WBBSE Madhyamik Result 2023: রাত পোহালেই মাধ্যমিকের রেজাল্ট, কখন-কীভাবে দেখবেন রেজাল্ট? জানুন বিশদে

রাত পোহালেই এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। আগামীকাল শুক্রবার, ১৯ মে সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এরপর দুপুর ১২টা থেকে অনলাইনে ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পাশাপাশি এসএমএস ও অ্যাপের মাধ্যমেও ফল জানতে পারবেন।

ওই দিনই মার্কশিট ও সার্টিফিকেট নিজ বিদ্যালয় থেকে পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা। এমনটাই মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ছয় লক্ষেরও বেশি। এবার জেনে নিন কিভাবে রেজাল্ট দেখবেন –

মাধ্যমিক পাশ করলেই রাজ্যের এই স্কলারশিপে মিলবে ১০ হাজার টাকা, কারা পাবেন, কিভাবে আবেদন করবেন?

অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখবেন?

  • পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in বা wbresults.nic.in -তে যেতে হবে।
  • তারপর ‘West Bengal Board of Secondary Exam. Results – 2023’ লিঙ্কে ক্লিক করতে হবে।
  • পরবর্তী পেজে রোল নম্বর এবং জন্মতারিখ লিখে Submit অপশনে ক্লিক করতে হবে।
  • তারপরই সংশ্লিষ্ট পড়ুয়ার মাধ্যমিকের রেজাল্ট স্ক্রিনে ভেসে উঠবে। কোন বিষয়ে কত নম্বর পেয়েছে, কোন গ্রেড পেয়েছে, মোট কত নম্বর পেয়েছে, সেই সংক্রান্ত তথ্য দেখা যাবে।
  • পাশাপাশি মাধ্যমিকের রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে পরীক্ষার্থীরা।

এছাড়াও নীচের এই সমস্ত ওয়েবসাইটে থেকে রেজাল্ট দেখা যাবে –

  • www.exametc.com
  • www.indiaresults.com
  • www.results.shiksha
  • www.schools9.com
  • www.jagranjosh.com
  • www.vidyavision.com
  • www.fastresult.in
InfoNetBangla Telegram Channel

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ৪ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে চলেছে পর্ষদ।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin