রাজ্যে স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক পাশে MTS নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ

Updated on:
WB Health Department MTS Recruitment

রাজ্যে স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক পাশে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে নিচের আর্টিকেল পড়ুন।

- Advertisement -

Advertisement No. – DH&FW/COB/770

পদের নাম – মাল্টি টাস্কিং স্টাফ (MTS)

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

- Advertisement -

বয়স সীমা – প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।

বেতন – দৈনিক বেতন 500 টাকা দেওয়া হবে।

আরও পড়ুন – মাধ্যমিক পাশে কয়েক হাজার কনস্টেবল নিয়োগ, এক্ষুনি আবেদন করুন

আবেদন পদ্ধতি – আবেদনকারী প্রার্থীদের আলাদা করে আবেদন জানাতে হবে না। নিচের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড সঠিকভাবে পূরণ করতে হবে। ইন্টারভিউয়ের দিন পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বায়োডাটা, পরিচয়পত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস –

  • পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড।
  • বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, জন্ম সার্টিফিকেট, ইত্যাদি।
  • কম্পিউটার সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজের ফটো (2 কপি)।

ইন্টারভিউয়ের স্থান – Meeting Hall-I, District Vaccine & Family Welfare Store, Office of the Chief Medical Officer of Health, N.N. Road, (Besides Circuit House), Cooch Behar.

ইন্টারভিউয়ের তারিখ – 23.02.2023 (Reporting Time- 10:00am)

রাজ্যের DM অফিসে কর্মী নিয়োগ, বেতন কত?

Important Links –

Official Notice + Application FormDownload
Official WebsiteClick Here
More Job UpdateClick Here
Join Telegram ChannelJoin Now

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush