের আধার কার্ড
  • রেশন কার্ড
  • মোবাইল নম্বর (অবশ্যই আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে)
  •  ব্যাংক একাউন্টের ডিটেলস
  • ব্যাংক পাসবুক এর কপি
  • পাসপোর্ট সাইজের ছবি
  • যে জমিতে সোলার পাম্প বসবে সেই নথি জমা দিতে হবে।

আরও পড়ুন » Lakhpati Didi Scheme – বাজেটে নজরে মহিলারা! এবার আপনিও হবেন লাখপতি, কি করতে হবে, জেনে নিন

Written by Rajib Ghosh.

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin