লেডি কনস্টেবল পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশিত হলো, এইভাবে চেক করুন | WBP Lady Constable Result 2023 Check Link

আজকে অর্থাৎ ১ ডিসেম্বরে প্রকাশিত হলো WBP Lady Constable Preliminary Written Test Result 2023. একই সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিলো Preliminary Written Test -এ উত্তীর্ণ প্রার্থীদের Physical Measurement Test (PMT) এবং Physical Efficiency Test (PET) -এর সম্ভাব্য তারিখ। সম্ভাব্য তারিখটি হল ১৮-১২-২০২৩ থেকে। PMT এবং PET এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ১১-১২-২০২৩ তারিখ থেকে WBPRB এর অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in থেকে।

বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে অনলাইনের মাধ্যমে কয়েকটি ধাপ অনুসরণ করে WBP Lady Constable Result 2023 Check করতে পারবেন।

West Bengal Police Lady Constable Result 2023 Check

১) প্রথমে prb.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। অথবা নীচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি রেজাল্ট চেক করার পেজে আসতে পারেন।
২) তারপর Written Results অপশনে ক্লিক করে Recruitment to the post of Lady Constables in West Bengal Police – 2023 সিলেক্ট করে Get Details এ ক্লিক করতে হবে।
৩) তারপর একটি নতুন পেজ খুলে আসবে, সেখানে আপনার Application Sl. No. এবং Date of Birth লিখে Search Result বোতামে ক্লিক করতে হবে।
৪) ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটি চলে আসবে।

WBP Lady Constable Result 2023 Check Direct Link – Click Here

আরও পড়ুন » প্রকাশিত হলো SSC GD Constable 2024 অফিসিয়াল নোটিফিকেশন, বিস্তারিত জেনে নিন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin