HeadQuarters Southern Command এর তরফে গ্রুপ C পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নীচে বিস্তারিতভাবে দেওয়া হলো।
তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক এখানে আবেদন করার পদ্ধতি সহ নিয়োগের বিস্তারিত তথ্য। পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে। প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।
Advertisement No. | – |
নিয়োগকারী সংস্থা/ বোর্ড | HeadQuarters Southern Command |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ০৮.১০.২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.hqscrecruitment.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
Indian Army Recruitment 2023
পদের নাম
এখানে মোট ৬ ধরনের পদে গ্রুপ C কর্মী নিয়োগ করা হবে, পদগুলি হলো –
- MTS (Messenger)
- MTS (Daftary)
- Cook
- Washerman
- Mazdoor
- MTS (Gardener)
মোট শূন্যপদের সংখ্যা
এখানে সব মিলিয়ে মোট ২৪ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা হলো –
পদের নাম | শূন্যপদ |
MTS (Messenger) | ১৩ টি |
MTS (Daftary) | ৩ টি |
Cook | ২ টি |
Washerman | ২ টি |
Mazdoor | ৩ টি |
MTS (Gardener) | ১ টি |
শিক্ষাগত যোগ্যতা
উপরের পদগুলিতে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে আবেদনকারী প্রার্থীদের। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা
বয়স হতে হবে নূন্যতম ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন
MTS (Messenger/ Daftary/ Gardener), Washerman , Mazdoor পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
এবং Cook পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন? (Indian Army Recruitment 2023 Apply Process)
- আবেদন করতে হবে অনলাইনে (Online)।
- আবেদন করার জন্য www.hqscrecruitment.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পূর্ন হবে।
নির্বাচন প্রক্রিয়া
- Document Verification (Screening)
- Written Exam
- Skill Test
- Medical Examination
- Interview
আবেদন ফি
কোনো আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৫.০৯.২০২৩ |
আবেদন শুরু | ১৮.০৯.২০২৩ |
আবেদন শেষ | ০৮.১০.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📝 আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.hqscrecruitment.in |
🔥 হোয়াটসঅ্যাপ চ্যানেল | Follow Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
আরও পড়ুন »