Ola নাকি Ather? কোন ইলেকট্রিক স্কুটার আপনার জন্য উপযুক্ত? দেখে নিন দাম ও ফিচারের তুলনা

Published on:
Ola s1 pro vs Ather 450x

Ola S1 Pro VS Ather 450X : বৈদ্যুতিক স্কুটার এখন মানুষের নিত্যদিনের সঙ্গী। সে অফিস যাওয়া হোক কি ডেলিভারি কাজ, কিংবা ঘুরতে যাওয়া, সবেতেই মানুষের প্রথম পছন্দের তালিকায় রয়েছে বৈদ্যুতিক স্কুটার। পেট্রোলের দাম যে হারে বেড়ে চলেছে সেক্ষেত্রে এই বৈদ্যুতিক যানবাহনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।তাই দিনে দিনে ক্রমাগত বেড়ে চলেছে বৈদ্যুতিক স্কুটারের চাহিদাও। আর এই চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানী তাদের স্কুটার লঞ্চ করেছে, তবে বর্তমান সময়ে বাজার কাঁপাচ্ছে ব্যাটারি চালিত দুটি স্কুটার যথাক্রমে Ola S1 Pro এবং Ather 450X, এই দুই স্কুটার একবার চার্জ দিলেই আপনি নিশ্চিন্ত। নেই তেল ভরার কোনো ঝামেলা। আবার তার উপর ফোনের সঙ্গে কানেক্টও করা যায় এই ধরনের স্কুটি। তবে এখন প্রশ্ন কোন স্কুটারে ভালো রেঞ্জ ও বৈশিষ্ট্য রয়েছে? (Ola S1 Pro VS Ather 450X) আজ আমরা এই দুই স্কুটারের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে চলেছি। আসুন জেনে নেওয়া যাক। 

- Advertisement -
বৈশিষ্ট্যOLA S1 ProAther 450X
ব্যাটারি ক্যাপাসিটি4 kwh3.7 kwh
রেঞ্জ180 কিলোমিটার150 কিলোমিটার
টপ স্পীড120 km/h90 km/h
চার্জিং সময়6.5 ঘণ্টা8.3 ঘণ্টা
ব্রেকিংডবল ডিস্ক ব্রেকডবল ডিস্ক ব্রেক
ডিসপ্লে7 ইঞ্চি টাচস্ক্রিন7 ইঞ্চি টাচস্ক্রিন
ব্লুটুথ কানেক্টিভিটিরয়েছেরয়েছে
স্মার্টফোন সাপোর্টঅ্যাপ কানেক্টিভিটিঅ্যাপ কানেক্টিভিটি
ব্যাটারি ওয়ারেন্টি5 বছর5 বছর
আন্ডার সিট স্টোরেজ34 লিটার22 লিটার
লাইটিংLED হেডলাইটLED হেডলাইট

Ola S1 Pro বনাম Ather 450X এর রেঞ্জ এবং ব্যাটারি প্যাক (Ola S1 Pro VS Ather 450X)

Ola S1 Pro : ওলা ইলেকট্রিকের টপ মডেল হলো S1 Pro । এই স্কুটারে ব্যাটারি প্যাক রয়েছে 4 kwh, যা একবার সম্পুর্ণ চার্জে 195 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এছাড়াও স্কুটার্টিতে রয়েছে একাধিক রাইডিং মোড। সেই অনুযায়ী রেঞ্জ কমবেশি হয়। স্কুটির সঙ্গে পাওয়া যাবে পোর্টেবল 750W চার্জার। এই ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় সাড়ে ছয় ঘণ্টা।

Ola S1 Pro
Ola S1 Pro

Ather 450X : ওলাকে জোর টক্কর দেবে আথার 450X স্কুটার। এই স্কুটারে আপনি পাবেন দুই ধরণের ব্যাটারি প্যাক যথাক্রমে 3.7 kwh এবং 2.9 kwh এর ব্যাটারি প্যাক। 3.7 kwh ব্যাটারি প্যাক একবার সম্পূর্ণ চার্জে রেঞ্জ দিতে পারে 150 কিলোমিটার পর্যন্ত এবং 2.9 kwh ব্যাটারি প্যাক একবার সম্পূর্ণ চার্জে রেঞ্জ দিতে পারে 111 কিলোমিটার। এই স্কুটারের ব্যাটারি চার্জ হতে সময় নেয় 4 ঘণ্টা 30 মিনিট।

- Advertisement -
Ather 450X
Ather 450X

আরও পড়ুন » Electric Scooter – বাজাজ, টিভিএসকে টেক্কা! বাজারে এলো সবচেয়ে সস্তার ইলেকট্রিক স্কুটার, দাম শুনলে চমকে যাবেন

- Advertisement -

এই দুই তথের ভিত্তিতে বলা যায় যে, Ola S1 Pro রেঞ্জের দিক দিয়ে কিছুটা এগিয়ে রয়েছে। আরেকটি বিষয় হলো এই দুই বৈদ্যুতিক স্কুটারের ব্যাটারি ওয়ারেন্টি পাওয়া যাবে 5 বছর। এবার আসা যাক এই দুই বৈদ্যুতিক স্কুটারের দাম কেমন সেই সম্পর্কে। চলুন জেনে নিই।

Ola S1 Pro বনাম Ather 450X এর দাম কত?

Ola S1 Pro : ওলার এই বৈদ্যুতিক স্কুটারটির এক্স-শোরুম দাম 1.47 লাখ টাকা থেকে শুরু হচ্ছে।

Ather 450X : আথারের এই স্কুটারের 3.7 kwh ব্যাটারি প্যাকযুক্ত স্কুটারের দাম 1.46 লাখ টাকা এবং 2.7 kwh ব্যাটারি প্যাকের দাম 1.39 লক্ষ টাকা।

আরও পড়ুন » হাত খরচের টাকা দিয়েই নিয়ে যান টপ মাইলেজের স্কুটি, সুযোগ হাতছাড়া করবেন না

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm Saheb, a content writer in education and government schemes. I research, write, and edit articles on education and government schemes, presenting complex information clearly. I'm passionate about creating engaging, informative content that educates. In my free time, I read, travel, and spend time with loved ones. I'm always learning. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush