আজই শুরু হলো পশ্চিমবঙ্গ লেডি কনস্টেবল নিয়োগে অনলাইন আবেদন, সম্পূর্ন পদ্ধতি জানতে ক্লিক করুন

West Bengal Police Lady Constable Recruitment 2023: ওয়েট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পুলিশে (West Bengal Police) লেডি কনস্টেবল নিয়োগের সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৪২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আজ থেকে অর্থাৎ ২৩ এপ্রিল থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করার শেষ তারিখ ২৫ মে, ২০২৩ । সম্পূর্ন আবেদন পদ্ধতি আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

West Bengal Police Lady Constable Recruitment 2023

পদের নাম– লেডি কনস্টেবল (Lady Constable)

মোট শূন্যপদ– মোট ১৪২০ টি।

শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারী প্রার্থীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে।

অন্যান্য যোগ্যতা– আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। তবে কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

পাশপাশি হোম গার্ড, এনভিএফ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররাও এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অবশ্যই ০১.০১.২০২৩ অবধি ৩ বছরের চাকরি মেয়াদ সম্পূর্ণ হতে হবে।

বয়সসীমা– ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

বেতন– পশ্চিমবঙ্গ সরকারের পে লেভেল অনুযায়ী ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

BSF Recruitment 2023: মাধ্যমিক পাশে ভারতীয় সেনা নিয়োগ, বিস্তারিত জেনে ঝটপট করুন আবেদন

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য সম্পূর্ন অনলাইনের মাধ্যম অনুসরণ করতে হবে। আবেদন পদ্ধতি নীচে প্রদান করা হলো –

১. Sign Up করুন

  • প্রথমে ওয়েট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট https://prb.wb.gov.in/ -এ যান অথবা Direct Link এ ক্লিক করে যান।
  • এরপর Apply Online অপশনে ক্লিক করুন।
  • এরপর Sign Up অপশনে ক্লিক করুন।
  • এরপর আবেদনকারীর নাম, বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর লিখুন। এরপর ইউজার নেম ও পাসওয়ার্ড বানিয়ে নিন।
  • এরপর Sign Up অপশনে ক্লিক করে OTP ভেরিফাই করুন। আপনার রেজিস্ট্রেশন সফল হবে।

২. Application Form পূরণ করুন

  • রেজিস্ট্রেশন করার পর Login অপশনে ক্লিক করে User NamePassword লিখে লগইন করুন।
  • পরবর্তী পেজে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন।
  • এরপর আবেদনকারীর ছবি ও সিগনেচার স্ক্যান করে আপলোড করুন।
  • এরপর Next অপশনে ক্লিক করলে প্রিভিউ পেজ আসবে, সেখানে আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক থাকলে কনফার্ম করুন।
  • সবশেষে আবেদন ফি অনলাইনে পেমেন্ট করলে আপনার আবেদন সম্পন্ন হবে এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে রাখবেন।

আবেদন ফি

  • SC/ST প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না। শুধুমাত্র প্রসেসিং ফি হিসেবে ২০ টাকা দিতে হবে।
  • অন্যান্য সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের আবেদন ফি ১৫০ টাকা ও প্রসেসিং ফি ২০ টাকা অর্থাৎ মিলিয়ে মোট ১৭০ টাকা ফি পেমেন্ট করতে হবে হবে।
  • ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI -এর মাধ্যমে আবেদন ফি পেমেন্ট করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া

  • Preliminary Written Test (100 marks)
  • Physical Measurement Test (PMT)
  • Physical Efficiency Test (PET)
  • Final Written Examination (85 marks)
  • Interview (15 marks)

গুরুত্বপূর্ণ তারিখগুলি

  • অনলাইনে আবেদন শুরুর তারিখ- ২৩ এপ্রিল ২০২৩
  • অনলাইনে আবেদনের শেষ তারিখ- ২৫ মে ২০২৩

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download
  • আবেদন করুন – Apply Online

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin