শুধুমাত্র মাধ্যমিক পাশে ভারতীয় নৌবাহিনীতে কর্মী নিয়োগ | Indian Navy Syrang of Lascars Recruitment 2022

Indian Navy Syrang of Lascars Recruitment 2022 : আপনি কি শুধুই মাধ্যমিক পাশ একজন বেকার চাকরিপ্রার্থী? কোনো উচ্চতর ডিগ্ৰি না থাকার কারণে অনেকদিন ধরে একটা স্থায়ী ও সন্মানীয় পদে সরকারি চাকরির খোঁজ করছেন কিন্তু কোনো ভাবেই চাকরির খোঁজ মিলছে না? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আমরা নিয়ে এসেছি এক দুর্দান্ত চাকরির খোঁজ নিয়ে। কেন্দ্রীয় সরকারের অধীনে ভারতীয় নৌবাহিনী তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সারা ভারতের যে কোনো প্রান্ত থেকে মাধ্যমিক পাশ বেকার চাকরিপ্রার্থী এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আসুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই নিয়োগের বিষয়ে বিস্তারিত।

শূন্য পদের নাম

শূন্য পদের নাম হল – Syrang of Lascars

মোট শূন্য পদ

মোট শূন্য পদ হল – 8 (Eight)

শিক্ষাগত যোগ্যতা

ভারতীয় নৌবাহিনীতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীর যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা হতে হবে। সেই সঙ্গে সরকার অনুমোদিত Syrang কোর্সের সার্টিফিকেট থাকাও আবশ্যিক। এছাড়া আবেদনকারী প্রার্থীর যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে সর্বনিম্ন 2 বছর Syrang-in-charge পদে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী SC/OBC/PwBD আবেদনকারীরা বয়সের ছাড় পাবেন।

আরও পড়ুন

IBPS এর মাধ্যমে দেশের বিখ্যাত 11 টি ব্যাঙ্কে 710 টি পদে কর্মী নিয়োগ, শীঘ্রই আবেদন করুন | IBPS SO Recruitment 2022

মাধ্যমিক পাশে ইন্টেলিজেন্স ব্যুরো-তে প্রচুর চাকরির সুযোগ, আবেদন করুন এক্ষুনি | IB Recruitment 2022

আবেদনের পদ্ধতি

কেন্দ্রীয় সরকার অধীনস্থ ভারতীয় নৌবাহিনী নিয়োগে জন্য আবেদন করার কোনো অনলাইন আবেদনের ব্যাবস্থা নেই, তাই আপনাকে আবেদন করার জন্য  অফলাইনের মাধ্যমে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। যেভাবে করতে হবে সেই প্রক্রিয়াগুলো হল –

  1. সবার প্রথমে আপনাকে এই আর্টিক্যালের শেষে একটি অফিসিয়াল নোটিফিকেশন পাবেন, আপনাকে সেটি প্রথমে ডাউনলোড করতে হবে,
  2. তারপর, সেই নোটিফিকেশনের মধ্যে এই দপ্তরে কর্মী নিয়োগের আবেদন পত্র পাবেন, সেটিকে A4 সাইজের সাদা কাগজে প্রিন্ট বের করে নিতে হবে,
  3. এরপর আবেদনপত্রটিকে নিজের যাবতীয় তথ্য, যেমন নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, কাস্ট স্ট্যাটাস, ঠিকানা, আধার নাম্বার, বৈধ ও স্বক্রিয় মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি ইত্যাদি তথ্য লিখে আবেদনপত্রটি ফিলাপ করুন,
  4. তারপর, অফিসিয়াল নোটিফিকেশনের ম্যাপ অনুযায়ী একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো নির্দিষ্ট স্থানে বসিয়ে দেবেন এবং সেই সঙ্গে সিগনেচারের জায়গায় সিগনেচার করে দেবেন,
  5. সবশেষে, আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টসের এক কপি করে জেরক্সে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সঙ্গে পিন দিয়ে আটকে একটি খামের ভেতর ঢুকিয়ে খামের উপর ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন। আবেদনপত্র পাঠানোর ঠিকানাটি অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ রয়েছে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির জেরক্স কপি যুক্ত করে পাঠাতে হবে, সেগুলি হল –

  1. আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট
  2. আধার কার্ড
  3. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  4. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের মার্কশিট সহ অন্যান্য সব পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট
  5. পাসপোর্ট সাইজের ফটো

নিয়োগ প্রক্রিয়া

এই দপ্তরে আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর প্রার্থীদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। এই লিস্টটি আপনারা এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের প্রথমে একটি 100 নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের একটি মেডিকেল টেস্ট ও স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এখানেও যারা উত্তীর্ণ হবেন তাদের ই-মেইল করে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। সবশেষে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা

ভারতীয় নৌবাহিনীর শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া আগামী 06/11/2022 পর্যন্ত চলবে।

আরও পড়ুন

Paytm BC Agent Registration Start 2022: Paytm BC Agent আবার রেজিস্ট্রেশন শুরু, কিভাবে পাবেন দেখুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin