Aadhaar Number Leak – বিপদে পড়তে পারেন, হ‍্যাকারদের হাতের মুঠোয় মানুষের আধার আর ফোন নম্বর, আপনি কি নিরাপদ? একবার এইভাবে চেক করুন

Published on:
You can check Aadhaar Number Leak status from Home

অধিকাংশ ভারতবাসীর আধার এবং ফোন নম্বর হ্যাকারদের হাতের মুঠোয় চলে গিয়েছে। জালিয়াতরা ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের আধার নম্বর এবং ফোন নম্বর সহ যাবতীয় তথ্য চুরি করে ডার্ক ওয়েবে বিক্রি করে দিচ্ছে। আর তার বিনিময়ে জালিয়াতরা মোটা টাকা দাবি করছে। এর অর্থ, ভারতীয়দের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বলে আর কিছুই থাকছে না। আধার এবং ফোন নম্বরের মত গুরুত্বপূর্ণ নথি জালিয়াতদের হাতের মুঠোয় চলে যাওয়ার ফলে আমার আপনার সমস্ত তথ্যই জালিয়াত, প্রতারক এবং অসাধু ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছে। হ্যাঁ, সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য জানা যাচ্ছে। যার ফলে ভারত সরকার যথেষ্টই কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। কিন্তু তা বলে কি যে সমস্ত তথ্য জালিয়াতরা দখল করে ফেলেছে, তা কি আর ফেরত পাওয়া যাবে? তা হয়তো কখনোই পাওয়া যাবে না। ফলে অধিকাংশ ভারতবাসীর জীবনের খবর সমস্ত কিছুই এখন জালিয়াতদের হাতে।

- Advertisement -

দেশের যেখানেই যান না কেন, তা সরকারি কাজকর্ম, পরিষেবা থেকে শুরু করে ব‍্যাঙ্কিং অ্যাকাউন্টে টাকা পয়সার লেনদেন থেকে আর বেসরকারি ক্ষেত্রে সমস্ত কাজকর্মেই প্রথমেই চেয়ে নেওয়া হয় আপনার আধার নম্বর এবং একটি মোবাইল ফোন নম্বর (Aadhaar and Mobile Number) আর তারপরে শুরু হয় আপনার নির্দিষ্ট প্রয়োজনীয় কাজের সম্পূর্ণ প্রক্রিয়া। বারে বারে কেন্দ্রীয় সরকারের তরফেও আধার নম্বর যে কতটা নিরাপদ ভাবে দেশের সাইবার অ্যাকাউন্টে গচ্ছিত করা আছে, সেই বিষয়টিও বুক ফুলিয়ে বলে থাকেন।

বারবার কেন্দ্র জানিয়েছে, দেশের মানুষের ব্যক্তিগত তথ্য নিরাপদ (Government Demand Citizens Personal Data is Safe) কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? বিশ্বের যে কোনো জায়গায় বসে হ্যাকার বা জালিয়াতরা অধিকাংশ ভারতবাসীর এই আধার নম্বর আর ফোন নম্বর Hack করে নিচ্ছে। ফলে তাদের জীবনের সমস্ত তথ্য তারা হাতের নাগালে নিয়ে নিচ্ছে। আর সেগুলিকে ব্যবহার করে সাধারণ মানুষের সমস্ত ধরনের বিপদ তৈরি করে দিচ্ছে। এবার আপনিও হয়তো ভাবছেন, আপনার  আধার, ফোন নম্বর সহ সমস্ত তথ্য হ্যাকাররা চুরি করে নেয়নি তো?

- Advertisement -

সাইবার সিকিউরিটি সংস্থা CloudSEK সাম্প্রতিক রিপোর্টে দাবী করেছে, এ পর্যন্ত ৭৫ কোটি ভারতীয়দের Aadhaar এবং Phone number চুরি করে ডার্ক ওয়েবে (Dark Web) মোটা টাকার বিনিময়ে হ্যাকাররা বিক্রি করে দিয়েছে। তার বিনিময়ে তারা ৩০০০ ডলার যা ভারতীয় মুদ্রায় ২৫ লক্ষ টাকা দাবি করেছে। শুধু তাই নয়, রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে,  ৮৫ শতাংশ ভারতীয়দের আধার এবং ফোন নম্বরসহ তথ্য চুরি করে ডার্ক ওয়েবে বিক্রি করে দেওয়া হয়েছে (Aadhaar and Phone number Leak by Hackers) যার টেকনিক্যাল সাইজ 1.8TB

- Advertisement -

আর এর পরই নড়েচড়ে বসেছে কেন্দ্র। যত শীঘ্রই সম্ভব ভারতীয় টেলিকম ডিপার্টমেন্টকে (DoT) নির্দেশ দিয়েছে, তাদের এই পুরনো সিস্টেমকে অডিট করে আপডেট করার জন্য। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে ৭৫ কোটি ভারতীয় অর্থাৎ 85 শতাংশ মানুষের আধার, ফোন নম্বর সহ নথি হ্যাকাররা চুরি করে নিয়েছে, তার মধ্যে আপনার আধার এবং ফোন নম্বর নেই তো? তাহলে তো চরম বিপদে পড়তে পারেন আপনি। হ্যাকারদের শিকার হয়েছেন কিনা, তা একবার জেনে নিন। আপনি ঘরে বসেই সেটা দেখে নিতে পারবেন। কিভাবে দেখবেন, পদ্ধতিটি একবার দেখুন –

আর পড়ুন » নতুন ভোটার লিস্ট ২০২৪ প্রকাশিত হলো, ডাউনলোড করুন এইভাবে

কিভাবে চেক করবেন?

You can check Aadhaar Number Leak status from Home :

প্রথমেই Gmail ব্যবহারকারীদের Google One প্ল্যাটফর্মে যেতে হবে। এই প্ল‍্যাটফর্মে গিয়ে এই ডার্ক ওয়েবে আপনার Aadhaar এবং ফোন নম্বর চুরি হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

  • প্রথমে one.google.com ওয়েবসাইটে লগইন করতে হবে।
  • এরপর Dark Web এর রিপোর্টের নিচে Try Now অপশনে ক্লিক করতে হবে।
  • এবার Run Scan অপশনে ক্লিক করতে হবে।
  • আর এরপরেই আপনার স্ক্রিনে ভেসে উঠবে, আপনার আধার নম্বর এবং ফোন সহ কোনো তথ্য হ্যাকারদের দখলে চলে গিয়েছে কিনা বা সেগুলি Dark Web-এ বিক্রি করা হয়েছে কিনা। বাড়িতে বসেই খুব সহজ পদ্ধতিতে এটি জেনে নিতে পারবেন। তবে এর জন্য Google One Platformএর Subscription কিনতে হবে।

আরও পড়ুন » Aadhaar Card Lock – আধার কার্ড লক করলেই কি নিশ্চিন্ত? ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেটার নাগাল পাবে কি জালিয়াতরা? কি বলছে সরকার, দেখুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm Saheb, a content writer in education and government schemes. I research, write, and edit articles on education and government schemes, presenting complex information clearly. I'm passionate about creating engaging, informative content that educates. In my free time, I read, travel, and spend time with loved ones. I'm always learning. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush