মাধ্যমিক রেজাল্ট 2023 | মোবাইল ফোন দিয়ে অনলাইনে কিভাবে রেজাল্ট দেখবেন জেনে নিন

আজ ১৯ মে, শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বেলা ১২ টা থেকে অনলাইনের মাধ্যমে মোবাইল ফোন দিয়ে ওয়েবসাইট মারফত দেখা যাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পাশাপাশি এসএমএস ও অ্যাপের মাধ্যমেও ফল জানতে পারবেন। রেজাল্ট দেখতে নিচের স্টেপগুলো ফলো করুন –

মোবাইল ফোনে মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখবো?

  1. মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য wbresults.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে অথবা নীচে দেওয়া ‘Click Here’ বোতামে ক্লিক করে যেতে পারেন।
  1. এরপর ‘West Bengal Board of Secondary Education ( Madhyamik Pariksha ) Examination – 2023’ এ ক্লিক করতে হবে।
Wbresult
  1. ‘Enter Your Roll No’ – এর ঘরে রোল নম্বর লিখতে হবে এবং ‘Enter Date of Birth’ এর ঘরে জন্ম তারিখ লিখতে হবে।
  2. এরপর ক্যাপচা কোড লিখতে হবে।
  3. সবশেষে Submit বোতামে ক্লিক করলে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন।

মাধ্যমিক পাশ করলেই রাজ্যের এই স্কলারশিপে মিলবে ১০ হাজার টাকা

মাধ্যমিক রেজাল্ট 2023 SMS -এর মাধ্যমে কিভাবে দেখবো?

মোবাইল ফোন দিয়ে SMS -এর মাধ্যমেও খুব সহজেই মাধ্যমিক রেজাল্ট 2023 চেক করতে পারবেন। চেক করার জন্য নীচে দেওয়া নম্বরে মেসেজ লিখে পাঠাতে হবে।

WB10 <space> Roll No লিখে ম্যাসেজটি 5676750 / 56070 / 56263 নম্বরে পাঠাতে হবে। তারপর আপনার কাছে SMS -এর মাধ্যমে রেজাল্ট চলে আসবে।

InfoNetBangla Telegram Channel

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin