কলকাতা পুলিশে অষ্টম শ্রেণী পাশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন ফর্ম ডাউনলোড করুন

KP Recruitment 2023 : কলকাতা পুলিশে অষ্টম শ্রেণী পাশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে কলকাতা পুলিশে চাকরির বিরাট সুযোগ। সম্প্রতি কলকাতা পুলিশের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নূন্যতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় পুরুষ চাকরির প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে Kolkata Police Recruitment 2023 নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নীচে বিস্তারিতভাবে দেওয়া হলো।

তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক এখানে আবেদন করার পদ্ধতি সহ নিয়োগের বিস্তারিত তথ্য। পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে। প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন বুঝবেন তারপর নিজ দায়িত্বে আবেদন করবেন।

Advertisement No.TRP/Recruit/01/2023
নিয়োগকারী সংস্থা/ বোর্ডOffice of the Commissioner of Police, Kolkata
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদন শেষ৯ অক্টোবর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.kolkatapolice.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

KP Recruitment 2023

পদের নাম

  • Police Driver

মোট শূন্যপদের সংখ্যা

এই পদে মোট ৪১২ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

  • এই পদে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
  • পাশাপাশি গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং গাড়ি চালানোর লাইসেন্স (Driving Licence) অবশ্যই থাকতে হবে।
  • এছাড়াও কোনো সংস্থাতে কমপক্ষে ৩ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ০১.০৯.২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

বেতন

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ১৩,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন?

  • আগ্রহী প্রার্থীদের এখানে আবেদন করার জন্য কোনো অনলাইন সুবিধা নেই, তাই সম্পূর্ন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন করার জন্য প্রথমে www.kolkatapolice.gov.in ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে (আপনাদের সুবিধার্থে নীচে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হয়েছে)।
  • তারপর বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
  • তারপর আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কপি সংযুক্ত করতে হবে।
  • তারপর একটি মুখ বন্ধ খামে ভরে খামের ওপর “APPLICATION FOR THE POST OF POLICE DRIVER (CONTRACTUAL)/DRIVER (CONTRACTUAL)”, 2023 এই লেখাটি উল্লেখ করে দিতে হবে।
  • তারপর নীচে দেওয়া ঠিকানায় ড্রপ বক্সে আবেদনপত্রটি জমা করতে হবে।
  • বাই পোস্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Police Training School, 247, A. J. C. Bose Road, Kolkata 700 027

প্রয়োজনীয় ডকুমেন্টস 

নিচের সমস্ত ডকুমেন্টের জেরক্স কপিতে নিজের সিগনেচার করে আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে –

  • পরিচয়পত্র (আধার কার্ড/ প্যান কার্ড/ ভোটার কার্ড/ পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স)
  • ঠিকানার প্রমাণপত্র (আধার কার্ড/ প্যান কার্ড/ ভোটার কার্ড/ পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স/ ইলেকট্রিক বিল / ব্যাঙ্ক পাশবুক)
  • বয়সের প্রমাণপত্র (বার্থ সার্টিফিকেট / আধার কার্ড/ প্যান কার্ড/ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স)
  • ড্রাইভিং লাইসেন্স
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
  • Self attested সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি

ইন্টারভিউয়ের সময় অরিজিনাল ডকুমেন্টগুলি সঙ্গে করে নিয়ে যেতে হবে আবেদনকারী প্রার্থীদের।

নির্বাচন প্রক্রিয়া

ড্রাইভিং টেস্ট (২০ নম্বর), ইন্টারভিউ (২০ নম্বর), মেডিক্যাল পরীক্ষা, ক্যারেক্টার ভেরিফিকেশন এবং এগ্রিমেন্ট/কনট্র্যাক্ট এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে এই পদে।

আবেদন ফি

কোনো আবেদন ফি লাগবে না।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত৩০.০৯.২০২৩
আবেদন শুরু৩০.০৯.২০২৩
আবেদন শেষ০৯.১০.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Kolkata Police Recruitment 2023)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন ফর্মDownload Form
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.kolkatapolice.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

আরও পড়ুন »

Leave a Comment

JoinJoin