অবশেষে প্রকাশিত হলো SSC GD Constable 2024 অফিসিয়াল নোটিফিকেশন, বিস্তারিত জেনে নিন

SSC GD Constable 2024 Notification – চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। অবশেষে প্রকাশিত হলো SSC GD Constable 2024 এর অফিসিয়াল নোটিফিকেশন SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরা হয়েছে।

তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক এখানে আবেদন করার পদ্ধতি সহ নিয়োগের বিস্তারিত তথ্য। পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে। প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

AdvertisementConstable (GD) – 2024
নিয়োগকারী সংস্থা/ বোর্ডStaff Selection Commission (SSC)
পদের নামConstable (General Duty)
মোট শূন্যপদ26,146 (Tentative)
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ31 ডিসেম্বর, 2023
অফিসিয়াল ওয়েবসাইটssc.nic.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

SSC GD Constable 2024 Notification

পদের নাম

  • Constable (General Duty)

মোট শূন্যপদের সংখ্যা

এখানে সব মিলিয়ে মোট 26,146 টি শূন্যপদ রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে এখানে শূন্যপদের সংখ্যা পরিবর্তন হতে হবে। পরিবর্তন হলে SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে তা জানিয়ে দেওয়া হবে।

কোন বিভাগে কত শূন্যপদ রয়েছে, নীচে দেওয়া হলো –

ফোর্সের নামপুরুষমহিলা
BSF5211963
CISF99131112
CRPF326671
SSB59342
ITBP2694495
AR144842
SSF22274
মোট শূন্যপদ233472799

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে চাকরিপ্রার্থীদের। এখানে মহিলা ও পুরুষ চাকরিপ্রার্থীরা আবেদনযোগ্য।

এছাড়াও প্রার্থীদের শারীরিক মান পূরণ করতে হবে। তা বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন।

Download SSC GD Constable notification 2024 👇

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_24112023.pdf

বয়স সীমা

01-01-2024 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম 18 বছর থেকে সর্বোচ্চ 23 বছর বয়সের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বয়স হিসাব করতে নিচের বোতামে ক্লিক করুন 👇

বেতন

এই পদে নিযুক্ত প্রার্থীদের পে লেভেল – 3 অনুযায়ী প্রতিমাসে 21,700/- টাকা থেকে 69,100/- টাকার মধ্যে বেতন দেওয়া হবে।

কি ভাবে আবেদন করবেন?

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি নিম্নরূপ –

  • প্রথমে SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর APPLY অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর আবেদন ফর্ম ফিলাপ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • আবেদন ফি পেমেন্ট করতে হবে।
  • সবশেষে সাবমিট বোতামে ক্লিক করতে হবে।
❖  Related Articles

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
  • জাতিগত শংসাপত্র
  • পাসপোর্ট সাইজের ফটো
  • ইত্যাদি নথি

নির্বাচন প্রক্রিয়া

  • Computer Based Examination (CBE)
  • Physical Standard Test (PST)
  • Physical Efficiency Test (PET)
  • Medical Examination (DME/ RME)
  • Document Verification

আরও পড়ুন » EWS সার্টিফিকেট পাবার নিয়মে পরিবর্তন, এবার থেকে OBC প্রার্থীরাও সুযোগ পাবেন

আবেদন ফি

SC, ST, ESM এবং Women প্রার্থী ছাড়া অন্যান্য সকল প্রার্থীদের আবেদন ফি হিসেবে 100/- টাকা জমা করতে হবে। আবেদন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত24-11-2023
আবেদন শুরু24-11-2023
আবেদন শেষ31-12-2023
আবেদন সংশোধন04-01-2024 থেকে 06-01-2024
Computer Based Examফেব্রুয়ারি – মার্চ, 2024

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটssc.nic.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

আরও পড়ুন »

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin