উচ্চ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, বেতন কত জানেন?

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) এর পক্ষ থেকে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রান্তের চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ, বয়সসীমা সহ বিস্তারিত তথ্য জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। GTA Librarian Recruitment 2023

Advertisement No.239/DLO/DJ/23
নিয়োগকারী সংস্থাGorkhaland Territorial Administration
পদের নামLibrarian
মোট শূন্যপদ২১ টি
বেতন (₹)২২,৭০০/- থেকে ৫৮,৫০০/-
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ১২ মে, ২০২৩
অফিসিয়াল সাইটwww.darjeeling.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

GTA Librarian Recruitment 2023

পদের নাম– Librarian

মোট শূন্যপদ– মোট ২১ টি। (UR – ১১, SC – ৫, ST – ১, OBC A – ২, OBC B – ২)

শিক্ষাগত যোগ্যতা– উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। সঙ্গে Library & Information Science পাশ সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার বিষয়ে ধারণা থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীকে অবশ্যই নেপালি ভাষা জানতে হবে।

বয়সসীমা– প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন– ২২,৭০০ – ৫৮,৫০০ টাকা

বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, তা এক নজরে দেখে নিন

আবেদন পদ্ধতি

এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য প্রার্থীদের সংস্থার নির্দিষ্ট ইমেইল এড্রেস -এ আবেদনপত্র সহ অন্যান্য সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে ইমেইল করে পাঠাতে হবে।

ইমেইল অ্যাড্রেস[email protected]

নিয়োগ প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা
  • কম্পিউটার টেস্ট
  • ইন্টারভিউ

আবেদনের শেষ তারিখ

অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে ১২ মে, ২০২৩ তারিখ পর্যন্ত।

আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF

MORE JOB UPDATE:- CLICK HERE

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin