রাজ্যে ভারত ইলেকট্রনিক্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন প্রতিমাসে 40 হাজার টাকা

কেন্দ্রীয় সরকারের দফতরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। দেশের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এই নিয়োগে আবেদন জানাতে পারবেন। আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য নীচে আলোচনা করা হয়েছে।

Advertisement No. – 12949/HR/NCS/IACCS/PE/03

পদের নামশুন্য পদের সংখ্যা বয়স সীমা
Project Engineer (Electrical)5 টি (UR-02, OBC-NCL-02, SC-01)01.01.2023 অনুযায়ী বয়স হতে হবে 32 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত আসনের প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
Project Engineer (Civil)4 টি (UR-03, SC- 01)01.01.2023 অনুযায়ী বয়স হতে হবে 32 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত আসনের প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আরও পড়ুন – ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে বিপুল কর্মী নিয়োগ, আবেদন চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত

শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারী প্রার্থীকে যেকোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Electrical/Electronic/Civil Engineering এ B.E/B.Tech/B.Sc Engineering করে থাকতে হবে।

মাসিক বেতন – বেতন দেওয়া হবে প্রতি মাসে 40,000 টাকা থেকে 55,000 টাকা।

আবেদন পদ্ধতি – আগ্রহী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনকারী প্রার্থী কোন পদের জন্য আবেদন করতে চান তা সিলেক্ট করতে হবে। এরপর আবেদন ফর্মে প্রার্থীর নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় নথি আপলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া রয়েছে।

আরও পড়ুন – ব্যাংক অফ ইন্ডিয়াতে কয়েকশো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, প্রতিমাসে বেতন 36 হাজার টাকা

আবেদন ফি –

URRs. 400 + 18% GST
SC/ST/PwBDNIL
Payment MethodOnline

নিয়োগ পদ্ধতি – প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান – পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর, রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ।

আবেদনের শেষ তারিখ – 25 ফেব্রুয়ারি, 2023 অর্থাৎ 25.02.2023

আরও পড়ুন : মাধ্যমিক পাশে কয়েক হাজার কনস্টেবল নিয়োগ, এক্ষুনি আবেদন করুন

Apply NowClick Here
Official NoticeDownload
Join Telegram ChannelJoin Now

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin