How to download WB TET Admit Card 2022: অবশেষে প্রকাশিত হলো 2022 সালের Primary TET Exam -এর অ্যাডমিট কার্ড (Admit Card)।
আজকের এই নিবন্ধে আমরা আপনাকে বলবো, কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড (WB TET Exam Admit Card Download) করতে পারবেন। এর সম্পর্কে কিছু কথা, যা নীচে আলোচনা করা হয়েছে –

আগামী 11 ই ডিসেম্বর হতে চলেছে, 2022 সালের টেট পরীক্ষা। এই পরীক্ষা শুরু হবে দুপুর 12 টা থেকে আর সমাপ্ত হবে দুপুর 2 টা 30 মিনিটে, পরীক্ষার সময় হবে মোট 1 ঘণ্টা 30 মিনিট। পরীক্ষা হবে MCQ Type প্রশ্নের উওর, কোনো রকম নেগেটিভ মার্ক নেই।
আসুন তাহলে জেনে নেওয়া যাক, কিভাবে আপনি আপনার টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন? এর জন্য আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে, যা নিম্নরূপ –
WB TET 2022 Admit Card Download Process – Overview
Name of the Exam | WB TET Exam |
Name of the Article | WB TET 2022 Admit Card Download Process |
Type of Article | Latest Update |
Charges for TET Admit Card Download? | NILL |
Official Website | Click Here |
WB TET Exam Admit Card Download Online Process
- সবার প্রথমে আপনাকে West Bengal Board of Primary Education এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে,

- এরপর “Click here Online Application for Teacher Eligibility Test-2022 (TET-2022) for Classes I to V” অপশনে ক্লিক করুন,
- এরপর একটি নতুন পেজ খুলে আসবে,
- এখানে Teacher Eligibility Test-2022 (TET-2022) এ ক্লিক করুন,
- এরপর Print/Download Admit Card অপশনে ক্লিক করুন,

- এরপর Registration Number এবং Date of Birth লিখে Print Admit Card বোতামে ক্লিক করুন (DOB লিখুন এই ফরম্যাটে DD-MM-YYYY),
- সবশেষে আপনার TET Exam Admit Card Download হয়ে যাবে PDF ফাইল আকারে।

উপরের কয়েকটি স্টেপস ফলো করে আপনি আপনার টেট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সার্ভার একটু ডাউন আছে, বার বার চেষ্টা করুন।
Important Links
Official Website | Click Here |
Direct Link To Download TET Exam Admit Card | Click Here |
Join Our Telegram Channel | Join Now |
আরও পড়ুন
Aadhar Card Correction 2022: ঘরে বসে মিনিটেই করুন নিজের আধার কার্ড সংশোধন