নতুন প্যান কার্ড আবেদন করেছেন কিন্তু আসতে দেরি হচ্ছে! এইভাবে করুন স্ট্যাটাস চেক

Updated on:
PAN Card Status Check 2023

PAN Card Status Check: যদি আপনি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করে থাকেন কিন্তু আপনি জানতে পারছেন না যে আপনার প্যান কার্ড তৈরি হয়েছে কি না। তার জন্য আপনাকে চিন্তা করতে হবে না এখন আপনি এই পদ্ধতির মাধ্যমে প্যান কার্ড আবেদনের পর প্যান কার্ডের স্ট্যাটাস অনলাইনে চেক (PAN Card Status Check) করতে পারবেন। তার জন্য আপনাকে আমাদের এই প্রতিবেদনের স্টেপগুলি ফলো করতে হবে।

- Advertisement -

Aadhaar-PAN Card-DL হারানো, ভাঙার ঝামেলা শেষ! Digilocker এ সেভ করে রাখুন সমস্ত ডকুমেন্টস

NSDL থেকে প্যান কার্ডের স্ট্যাটাস চেক করুন

যদি আপনি NSDL থেকে আপনার প্যান কার্ডের জন্য আবেদন করে থাকেন, তবে আপনি নিচের এই স্টেপগুলো ফলো করে আপনার প্যান কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন –

- Advertisement -
  • প্রথমে আপনাকে NSDL -এর অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া আছে।
  • এরপর Application Type সিলেক্ট করতে হবে PAN – New / Change Request,
  • এরপর প্যান কার্ড আবেদন করার পর আপনি যে Acknowledgement Number পেয়েছিলেন সেটি লিখতে হবে,
  • এরপর ক্যাপচা কোড লিখে Submit বোতামে ক্লিক করতে হবে,
  • ক্লিক করার পর আপনি আপনার প্যান কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন।

UTI থেকে প্যান কার্ডের স্ট্যাটাস চেক করুন

যদি আপনি UTI থেকে আপনার প্যান কার্ডের জন্য আবেদন করে থাকেন, তবে আপনি নিচের স্টেপগুলো ফলো করে আপনার প্যান কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন –

- Advertisement -

Swasthya Sathi Card: স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করুন, জেনে নিন বিস্তারিত পদ্ধতি।

  • আমি আপনাকে UTI এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
  • এরপর কুপন নম্বর বা প্যান নম্বর এবং জন্ম তারিখ লিখতে হবে,
  • এরপর ক্যাপচা কোড লিখে Submit বোতামে ক্লিক করতে হবে,
  • ক্লিক করার পর আপনার সামনে প্যান কার্ডের স্ট্যাটাস প্রদর্শিত হবে।

Important Links

NSDL PAN Card Status CheckClick Here
UTI PAN Card Status CheckClick Here
Join Telegram ChannelJoin Now

এখন বাড়িতে বসে আধার কার্ড সংশোধন করুন। আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই।

মাত্র 10 মিনিটে বানিয়ে নিন নতুন PAN CARD, জেনে নিন কিভাবে ?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush