Kisan Credit Card – এবার কেন্দ্র সরকারের এই স্কিমে কৃষকরা ব্যাঙ্ক থেকে স্বল্পসুদে পাবেন ঋণ! কীভাবে আবেদন করবেন জানুন

PM Kisan Credit Card Scheme: কেন্দ্র সরকার কৃষকদের সুবিধার্থে বিগত কয়েক বছর ধরে বেশ কিছু নতুন নতুন প্রকল্প চালু করেছে। এরকম একটি প্রকল্প হলো কিষাণ ক্রেডিট কার্ড স্কিম (Kisan Credit Card Scheme / KCC Scheme)। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের কম সুদের হারে ঋণ দেওয়া হয়ে থাকে। ১৯৯৮ সালে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) চালু করেছিল কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ড কৃষকদের স্বল্পমেয়াদে ঋণ দেয়। কৃষকরা সহজেই ঋণ নিয়ে কৃষি উপকরণ যেমন বীজ, সার, কীটনাশক কিনতে পারবেন।

Kisan Credit Card স্কিমের সুবিধা

এমনকি কৃষি যন্ত্রপাতি কেনা এবং অন্যান্য খরচ কভার করার জন্যও ঋণ পাওয়া যায়। এই স্কিমের বিশেষত্ব হল ১.৬ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়, তাও আবার কোনোপ্রকার গ্যারান্টি ছাড়াই। এখন এই প্রকল্পটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির (PM Kisan Samman Nidhi Yojana) সঙ্গে যুক্ত। কৃষকরা এই কিষাণ ক্রেডিট কার্ডের অধীনে বার্ষিক ৭ শতাংশ হারে ঋণ পেয়ে থাকেন। যদি কৃষকরা সময়মতো ঋণ পরিশোধ করেন, তবে তিন শতাংশ ছাড় পাবেন এই প্রকল্পের অধীনে, অর্থাৎ মাত্র ৪ শতাংশ হারে ঋণ পাওয়া যাবে।

❖  Related Articles

কিষাণ ক্রেডিট কার্ডের বৈধতা ৩ বছর

Kisan Credit Card এই প্রকল্পের অধীনে যেই ফসলের জন্য ঋণ দেওয়া হয়েছিল, সেই ফসল কাটার সময়ের উপর নির্ভর করেই ঋণ পরিশোধের সময়কাল ঠিক করা হয়। মূলত কিষাণ ক্রেডিট কার্ডের বৈধতা ৩ বছর। ফসল কাটার মরশুম শেষ হয়ে গেলে ঋণ পরিশোধ করা হয়। এই প্রকল্পে ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য জামানত প্রয়োজন হয় না। এই স্কিম হোল্ডাররা স্থায়ী অক্ষমতা বা মৃত্যুর ক্ষেত্রে ৫০ হাজার টাকা বিমা কভারেজ পান, এছাড়া অন্যান্য দুর্ঘটনার ক্ষেত্রে ২৫ হাজার টাকার কভার দেওয়া হয় এই প্রকল্পের অধীনে।

কোন ব্যাঙ্কগুলি কিষাণ ক্রেডিট কার্ড স্কিম অফার করে?

Which bank provides Kisan card? – কিষাণ ক্রেডিট কার্ড স্কিমের সুবিধা যেসমস্ত ব্যাংকগুলি প্রদান করে, সেগুলি হলো –

  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)
  • ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)
  • ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)
  • এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)
  • আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)
  • অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)
  • সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India)
  • ইউকো ব্যাঙ্ক (UCO Bank)
  • ইউনিয়ন ব্যাঙ্ক (Union Bank)
  • ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)
  • এছাড়াও আরো অন্যান্য ব্যাঙ্ক রয়েছে
PM Kisan Credit Card Scheme
PM Kisan Credit Card Scheme

কিষাণ ক্রেডিট কার্ড ঋণ পাওয়ার যোগ্যতা

কিষাণ ক্রেডিট কার্ড (Kisan Credit Card) প্রকল্পের অধীনে ঋণ পেতে ঋণগ্রহীতার বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৭৫ বছর হতে হবে, কৃষকের নিজস্ব জমি থাকতে হবে। এই প্রকল্পের অধীনে গোষ্ঠীঋণও পাওয়া যায়। ভাগচাষী, ভাড়াটিয়া কৃষক বা মৌখিক ঠিকা চাষিরাও এই প্রকল্পের মাধ্যমে ঋণ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হন। স্বনির্ভর গোষ্ঠী বা যৌথ দায়বদ্ধতা গোষ্ঠীও এই প্রকল্পের আওতায় ঋণ পেতে সক্ষম।

প্রয়োজনীয় নথি

কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে ঋণ পেতে যে যে প্রয়োজনীয় নথি লাগবে তা হলো –

  • আধার কার্ড,
  • প্যান কার্ড,
  • ভোটার আইডি,
  • ড্রাইভিং লাইসেন্স,
  • জমির দলিল,
  • আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি,
  • এছাড়াও অন্যান্য নথি, যেমন ব্যাঙ্কের অনুরোধ অনুযায়ী সিরিউরিটি পিডিসি লাগবে।

আরও পড়ুন » স্বাধীনভাবে ব্যবসা করবেন? আধার কার্ড থাকলেই পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত লোন! জানুন বিস্তারিত

অনলাইনে কিষাণ ক্রেডিট কার্ড আবেদন পদ্ধতি (Kisan Credit Card Apply Online)

যে ব্যাঙ্কের কিষাণ ক্রেডিট কার্ড স্কিমের জন্য আপনি আবেদন করতে চান –

  • প্রথমে সেই ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে কিষান ক্রেডিট কার্ডে ক্লিক করে ‘Apply New KCC’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার সামনে আলাদা একটি পেজ খুলবে,
  • যেখানে আপনাকে প্রয়োজনীয় বিবরণ সহ ফর্মটি পূরণ করে  ‘Submit Details’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে আবেদনের রেফারেন্স নম্বর পাঠানো হবে।
  • আপনি যোগ্য বলে বিবেচিত হলে ব্যাঙ্ক কয়েকদিনের মধ্যেই পরবর্তী প্রক্রিয়ার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করবে।

Kisan Credit Card Scheme এর সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনার নিকটবর্তী এই স্কিমের সুবিধা প্রদানকারী ব্যাংকের সাথে যোগাযোগ করুন। এছাড়া কিষাণ ক্রেডিট কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin