করোনা ভ্যাকসিন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট কিভাবে লিঙ্ক করবেন? জানুন সম্পূর্ন প্রক্রিয়া

বিদেশ যাওয়ার আগে নিজের পাসপোর্ট ভ্যাকসিন সার্টিফিকেটের সঙ্গে লিঙ্ক করুন (Passport Link With Vaccination Certificate)। এটি এক ধরনের বৈধ যাচাই যা দেখায় যে বিদেশ ভ্রমণকারী নাগরিককে COVID-19 ভাইরাসের বিরুদ্ধে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে।

যেকোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে আপনাকে এটি দেখতে হবে। করোনা এড়াতে সমস্ত দেশ তাদের দেশে করোনা ভাইরাস টিকাপ্রাপ্ত ব্যাক্তিদের প্রবেশের অনুমতি দিচ্ছে। তাই এটি গুরুত্বপূর্ন যে আপনাকে আপনার পাসপোর্টের সঙ্গে করোনা ভ্যাকসিন সার্টিফিকেট লিঙ্ক করতে হবে, তবেই আপনার বিদেশ ভ্রমণে কোনো সমস্যা হবে না।

যদি আপনাকে আগামী মাসগুলোতে বিদেশ ভ্রমণ করতে হয়, তবে আপনাকে প্রথমে সম্পূর্ন টিকা নিতে হবে এবং তারপর আপনার ভ্যাকসিন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক করতে হবে। আপনি নিচের স্টেপগুলো ফলো করে খুব সহজে আপনি আপনার ভ্যাকসিন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক (Passport Link With Vaccination Certificate) করতে পারবেন…

How To Link Passport with Vaccination Certificate in Bengali 2023

Covid Vaccine Certificate Link Passport | Passport Link With Vaccination Certificate

  1. সবার প্রথমে আপনাকে cowin.gov.in -এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে,
  2. এরপর “Register / Sign in” অপশনে ক্লিক করুন,
  3. এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখে Login করুন,
  4. লগইন করার পর “Raise an issue” অপশনে ক্লিক করুন,
  5. আবার Raise an issue অপশনে ক্লিক করুন,
  6. ক্লিক করার পর অনেকগুলি অপশন দেখতে পাবেন, এর মধ্যে “Add Passport Details to my vaccination certificate” অপশনে ক্লিক করুন,
  7. এরপর Member Name দেখতে পাবেন, এখানে আপনার জন্ম তারিখ এবং পাসপোর্ট নম্বর লিখে Submit Request অপশনে ক্লিক করুন,
  8. ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ পাবেন যে আপনার ভ্যাকসিন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক হয়ে গেছে,
  9. এরপর এই পাসপোর্ট লিংকড ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে।

Important Links

Official WebsiteClick Here
Join Our Telegram ChannelJoin Now

এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করে নিন

আধার কার্ডের ঠিকানা পরিবর্তন কোনো ডকুমেন্টস ছাড়াই

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin