Big Breaking – আবারও বদলাতে পারে মাধ্যমিক পরীক্ষার সময়

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আর তারপরই শুরু হতে চলেছে এই বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা (Madhyamik and HS Pariksha)। জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই দুটি পরীক্ষা হতে চলেছে। চলতি বছরের ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha)। এই পরীক্ষা চলবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। অপরদিকে চলতি বছরের ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Pariksha), যা চলবে ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত। হাতে গোনা কটাদিন, আর এর মাঝেই বদল ঘটেছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচির। 

ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নানান আপডেট এনেছে , যার মধ্যে রয়েছে বইতে এবং প্রশ্নপত্রের কিউআর কোড (QR Code) দেওয়া, অ্যাডমিট কার্ড দেওয়ার সময়, পরীক্ষার সময় পরিবর্তন প্রভৃতি। পরীক্ষা শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। আর এর মধ্যেই এক ধাক্কায় পরীক্ষার সময় অনেকটাই এগিয়ে আনা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিশেষত শিক্ষক শিক্ষিকারা। নতুন বছরে এই দুটি পরীক্ষার সময়ই এগিয়ে আনা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা সকাল ১১টা ৪৫ মিনিটের বদলে শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ১টায়।

❖  Related Articles

অপরদিকে এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা দুপুর ১২টার পরিবর্তে শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। গত ১৮ই জানুয়ারি নবান্নে, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক সংসদ এবং রাজ্য প্রশাসনের আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। শিক্ষক শিক্ষিকাদের (Teachers) একাংশ পরীক্ষার সময় পরিবর্তন নিয়ে বিরোধীতা করতে শুরু করে দিয়েছেন। শিক্ষক ও শিক্ষিকারা জানিয়েছেন যে, পরীক্ষার সময় এগিয়ে আসার ফলে নানা অসুবিধা তৈরি হবে। 

আরও পড়ুন » Madhyamik Exam – মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় ১০০ তে ১০০ পাওয়ার সহজ টিপস্! দেখে নিন এক ক্লিকেই

এই যেমন মূল পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষককে পরীক্ষার প্রশ্নপত্র নিতে ভোর ৬টার মধ্যে আসতে হবে থানায়। আর যেভাবে লাফিয়ে লাফিয়ে পারদ পতন হচ্ছে, সেক্ষেত্রে সকালে আসা বেশ কষ্টকর হবে। সকাল ৮টার মধ্যে প্রধান পরীক্ষা কেন্দ্রের অধীনে থাকা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র পৌঁছতে হবে। কোনো কারণে দেরি হলে পরীক্ষা শুরু করতে দেরি হয়ে যাবে। পরীক্ষার নতুন নিয়ম প্রসঙ্গে স্কুল শিক্ষক অনিমেষ হালদার বলেন, ‘আমাদের দক্ষিণ ২৪ পরগনার মন্দিবাজারের স্কুলের প্রধান শিক্ষক থাকেন সল্টলেকে। তাঁকে ভোর ৪টেয় বাড়ি থেকে বেরোতে হবে।’ 

আরও পড়ুন » মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে থেকে হাতে পাবে পরীক্ষার্থীরা? জানিয়ে দিল পর্ষদ

এমতাবস্থায় নিখিল বঙ্গ শিক্ষক সমিতি নিল এক বড় সিদ্ধান্ত। পরীক্ষার এই নতুন সূচি প্রত্যাহার করার দাবিতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, মধ্যশিক্ষা পর্ষদকে দিয়েছে স্মারকলিপি। অনেকেরই দাবি, পরীক্ষার সময় এগিয়ে আসার ফলে দূর দূরান্ত থেকে যে সমস্ত শিক্ষক এবং পড়ুয়া আসবেন তাদের পৌঁছাতে দেরী হতে পারে। আর তাছাড়া ঘন কুয়াশার কারণে ট্রেন লেট কিংবা বাতিল হলে মহা কেলেঙ্কারির সৃষ্টি হবে। শিক্ষক শিক্ষিকাদের দাবি, পরীক্ষার সময় যদি একান্তই এগিয়ে আনতে হয়, তবে ১০টা ৪৫ করা হোক। এখন দেখার বিষয় এই যে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কথায় পর্ষদ আলোকপাত করে কি না।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin