Aadhaar Card Lost – হারিয়ে ফেলেছেন আধার কার্ড? নম্বরও মনে নেই? কিভাবে নতুন কার্ড পাবেন জেনে নিন উপায়

Aadhaar Card Lost – আমরা সবাই জানি যে, আধার কার্ডের গুরুত্ব কতটা? ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্যান কার্ড, রেশন কার্ড এবং অন্যান্য জিনিসের সঙ্গে লিঙ্ক করা এবং অন্যান্য দরকারি কাজের ক্ষেত্রে এই অনন্য ১২ সংখ্যার আধার কার্ডের গুরুত্ব প্রতিটি দেশবাসীর জীবনে খুবই অপরিসীম। আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে আপনি কোন সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। সেইসঙ্গে আপনার যে কোন গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় বা ছিঁড়ে বা নষ্ট হয়ে যায় এবং আপনি আধার নাম্বারটি কোথাও সেভ করে রাখেন নি অথবা মনে না থাকে, তাহলে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। যদিও আপনাকে চিন্তার কোনো দরকার নেই। আধার কার্ড হারিয়ে গেলেও তা আবার নতুন করে পাওয়া যাবে। কিভাবে পাবেন তা জেনে নিন।

আপনাকে বলে রাখাই ভালো, আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক থাকা আবশ্যক।

কিভাবে আধার কার্ডের নম্বর পাবেন ?

যদি আপনি আপনার আধার কার্ড হারিয়ে ফেলেছেন এবং আধার কার্ডের নাম্বার জানেন না তাহলে আপনাকে নিচের স্টেপগুলি ফলো করতে হবে এবং প্রথমে আধার নাম্বার বের করতে হবে।

  • প্রথমে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর Retrieve EID / Aadhaar number অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর আপনার পুরো নাম এবং আধার লিংকড মোবাইল নম্বর লিখতে হবে।
  • তারপর ক্যাপচা কোড লিখে Send OTP বোতামে ক্লিক করতে হবে।
  • আপনার আধার লিংকড মোবাইল নম্বরে একটি OTP কোড আসবে, সেটি খালি জায়গাতে লিখে Submit করতে হবে।
  • Submit করার পর আপনার আধার লিংকড মোবাইল নম্বরে আপনার ১২ সংখ্যার আধার নম্বর মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন।

আধার নম্বর বের করার পর এবার কিভাবে নতুন আধার কার্ড পাবেন জেনে নিন।

আরও পড়ুন » ১ ডিসেম্বর থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই জনপ্রিয় সুবিধা বন্ধ হচ্ছে, PNB গ্রাহক হলে অবশ্যই দেখুন

কিভাবে নতুন আধার কার্ড পাবেন ?

  • প্রথমে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর Login অপশনে ক্লিক করতে হবে।
  • আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখে Send OTP বোতামে ক্লিক করতে হবে।
  • তারপর আপনার আধার লিংকড মোবাইল নম্বরে একটি OTP কোড আসবে, সেটি খালি জায়গাতে লিখে Submit করতে হবে।
  • তারপর Download Aadhaar অপশনে ক্লিক করে Download অপশনে ক্লিক করতে আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইল বা কম্পিউটারে।
  • ডাউনলোড করা আধার কার্ডটি প্রিন্ট আউট বের করে আগের মতো ব্যবহার করতে পারবেন।
PVC Aadhar Card Order Process in Bengali 2022

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin