মাধ্যমিক পাশে কয়েক হাজার কনস্টেবল নিয়োগ, এক্ষুনি আবেদন করুন

কেন্দ্রীয় সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এর তরফে মাধ্যমিক পাশে প্রচুর কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গোটা দেশের যেকোনো প্রান্তের প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নামConstable (Tradement)
মোট শুন্য পদের সংখ্যা1284 টি(Male- 1220, Female- 64)
যেসমস্ত পদে নিয়োগ করা হবেTailor, Cobbler, Water Carrier, Cook, Waiter, Sweeper, Barbar, Washer Man
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা করা থাকতে হবে।
বয়স সীমাআবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।
বেতনভারত সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে 21,700 টাকা থেকে 69,100 টাকা বেতন দেওয়া হবে

রাজ্য জুড়ে অষ্টম পাশে হোমগার্ড নিয়োগ, আবেদন করুন এক্ষুনি

BSF Constable Recruitment

আবেদন পদ্ধতি – সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশনের সময় প্রার্টির নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ – উল্লেখিত পদের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের 30 দিনের মধ্যে আবেদন জানাতে হবে।

আরও পড়ুন : ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে বিপুল কর্মী নিয়োগ, আবেদন চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত

Official NoticeDownload
Apply NowClick Here
More Job UpdateClick Here
Join Telegram ChannelJoin Now
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment

Join Join