2023 সালের ছুটির তালিকা প্রকাশ করলো সরকার, এখনই দেখে নিন কবে কবে ছুটি পেতে চলেছেন

Updated on:
government has published the list of holidays of 2023

খুব শীঘ্রই 2022 সাল শেষ হতে চলেছে। আর তারপরই শুরু হবে নতুন বছর 2023 সাল। আর নতুন বছর মানেই পুজো–পার্বণ, উৎসব, মেলা, ভ্রমণে যাওয়া এবং আরও নানান ধরনের পরিকল্পনা করা থাকে। তবে শুধু পরিকল্পনা করে রাখলে তো হবে না, এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথেষ্ট ছুটির প্রয়োজন। তাই কবে কোন ছুটি রয়েছে তা জানার জন্য একটিই মাত্র ভরসা হলো ক্যালেন্ডার। আর তাই রাজ্য সরকারি কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে নতুন বছরের ক্যালেন্ডার ছুটির তালিকা প্রকাশ্যে আনা হলো। রাজ্যের এই প্রকাশিত ক্যালেন্ডারে উল্লেখ করা হয়েছে যে কতগুলি ছুটি এবং কি কি কারণে ছুটি থাকতে চলেছে।

- Advertisement -

নতুন বছরে ছুটির তালিকার বিস্তারিত জানতে আপনাকে এই আর্টিক্যালটি শেষ পর্যন্ত অবশ্যই পড়তে হবে।

Awas Plus : বাড়ির স্ট্যাটাস চেক করুন, সার্ভের পর আপনার নাম উঠলো কিনা! দেখুন…

- Advertisement -

2023 সালের ছুটির তালিকা প্রকাশ হলো

চলুন তবে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী 2023 সালে কোন মাসে কতগুলি ছুটি রয়েছে।

- Advertisement -

জানুয়ারি : জানুয়ারি মাসে রবিবার বাদে 4 দিন ছুটি থাকতে চলেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান।

ফেব্রুয়ারি : ফেব্রুয়ারি মাসেও রবিবার বাদে 2 দিন ছুটি থাকতে চলেছে রাজ্য সরকারি প্রতিষ্ঠান।

মার্চ : এই মাসেও ফেব্রুয়ারি মাসের মতো রবিবার বাদে 2 দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

এপ্রিল : এই মাসে রবিবার বাদে 6 দিন ছুটি পাবেন রাজ্য সরকারের অধীনে কর্মীরা।

মে : এই মাসে মাত্র 3 দিন ছুটি পেতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের আওতায় কর্মরত কর্মীরা।

জুন : জুন মাসে রবিবার বাদে 2 দিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারের অধীনে কর্মীর

জুলাই : জুলাই মাসে 1 দিন ছুটি 

Reliance Scholarship: রিলায়েন্স স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান ৬ লক্ষ টাকা

আগস্ট : আগস্ট মাসে 2 দিন ছুটি

সেপ্টেম্বর : এই মাসে আগস্ট মাসের মতো একইভাবে 2 দিন ছুটি পাবেন রাজ্য সরকারের অধীনে কর্মরত ব্যাক্তিরা।

অক্টোবর : এই মাসে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে টানা ছুটি পাবেন রাজ্য সরকারের অধীনস্থ কর্মীরা, এমনটাই জানা গিয়েছে রাজ্য সরকারের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী। এই মাসে রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মীদের ছুটি দেওয়া হবে টানা 11 দিন।

নভেম্বর : আর নভেম্বর মাসে রাজ্য সরকারি কর্মীরা রবিবার বাদে 6 দিন ছুটি পাবেন।

ডিসেম্বর : রাজ্য সরকারের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী আগামী 2023 সালের ডিসেম্বর মাসে মাত্র 1 দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

নতুন বছরের শুরুতে সারা বছরের ছুটির তালিকা প্রকাশ্যে আনায় রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসির জোয়ারের বাঁধ ভেঙেছে।

আরও পড়ুন

SBI Zero Balance Account Open Instantly : অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন স্টেট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট

প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush