AAICLAS Recruitment 2023 (Freshers) – রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবারও এক খুশির খবর। সম্প্রতি AAI CARGO LOGISTICS & ALLIED SERVICES COMPANY LTD. (AAICLAS) এ ৯০৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার তরফে ইতিমধ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা খুব সহজেই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নিজের আবেদন সম্পন্ন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদনযোগ্য। ভারতীয় নাগরিক হলেই এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা (AAICLAS Freshers Recruitment 2023) এখানে আবেদনযোগ্য।
এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৭-১১-২০২৩ তারিখ থেকে এবং চলবে আগামী ০৮-১২-২০২৩ তারিখ পর্যন্ত। AAICLAS Recruitment 2023 (Freshers) এখানে কোন পদে কর্মী নেওয়া হচ্ছে? যোগ্যতা কি? বেতন কত? কিভাবে আবেদন করা যাবে? এছাড়াও আরো অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।
তাহলে আর দেরি না করে জেনে নিন এখানে আবেদন করার পদ্ধতি সহ নিয়োগের বিস্তারিত তথ্য। পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে। যাতে আপনারা খুব সহজেই এখানে আবেদন করতে পারেন।
Advertisement No. | AAICLAS/HR/CHQ/Rectt/SS(F)/2023 |
নিয়োগকারী সংস্থা | AAI CARGO LOGISTICS & ALLIED SERVICES COMPANY LTD. (AAICLAS) |
কোন পদ? | নিচে উল্লেখ করা হয়েছে |
কয়টি শূন্যপদ? | ৯০৬ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ৮ ডিসেম্বর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.aaiclas.aero |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
AAICLAS Recruitment 2023
পদের নাম
- Security Screener (Fresher)
মোট শূন্যপদের সংখ্যা
AAICLAS Freshers Recruitment 2023 এখানে সব মিলিয়ে মোট ৯০৬ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত সে ইউনিভার্সিটি/ ইনস্টিটিউশন থেকে ৬০ শতাংশ (SC/ST -র জন্য ৫৫ শতাংশ) নম্বর নিয়ে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে, তবেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়স সীমা
০১-০১-২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন
এই পদে নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং চলাকালীন প্রতিমাসে ১৫,০০০/- টাকা করে স্টাইপেন্ড হিসাবে দেওয়া হবে।
ট্রেনিং শেষে, প্রথম বছর প্রতি মাসে ৩০,০০০/- টাকা করে , দ্বিতীয় বছর প্রতি মাসে ৩২,০০০/- টাকা করে এবং তৃতীয় বছর প্রতি মাসে ৩৪,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
কোথায় পোস্টিং হবে?
সারা ভারতের যেকোনো জায়গায় পোস্টিং হবে। সেগুলি হলো – Kolkata, Chennai, Goa, Kozhikode (Calicut), Varanasi, Srinagar, Vadodara, Madurai, Tirupati, Raipur, Vizag, Indore, Amritsar, Bhubaneswar, Agartala, Port Blair, Trichy, Dehradun, Pune, Surat, Leh, Srinagar, Patna.
নিয়োগ সময়কাল
এখানে ৩ বছরের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে।
কি ভাবে আবেদন করবেন?
ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইট www.aaiclas.aero -তে প্রবেশ করে Career এ গিয়ে Apply অপশনে ক্লিক করতে হবে।
- তারপর New Registration এ ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
- তারপর লগইন করে আবেদন ফর্ম ফিলাপ করতে হবে।
- সবশেষে, আবেদন ফি জমা করে সাবমিট করতে হবে।
নতুন চাকরির খবর » নতুন প্রকল্পের ঘোষণা মোদী সরকারের, প্রতিবছর পাবেন ৫ লক্ষ টাকার সুবিধা
প্রয়োজনীয় ডকুমেন্টস
- আধার কার্ড।
- মাধ্যমিক / উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট।
- গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ও মার্কশিট।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটোর স্ক্যান কপি।
- স্ক্যান করা নিজের সিগনেচার।
- আবেদন ফি।
নতুন চাকরির খবর » স্টেট ব্যাংকে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি, শূন্যপদ ৮২৮৩ টি
নির্বাচন প্রক্রিয়া
- Eye/ Color blindness examination.
- Should have unimpaired vision and hearing ability.
- Ability to recognize objects – highlighted by X-ray equipment.
- Good oral and written communication skills.
- Good physical strength and ability.
আবেদন ফি
- General/ OBC – ৭৫০/- টাকা
- SC/ ST, EWS & Wonen – ১০০/- টাকা।
- অনলাইনে আবেদন করার সময় অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৪-১১-২০২৩ |
আবেদন শুরু | ১৭-১১-২০২৩ |
আবেদন শেষ | ০৮-১২-২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই AAICLAS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📝 আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.aaiclas.aero |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
আরও পড়ুন »