প্রত‍্যেক ঘরে ঘরে দেবে Airtel 5G পরিষেবা, হাইস্পিড ইন্টারনেট জলের দামে, মহা চিন্তায় Jio VI BSNL

এখন টেকনোলজি এগোচ্ছে খুব দ্রুত গতিতে। এখন 4G হলো অতীত, লঞ্চ হয়ে গিয়েছে Jio 5G এবং AirTel 5G পরিষেবা। এখন শুধু অপেক্ষা, কবে সবার কাছে পৌঁছতে পারে এই 5G পরিষেবা। ইতিমধ্যেই প্রতিটি টেলিকম সংস্থার মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছানোর টক্কর শুরু হয়েছে। Jio, Bharti Airtel 5G, VI যারা 5G ব্যান্ড নিয়েছে তারা সবাই যত দ্রুত সম্ভব গ্রাহকদের কাছে 5G পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।

Airtel 5G Coverage

জানা যাচ্ছে, ২০২৪ সালের মার্চের মধ্যে সারা দেশে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা Bharti Airtel এই 5G পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এরই মধ্যেই Airtel ২৫ টি শহরে 5G Plus পরিষেবা চালু করে দিয়েছে।

ওডিশায় Airtel 5G Plus পরিষেবা চালু করেছে। এয়ারটেলের তরফে জানানো হয়েছে যে, এই মুহূর্তে সেই রাজ্যের বাসিন্দারা যারা 5G Plus ব্যবহার করছেন তারা ২০ থেকে ৩০ গুণ ইন্টারনেট স্পিড পাচ্ছেন। ভুবনেশ্বরের বাসিন্দারা আপাতত 5G Plus প্ল্যান ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। এছাড়াও, Airtel তার নিজস্ব Private 5G Network আনতে Mahindra গ্রুপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

আর 5G পরিষেবা পেতে চাইলে পুরনো স্মার্টফোনে তা আর সম্ভব নয়। তাই সাম্প্রতিক সময়ে যে সকল মোবাইল ফোন কোম্পানিগুলো নতুন স্মার্টফোন লঞ্চ করছে প্রত্যেকটাই Airtel 5G সাপোর্টেড। যে সমস্ত পুরানো স্মার্টফোন মডেলগুলিতে এই বৈশিষ্ট্যগুলি উপলব্ধ নয়, তার মধ্যে বেশ কিছু স্মার্টফোনকে চিহ্নিত করা হয়েছে সেগুলোতে 5G সাপোর্টেড করে তোলার জন্য নতুন আপডেট করা হচ্ছে।

তবে এটা জানা যাচ্ছে যে, Xiaomi, Redmi এবং Poco-এর বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন Bharti Airtel 5G-এর Non-Standalone Networks (NSA) আপডেট নিতে সক্ষম। এখন দেখে নেওয়া যাক Xiaomi-এর কোন কোন  মডেলের স্মার্টফোনের  5G পরিষেবার জন্য নতুন আপডেট আসতে চলেছে।

Xiaomi Mi 10

Xiaomi Mi 10i

Xiaomi Mi 10T

Xiaomi Mi 10T Pro

Xiaomi Mi 11Lite NE

Xiaomi Mi 11T Pro

Xiaomi Mi 11Ultra

Xiaomi Mi 11X

Xiaomi Mi 11X Pro

Xiaomi 11i HyperCharge

রাজ্য সরকার কর্মই-ধর্ম প্রকল্পের অধীনে ২ লক্ষ যুবক-যুবতীদের থেকে দিচ্ছে মোটরবাইক ও স্কুটি। এইভাবে করুন আবেদন

Xiaomi Redmi 11Prime+5G

Xiaomi Redmi Note 10T

Xiaomi Redmi Note 10T 5G

Xiaomi Redmi Note 11ProPlus

Xiaomi Redmi K50i

Redmi Note 12 5G

Redmi Note 12 Pro+5G

বাড়িতে বসে ফ্রিতে APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে রুপান্তর করুন অনলাইনে

Poco F3 GT

Poco F4 5g

Poco M3 Pro 5G

Poco X4 Pro

তবে এয়ারটেল জানিয়েছে যে, এই আপডেট প্রক্রিয়াটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত গ্রাহকরা Existing Data Plan-এ Airtel 5G Plus-এর সুবিধা পাবেন। যারা বর্তমানে 4G প্ল্যান ব্যবহার করছেন তাদেরকে কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না। একবার 5G Plus পরিষেবা সারা দেশে চালু হলে, টেলিকম কোম্পানি একটি নতুন ট্যারিফ নিয়ে আসবে। তবে তারা জানিয়েছে, 4G-র তুলনায় তা কিছুটা বাড়বে। তবে জানা গেছে এটি মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকবে।

PAN Aadhaar Link মিনিটের মধ্যে হয়ে যাবে, আজই জেনে নিন অনলাইন প্রসেস

লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করুন আর পেয়ে যান প্রতি মাসে ৫০০ থেকে ১০০০ টাকা
Join Our Telegram ChannelJoin Now
Join Our WhatsApp GroupJoin Now

পিএম কিষাণের নিয়মে বড়ো পরিবর্তন। মানতে হবে এই ৪টি শর্ত। নাহলে পাওয়া যাবে না কিস্তির টাকা 

Medhashree Prakalpa: রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণা। প্রত্যেক ছাত্র-ছাত্রীরা পাবে ৮০০ টাকা

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin