মাধ্যমিক পাশে ইন্টেলিজেন্স ব্যুরো-তে প্রচুর চাকরির সুযোগ, আবেদন করুন এক্ষুনি | IB Recruitment 2022

IB Recruitment 2022 : আপনি কি মাধ্যমিক পাশ? অনেকদিন ধরে ভালো কোনো চাকরির সন্ধানে রয়েছেন ? তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন। এবার মাধ্যমিক পাশে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) -এর অধীনে থাকা ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau) অর্থাৎ গোয়েন্দা দপ্তরে সরাসরি কয়েক হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। দেশের যেকোন প্রান্তের প্রার্থীরা এই নিয়োগে অংশ নিতে পারবেন। যোগ্য প্রার্থীদের সরাসরি নিযুক্ত করা হবে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বিভিন্ন রাজ্যের গোয়েন্দা শাখার অফিসে। আসুন তাহলে আর দেরি না জেনে নেওয়া যাক এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি তথ্য।

IB Recruitment 2022 – মোট শূন্য পদ

মোট শূন্য পদ হল 1671 টি

পদ – A

পদের নাম

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / এক্সিকিউটিভ (Security Assistant / Executive)

শূন্যপদ

মোট শূন্য হল 1521 টি

পদ – B

পদের নাম

মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff)

শূন্যপদ

মোট শূন্য পদ হল 150 টি

মাসিক বেতন

মাসিক বেতন 21,700/- থেকে 69,100/- টাকা পর্যন্ত

বয়সসীমা

উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স 18 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে। 

তপশীলি জাতী, তপশীলি উপজাতি এবং ওবিসি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

আবেদন পদ্ধতি

  1. এই চাকরির ক্ষেত্রে আবেদনকারীকে শুধুমাত্র অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। কোনো রকম অফলাইন মাধ্যমের সুবিধা নেই।
  2. একজন আবেদনকারী উল্লেখিত পদের মধ্যে শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
  3. আবেদন করার জন্য আবেদন প্রার্থীকে অনলাইন সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে (www.ncs.gov.in) অথবা (www.mha.gov.in) গিয়ে যাবতীয় তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।
  4. তারপর পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং সিগনেচার নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
  5. তারপর আবেদন ফি জমা করে সাবমিট বোতামে ক্লিক করতে হবে।
  6. তারপর আবেদন সাবমিট করার পর আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  1. আধার কার্ড বা ভোটার কার্ড
  2. নিজের ঠিকানার প্রমাণপত্র
  3. বয়সের প্রমাণপত্র
  4. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  5. জাতিগত সংসাপত্রের প্রমাণপত্র, ইত্যাদি।

নিয়োগ পদ্ধতি

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষা কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে তা সংশ্লিষ্ট দফতর মারফৎ নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করে সফল এবং যোগ্য প্রার্থীদের ইন্টার্ভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। তারপর যাবতীয় ডকুমেন্টস ভেরিফিকেশনের পর সব শেষে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।

আবেদনের সময়সীমা

IB Recruitment 2022: উল্লেখিত পদের জন্য 25/11/2022 তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

More Job NewsClick Here
Join Telegram ChannelJoin Now

আরও পড়ুন

IBPS এর মাধ্যমে দেশের বিখ্যাত 11 টি ব্যাঙ্কে 710 টি পদে কর্মী নিয়োগ, শীঘ্রই আবেদন করুন | IBPS SO Recruitment 2022

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin