কিষাণ মানধন যোজনায় পাবেন প্রতি মাসে ৩ হাজার টাকা, এখনই আবেদন করুন।

কেন্দ্রীয় সরকার কৃষকদের তাদের বৃদ্ধ বয়সে আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (PM Kisan Mandhan Yojana) কার্যকরী করা হয়েছে। যেসকল কৃষক যারা সারা জীবন ফসল ফলাতে, কৃষিকাজ করে কাটিয়েছেন, তাদের বৃদ্ধ বয়সে অর্থাৎ ৬০ বছর পূর্ণ হলে সরকার পেনশন হিসেবে প্রতি মাসে ৩০০০ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে।

এখনো পর্যন্ত অধিকাংশ কৃষকরায় এই প্রকল্প সম্পর্কে জানেন না, যার কারণে এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অধীনে নিজের নাম নথিভুক্ত করতে পারেন না। তাই আজ আমরা আমাদের এই প্রতিবেদনে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অধীনে আবেদনের পদ্ধতি, আবেদনের যোগ্যতা, সুবিধা এবং আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

PM Kisan New Registration 2023: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অনলাইন আবেদন করুন, এই পদ্ধতিতে

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অধীনে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা

  • ১৮ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত কৃষকরা এই যোজনার জন্য আবেদন  করতে পারবেন,
  • রাজ্য সরকারের রেকর্ড অনুযায়ী ২ হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি থাকে সেই সমস্ত কৃষকরা এই যোজনার অধীনে আবেদন করতে পারবেন,

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার সুবিধা

  • প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার (PM Kisan Mandhan Yojana) অধীনে, কৃষকের ৬০ বছর বয়স পূর্ণ হলে, প্রতি মাসে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ট্রান্সফার করা হবে।
  • দেশের সকল কৃষক এই যোজনার লাভ ওঠাতে পারবেন।
  • এটি এমন একটি যোজনা, যার অধীনে কৃষককে এই যোজনায় প্রতি মাসে তার উপার্জনের খুব সামান্য অংশ দিতে হবে।
  • যদি কৃষক এই পেনশনের সুবিধা গ্রহণ করাকালীন যদি মারা যায়, তবে এই পরিস্থিতিতে তার স্ত্রীকে প্রতি মাসে ৫০ শতাংশ অর্থাৎ ১,৫০০ টাকা পেনশন দেওয়া হবে। অর্থাৎ স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে আর্থিক সাহায্য করা হবে।
  • এই যোজনার অধীনে পেনশনের সুবিধা পেতে হলে যেকোনও কৃষককে প্রতি মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত জমা দিতে হবে। তবে কত টাকা জমা দিতে হবে তা নির্ভর করছে কৃষকের বয়সের উপর।

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা আবেদন পদ্ধতি

  1. প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার অফিশিয়াল ওয়েবসাইট https://maandhan.in/ এর হোম পেজে যেতে হবে,
  2. এরপরে ডান দিকে থাকা মেনুবারে ক্লিক করে Services অপশনে ক্লিক করে New Enrollment অপশনে ক্লিক করতে হবে,
  3. এরপর একটি নতুন পেজ খুলে আসবে,
  4. যেখানে তিনটি অপশন দেখতে পাবেন, এর মধ্য থেকে আপনাকে Self Enrollment অপশনে ক্লিক করতে হবে,
  5. আপনার মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফাই করতে হবে,
  6. এরপর আপনার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিয়ে রেজিষ্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে,
  7. এরপর ফর্ম ডাউনলোড করে, সাক্ষর (Signature) করে পুনরায় আপলোড করতে হবে,
  8. ফর্মটি আপলোড করার পর সাবমিট করতে হবে,
  9. সাবমিট হলে উক্ত কৃষক প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস

Jago Prakalpa: এই প্রকল্পে আবেদন করলে মহিলারা পাবেন 5 হাজার টাকা, কিভাবে পাবেন জেনে নিন।

PAN Card Update: এই কাজ না করলে বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড, বিপদ এড়াতে সতর্ক হোন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin