PM Kisan Yojana – প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের টাকা আপনি কি আদৌ পাবেন? মাত্র 2 মিনিটে অনলাইনে স্ট্যাটাস চেক করুন

PM Kisan Yojana Status Check: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana) এর আওতায় থাকা সমস্ত কৃষকদের জন্য দারুন খবর। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের ১৬তম কিস্তির টাকা (PM Kisan Yojana 16th Installment) খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছে।

এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রতিবছর তিনটি কিস্তিতে মোট ৬ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়। প্রতি চার মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এর আগে ১৬তম কিস্তির টাকা গত ১৫ নভেম্বর ২০২৩-এ প্রধানমন্ত্রী ট্রান্সফার করেছিলেন কৃষকদের অ্যাকাউন্টে। এবার ১৬তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি ২০২৪ -এ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। তবে এই প্রকল্পের সুবিধা সকল কৃষকরা পাবেন না। কারা পাবেন কারা পাবেন না এই সুবিধা জেনে নিন।

❖  Related Articles

PM Kisan Yojana টাকা কারা পাবেন এবং কারা পাবেন না?

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল X হ্যান্ডেলে (পূর্বে Twitter) জানিয়েছেন, যে সকল কৃষকেরা eKYC প্রক্রিয়া সম্পন্ন করেননি তারা এই যোজনার সুবিধাও পাবেন না। এমন পরিস্থিতিতে এই প্রকল্পের সুবিধা পেতে হলে eKYC এবং জমি যাচাই করা অবশ্যই প্রয়োজন। যদি আপনি তা করতে ব্যর্থ হন তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন এবং যারা এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে নীচে দেওয়া স্ট্যাটাস চেক করার পদ্ধতি অনুসরণ করে একবার স্ট্যাটাস চেক করে নেওয়াই ভালো, eKYC করা আছে কি না?

কিভাবে প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন?

PM Kisan Yojana eKYC Status Check করার জন্য আপনাকে নিজের স্টেপ গুলি অনুসরণ করতে হবে –

  • প্রথমে PM Kisan Yojana এর অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ যেতে হবে।
  • এরপর Know Your Status অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর Registration Number পূরণ করতে হবে।
  • এরপর ক্যাপচা কোড লিখে Get OTP বোতামে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার এই প্রকল্পে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি লিখে সাবমিট করতে হবে।
  • এরপর আপনার স্ক্রিনে স্ট্যাটাস দেখতে পাবেন।

কিভাবে Registration Number বের করবেন, তা জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন » Kisan Credit Card – এবার কেন্দ্র সরকারের এই স্কিমে কৃষকরা ব্যাঙ্ক থেকে স্বল্পসুদে পাবেন ঋণ! কীভাবে আবেদন করবেন জানুন

কিভাবে PM Kisan Yojana eKYC করবেন?

  • প্রথমে PM Kisan Yojana এর অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in -এ যেতে হবে।
  • এরপর e-KYC অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার আধার নম্বর লিখে Search বোতামে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখে Get Mobile OTP বোতামে ক্লিক করতে হবে।
  • এরপর মোবাইল নম্বরে চার সংখ্যার একটি OTP আসবে, সেটি লিখে Submit OTP বোতামে ক্লিক করতে হবে।
  • এরপর Get Aadhaar OTP বোতামে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার পর আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ছয় সংখ্যার একটি OTP আসবে, সেটি লিখে Submit করতে হবে।
  • Submit এ ক্লিক করলে আপনার eKYC সম্পন্ন হবে।

আরও পড়ুন » ৬০ বছর পেরোলে সত্যিই বন্ধ হয়ে যাবে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’ টাকা আসা? জানিয়ে দিল রাজ্য সরকার

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

1 thought on “PM Kisan Yojana – প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের টাকা আপনি কি আদৌ পাবেন? মাত্র 2 মিনিটে অনলাইনে স্ট্যাটাস চেক করুন”

Leave a Comment

JoinJoin