রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ৫৬,১০০ টাকা | WB DVC Recruitment 2023

WB DVC Recruitment 2023:- ফের রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে Executive Trainee পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনও জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। নীচে এই নিয়োগের শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদির বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হল। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি এই প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

Advertisement No.PLR/60/LO/PG CLAT/2023/11
নিয়োগকারী সংস্থাDamodar Valley Corporation (DVC)
পদের নামExecutive Trainee
মোট শূন্যপদ৪ টি
বেতন (₹)৫৬,১০০/- থেকে ১,৭৭,৫০০/-
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৩ জুলাই, ২০২৩
কাজের স্থানপশ্চিমবঙ্গ
অফিসিয়াল সাইটwww.dvc.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

WB DVC Recruitment 2023

পদের নাম (Post Name)

WB DVC Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হলো – Executive Trainee (LAW)

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ৪ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এই পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। তবেই এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৯ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫৬,১০০/- টাকা থেকে ১,৭৭,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে Group-D পদে প্রচুর কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

আবেদন পদ্ধতি (Apply Process)

এখানে আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন –

  • প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.dvc.gov.in  -এ ভিজিট করতে পারেন অথবা নীচে দেওয়া ডাইরেক্ট লিংকে ক্লিক করে আবেদন পেজে যেতে হবে
  • এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • অনলাইন ফর্ম পূরণ করার সময় প্রার্থীর নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, আধার নম্বর, ঠিকানার বিবরণ লিখতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • আবেদন ফি জমা করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
  • এরপর আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে পারেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি)
  • বয়সের প্রমাণপত্র হিসেবে
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
  • পাসপোর্ট সাইজের রঙিন ফটো, ইত্যাদি।

আবেদন ফি (Application fee)

এখানে আবেদন করার জন্য সাধারন জাতিভুক্ত প্রার্থীদের ৩০০/- টাকা আবেদন ফি দিতে হবে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৪.০৭.২০২৩
আবেদন শুরু০৪.০৭.২০২৩
আবেদন শেষ২৩.০৭.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.dvc.gov.in
✅ আবেদন করুনApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 MORE JOBS UPDATECLICK HERE

🔥 রাজ্যে পাওয়ার-গ্রিডে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন

🔥 Ration Card Correction: রেশন কার্ডের ভুল তথ্য সংশোধন করুন অনলাইনে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin