রাজ্য জুড়ে অষ্টম পাশে হোমগার্ড নিয়োগ, আবেদন করুন এক্ষুনি

Updated on:
Paschim Medinipur Homeguard Recruitment

রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে অষ্টম শ্রেণী পাশে হোম-গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

- Advertisement -

পদের নাম – হোম গার্ড (Home Guard)

মোট শুন্য পদের সংখ্যা – 100 টি

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা – নূন্যতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে। পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা লিখতে এবং বলতে জানতে হবে।

- Advertisement -

দৈহিক মাপযোগ – আবেদনকারী পুরুষের দৈহিক উচ্চতা নূন্যতম 160 সেন্টিমিটার এবং নূন্যতম ওজন 51 কেজি হতে হবে হবে। মহিলাদের ক্ষেত্রে নূন্যতম দৈহিক উচ্চতা হতে হবে 152 সেন্টিমিটার এবং নূন্যতম ওজন 44 কেজি হতে হবে।

বয়স সীমা – প্রার্থীর বয়স 18 থেকে 40 বছর হতে হবে।

বেতন – দৈনিক 565 টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র নিজেদের থানা থেকে সংগ্রহ করতে হবে। আবেদনপত্র পূরণ করে আধার কার্ড, ভোটার কার্ড সহ সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করে নিজেদের থানায় জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি – শারীরিক মাপযোগ, দৌড় এবং লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান – পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনী, কোতয়ালি, খড়গপুর লোকাল, ডেবরা, দাঁতন মোট আটটি থানায় নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ – আবেদন করতে হবে 17 ফেব্রুয়ারি 2023 এর মধ্যে । 

উচ্চমাধ্যমিক পাশে জেলায় জেলায় বন্ধন ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ, বেতন 20,700 টাকা

Important Links –

Official NoticeDownload
More Job UpdateClick Here
Join Telegram ChannelJoin Now

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush